- Get link
- X
- Other Apps
Order 23 withdrawal and adjustment of Suits
আদেশ ২৩ মামলা প্রত্যাহার ও সমন্বয় দেওয়ানী কার্যবিধি আইন
আদেশ ২৩ বিধি ১ মামলা প্রত্যাহার বা বাদীর আংশিক পরিত্যাগ
১) মামলা হবার পর যে সময় বাদী সব বা যে কোন বিবাদীর বিরুদ্ধে তার মামলা প্রত্যাহার করতে বা তার দাবির আংশিক পরিত্যাগ করতে পারবে।
২) যেক্ষেত্রে আদালতের কাছে এটা সন্তোষজনক হয় যে,
ক) কিছু রীতিসিদ্ধ ত্রুটির কারণে অবশ্যই ব্যর্থ হবে; কিংবা
খ) মামলার বিষয়বস্তুর জন্য বা কোন দাবির অংশের জন্য নুতনভাবে মামলা দায়েরের জন্য বাদীকে অনুমতি প্রদান করার অন্যান্য যথেষ্ট অজুহাত থাকে, সেক্ষেত্রে আদালত যথাযথ মনে করে এরূপ শর্তে বাদীকে উক্ত মামলার বিষয়বস্তু বা কোন বাদীর উক্ত অংশ সম্পর্কে নুতনভাবে মামলা করার স্বাধীনতা সহ উক্ত মামলা হতে প্রত্যাহার করার বা দাবির আংশিক পরিত্যাগ করার অনুমতি অনুমােদন করতে পারে।
৩) যেক্ষেত্রে উপবিধি (২) এ বর্ণিত অনুমতি ছাড়া বাদী মামলা প্রত্যাহার করে বা দাবির আংশিক পরিত্যাগ করে সেক্ষেত্রে সে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মামলার খরচাদির জন্য দায়ী হবে এবং উক্ত বিষয়বস্তু বা আংশিক দাবি সম্পর্কে নুতনভাবে কোন মামলা করতে বারিত হবে।
৪) এই বিধির কোন কিছুই আদালতকে কতিপয় বাদীর ভিতর হতে একজন দ্বারা অন্যদের সম্মতি ছাড়া মামলা প্রত্যাহার করার অনুমতি দিতে ক্ষমতা প্রদান করবে বলে গণ্য হবে না।
আদেশ ২৩ বিধি ১ বিধির বিশ্লেষণ
একটি মামলা রুজু করে তা আদালতকে অনুমতিক্রমে তুলিয়া নিয়ে ঐ একই মামলা পুনরায় দায়ের সংক্রান্ত দেওয়ানি কার্যবিধির বিধানসমূহের পূর্ণ বিবরণ
দেওয়ানি কার্যবিধির ২৩নং আদেশের ১নং বিধিতে দেওয়ানি বিষয়ক মামলা প্রত্যাহার ও তৎসঙ্গে পুনরায় মামলা দায়ের করার স্বাধীনতা সম্পর্কিত নিয়মাবলি সম্পর্কে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই আদেশের ১ (১) নং বিধি অনুযায়ী, মামলা দায়ের হওয়ার পর যে কোন সময় বাদী সকল বিবাদীর বা যে কোন বিবাদীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে পারবে অথবা তার দাবির আংশিক পরিমাণ দাবি পরিত্যাগ করতে পারবে।
এই আদেশের ১(২) নং বিধি মােতাবেক, যেক্ষেত্রে আদালতের নিকট সন্তোষজনকরূপে প্রতীয়মান হবে যে, -
(ক) কোন পদ্ধতি সংক্রান্ত ক্রটির মামলাটির ব্যর্থ হতে বাধ্য, অথবা
