- Get link
- X
- Other Apps
Order 19 Affidavits Civil Procedure Code
আদেশ ১৯ এফিডেভিট দেওয়ানী কার্যবিধি আইন
আদেশ ১৯ বিধি ১ শপথনামার দ্বারা কোন বিষয় প্রমাণ করতে আদেশ দেয়ার ক্ষমতা
কোন আদালত যেকোন কারণে যথেষ্ট যুক্তি থাকলে আদেশ প্রদান করতে পারে যে, কোন বিশেষ তথ্য বা তথ্যগুলাে শপথনামার দ্বারা প্রমাণ করা যেতে পারে বা কোন সাক্ষীর শপথনামা আদালত যুক্তিসঙ্গত মনে করে এরূপ শর্তের উপর শুনানীর সময় পাঠ করা যেতে পারে। তবে শর্ত হল যে, যেক্ষেত্রে আদালতের কাছে এটা প্রতীয়মান হয় যে, যে কোন পক্ষ সাক্ষীকে জেরা করার জন্য কোন সাক্ষীকে হাজির করাতে অকৃত্রিমভাবে ইচ্ছুক এবং উক্তরূপ সাক্ষীকে হাজির করা যেতে পারে, সেক্ষেত্রে সে সাক্ষীর সাক্ষ্য শপথনামার দ্বারা প্রদান করার জন্য আদেশ দেয়া যাবে না।
আদেশ ১৯ বিধি ১ বিধির বিশ্লেষণ
হলফনামা (Affidavit) ধারা-১৩৯ ও আদেশ ১৯
হলফনামা (Affidavit) বা শপথনামা সম্পর্কিত বিধান বর্নিত আছে দেওয়ানি কার্যবিধির ১৩৯ ধারায় এবং ১৯ আদেশে।
এফিডেভিটের শপথ কে পরিচালনা করবেন
ধারা ১৩৯
ক) যে কোন আদালত বা ম্যাজিস্ট্রেট
খ) যে কোন অফিসার বা অপর কোন ব্যক্তি যাকে সুপ্রীম কোর্ট হলফনামার শপথ পরিচালনা করার জন্য নিয়ােগ প্রদান করেন।
গ) সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত আদালত যে ব্যক্তিকে হলফনামার শপথ পরিচালনা করার জন্য নিয়ােগ প্রদান করেন।
কোন বিষয়ে এফিডেভিট দ্বারা প্রমানের জন্য আদেশ দানের ক্ষমতা- আদেশ ১৯ বিধি ১
আদালত প্রয়ােজন মনে করলে মামলার যে কোন পর্যায়ে কোন শর্ত বা ঘটনাকে এফিডেভিট দ্বারা প্রমান করার জন্য সংশ্লিষ্ট পক্ষকে নির্দেশ দিতে পারবেন এবং উক্ত সাক্ষ্য আদালতে পাঠ করা যাবে। তবে কোনপক্ষ যদি জেরা করার উদ্দেশ্যে কোন ব্যক্তিকে হাজির করা সম্ভব, এমন সাক্ষীর ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য আবেদন করেন। সে ক্ষেত্রে উক্ত সাক্ষীর জবানবন্দি এফিডেভিটের মাধ্যমে গ্রহনের আদেশ দেওয়া যাবে না।
মিথ্যা এফিডেভিট প্রদান করলে শাস্তি
মিথ্যা এফিডেভিট প্রদান করলে দন্ডবিধির ১৯৩ ধারানুসারে দন্ডিত করা যাবে। বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দিলে ৭ বছর পর্যন্ত কারাদন্ড বা জরিমানা হতে পারে।
এফিডেভিট জবানবন্দি দাতাকে জেরা করার উদ্দেশ্যে আদালতে হাজির হওয়ার আদেশ। বিধি ২, আদেশ ১৯
এফিডেভিটের সাহায্যে সাক্ষ্যদানকারি সাক্ষীকে জেরা করার উদ্দেশ্যে আদালতে হাজির করার জন্য আবেদন করলে, আদালত তাকে উপস্থিত হওয়ার আদেশ দিতে পারবেন।
যে যে বিষয়ে এফিডেভিট করা যাবে। বিধি ৩, আদেশ ১৯
১। এফিডেভিটকারী ঐ সকল তথ্য এফিডেভিট উল্লেখ করবে, যা সে প্রমান করতে পারবে। তবে অন্তবর্তীকালীন কোন আবেদন সম্পর্কে এফিডেভিট করলে তিনি যা বিশ্বাস করেন তাও উল্লেখ করতে পারবেন, কিন্তু সে ক্ষেত্রে তিনি তার বিশ্বাসের কারন গুলি লিপিবদ্ধ করবেন।
২। এফিডেভিটে যদি অযথা কোন বিষয় বা দলিলের অংশ উদ্ধৃত করা হয়, তাহলে উক্ত এফিডেভিট দাখিলকারি পক্ষ এফিডেভিটের খরচ বহন করবেন।
আদেশ ১৯ বিধি ২ জেরার জন্য জবানবন্দীকারকের হাজির হওয়ার আদেশ দেয়ার ক্ষমতা
১) কোন আবেদনপত্রের উপর শপথনামা দ্বারা সাক্ষ্য প্রদান করা যেতে পারে, কিন্তু যে কোন পক্ষের অনুরােধক্রমে আদালত জবানবন্দীকারকের জেরার জন্য হাজির হওয়ার জন্য আদেশ প্রদান করতে পারে।
২) জবানবন্দীকারক আদালতে ব্যক্তিগত হাজির হতে অব্যাহতি প্রাপ্ত না হলে বা আদালত অপর কোন প্রকার নির্দেশ না দিলে উক্তরূপ উপস্থিতি আদালতেই হতে হবে।
আদেশ ১৯ বিধি ৩ যে সমস্ত বিষয়ে শপথনামা সীমাবদ্ধ থাকবে
১) জবানবন্দীকারকের বিশ্বাস সম্পর্কিত বিবৃতি যে দরখাস্ত পত্রের উপর গৃহীত হতে পারে উক্ত অন্তর্বর্তী দরখাস্ত পত্রের ক্ষেত্র ছাড়া জবানবন্দীকারক নিজস্ব জ্ঞানমতে প্রমাণ করতে সমর্থ হয়, এরূপ ঘটনাবলিতে শপথনামা সীমাবদ্ধ রাখিতে হবে। তবে শর্ত হল যে, তার কারণগুলাে বিবৃতি করতে হবে।
২) যে শপথনামায় জনশ্রুতিমূলক বিষয় বা বিতর্কমূলক কোন বিষয়, বা দলিলের নকল বা অংশ অপ্রয়ােজনীয়ভাবে বর্ণনাকারে থাকে, উক্ত শপথনামার ব্যয় (যদি না আদালত অন্যরকম কোন আদেশ দিলে) যে পক্ষ তা পেশ করেছে তাকেই বহন করতে হবে।