(খ) মামলার বিষয়বস্তু সম্পর্কে কিংবা বাদীর কোন অংশ সম্পর্কে পুনরায় মামলা দায়ের করার জন্য বাদীকে অনুমতি দানের অনুকূলে উপযুক্ত অন্যান্য অজুহাত রয়েছে। সেইক্ষেত্রে আদালত উপযুক্ত শর্তে বাদীকে তার মামলা প্রত্যাহার করার অথবা তার দাবি আংশিক ত্যাগ করার অনুমতি দিতে পারবেন এবং উক্ত মামলার বিষয়বস্তু সম্পর্কে অথবা উক্তরূপ আংশিক দাবি সম্পর্কে পুনরায় মামলা দায়ের করার স্বাধীনতা দান করতে পারবেন ।
এই আদেশের ১(৩) নং মােতাবেক কোন ক্ষেত্রে বাদী যদি এই বিধির ২নং উপবিধি অনুসারে আদালতের অনুমতি গ্রহণ না করেই তার মামলা প্রত্যাহার করে বা তার দাবি আংশিক পরিত্যাগ করে, সেক্ষেত্রে বাদী আদালতের সিদ্ধান্ত অনুসারে খরচা বহন করতে বাধ্য থাকবে এবং উক্ত বিষয়বস্তু বা আংশিক দাবি সম্পর্কে পুনরায় মামলা দায়ের করার অধিকার হতে বঞ্চিত হবে।
এই আদেশের ১নং বিধির ৪নং উপবিধি অনুযায়ী আদালত কতিপয় বাদীর মধ্যে একজনকে অন্যান্য বাদীর সম্মতি ব্যতীত মামলা প্রত্যাহার করার অনুমতি গ্রহণ না করেই তার মামলা প্রত্যাহার করে বা তার দাবি আংশিক পরিত্যাগ করে, সেক্ষেত্রে বাদী আদালতের সিদ্ধান্ত অনুসারে খরচ বহন করতে বাধ্য থাকবে এবং উক্ত বিষয়বস্তু বা আংশিক দাবি সম্পর্কে পুনরায় মামলা দায়ের করার অধিকার হতে বঞ্চিত হবে।
এই আদেশের ১নং বিধির ৪নং উপবিধি অনুযায়ী আদালত কতিপয় বাদীর মধ্যে একজনকে অন্যান্য বাদীর সম্মতি ব্যতীত মামলা প্রত্যাহার করার অনুমতি দিতে পারবেন না।
অতএব, এই আদেশের ১নং বিধিটি বিধির বিশ্লেষণ করলে ইহাই প্রতীয়মান হয় যে, আদালত কেবলমাত্র নিম্ন বর্ণিত বিষয়গুলিল ক্ষেত্রে নিশ্চিত হওয়ার পরই এরূপ মামলা প্রত্যাহার করার অনুমতি প্রদান করতে পারেন
(১) মামলাটি যেক্ষেত্রে নীতিগত ত্রুটির কারণে ব্যর্থ হতে বাধ্য যেমনঃ- পক্ষসমূহ বা বিবাদের কারণে মিস জয়েণ্ডার এবং কোর্ট ফির অপর্যাপ্ততার কারণে এবং
(২) যেক্ষেত্রে বাদীকে মামলার বিষয়বস্তুর অথবা বাদীর অংশ বিশেষের ব্যাপারে নতুন মামলা দায়ের করার অনুমতি প্রদানের অন্যান্য পর্যাপ্ত অজুহাত থাকে, এবং এই সকল অবস্থার পরিপ্রেক্ষিতে আদালত বাদীকে পুনরায় মামলা দায়ের করার স্বাধীনতা দান করতে পারেন।
আদেশ ২৩ বিধি ২ প্রথম মামলা দ্বারা তামাদি আইন প্রভাবিত হয় না
পূর্ববর্তী বিধির অধীনে আদালতের অনুমতিক্রমে যদি নুতনভাবে কোন মামলা করা হয়, তবে প্রথম মামলাটি রুজু করা না হলে বাদী তামাদি আইন দ্বারা যেরূপ বাধ্য হত, ঠিক একই পদ্ধতিতে বাধ্য হবে।
আদেশ ২৩ বিধি ৩ মামলার আপােষ
যেক্ষেত্রে আদালতের সন্তুষ্টি সহকারে এটা প্রমাণিত হয় যে, আইনসঙ্গতঃ চুক্তি বা আপােষের দ্বারা কোন মামলা সামগ্রিক বা আংশিক ভাবে সমন্বয়িত হয়েছে বা যদি বিবাদী মামলার বিষয়বস্তুর সামগ্রিক বা কোন অংশের সম্পর্কে বাদীকে মিটাইয়া দেয় সেক্ষেত্রে আদালত উক্ত চুক্তি, আপোেষ বা মিটানাের বিষয়টি লিখিত করার আদেশ দিবে এবং যতদূর মামলার সঙ্গে এটা সম্পর্কিত হয়, তদানুসারে একটি ডিক্রী প্রদান করবে।
আদেশ ২৩ বিধি ৩ মামলার আপােষ সম্পর্কে আলােচনা
ছােলেনামা বা আপােষনিষ্পত্তি বিষয়ে দেওয়ানি কার্যবিধিতে বর্ণিত বিধানসমূহ আলেচনা
ছােলেনামা বা আপােষ নিষ্পত্তি সংক্রান্ত বিষয়ে দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-২৩ এর বিধি-৩ এ বিধান রাখা হয়েছে। উক্ত বিধি অনুযায়ী, যেক্ষেত্রে আদালতের সন্তুষ্টি সহকারে ইহা প্রমাণিত হয় যে, আইনসঙ্গতঃ চুক্তি বা আপােষের দ্বারা কোন মামলা সামগ্রিক বা আংশিক ভাবে সমন্বয়িত হয়েছে কিংবা যদি বিবাদী মামলার বিষয়বস্তুর সামগ্রিক বা কোন অংশের সম্পর্কে বাদীকে মিটাইয়া দেয় সেক্ষেত্রে আদালত উক্ত চুক্তি, আপােষ বা মিটানাের বিষয়টি লিপিবদ্ধ করার আদেশ দিবে এবং যতদূর মামলার সঙ্গে ইহা সম্পর্কিত হয়, ততদূর তদানুসারে একটি ডিক্রী প্রদান করবে।
অত্র বিধি মামলার বাদী এবং বিবাদীকে মামলা সমন্বয় করবাের সুযােগ প্রদান করেছে এবং আদালতের বাহিরেও বাদী ও বিবাদী চুক্তির ভিত্তিতে পরস্পরের সন্তুষ্টিতে মামলা সমন্বয় করে ফেলিতে পারবে। বাদী ও বিবািদী মামলা মিটমাট করার ইচ্ছা পােষণ করলে তারা উক্ত মিটমাট সম্বন্ধীয় বিষয়টি উভয়ে আদালতে হাজির হয়ে আদালতকে অবহতি করবে এবং আদালত উক্ত বিষয়টি নথিবদ্ধ করে সমন্বয়ের উদ্দেশ্যে একটি ডিক্রী তৈরি করবেন এবং প্রদান করবেন। যদি কোন পক্ষ (বাদী ও বিবাদী) এর প্রতারণার অভিযােগ উত্থাপিত হয়, তা হলে আদালত মিটমাটের ডিক্রী রদ করতে পারবেন। উক্ত রদের জন্য কোনরূপ মামলা নিষ্প্রয়ােজন। কোন পক্ষ আদালতের ডিক্রী রদের জন্য আবেদন করলেই চলবে।
আদেশ ২৩ বিধি ৪ ডিক্রীজারির কর্মক্রম প্রভাবিত হয় না
ডিক্রী বা আদেশ জারির কোন কর্মক্রমের ক্ষেত্রে এই বিধির কোন কিছু প্রয়ােগযােগ্য হবে না।