Skip to main content

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

আদেশ ১৬ সাক্ষীর প্রতি সমন উপস্থিতি দেওয়ানী কার্যবিধি আইন

Order 16 Summoning & Attendance of Witnesses

আদেশ ১৬ সাক্ষীর প্রতি সমন এবং উপস্থিতি

আদেশ ১৬ বিধি ১ সাক্ষ্য দিতে বা দলিল দাখিলের জন্য হাজির হতে সমন।

মামলা রুজু হওয়ার পর যে কোন সময় পক্ষগণ আদালত তৎপক্ষে তদ্বারা নিয়ােগকৃত কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করে যেসব লােকদের সাক্ষ্য প্রদান করতে বা দলিল পেশ করতে উপস্থিতির প্রয়ােজন, সেসকল লােকদের প্রতি সমন জারি করার আদেশ লাভ করতে পারবে।

আদেশ ১৬ বিধি ২ সমন জারির জন্য দরখাস্তের সঙ্গে সাক্ষীর খরচ আদালতে জমা দিতে হবে

১) সমনের জন্য দরখাস্তকারী পক্ষ সমন অনুমােদন হওয়ার আগে এবং নির্দিষ্ট সময়ের ভিতর আদালতে হাজির হওয়ার প্রয়ােজনে আদালতে আসা-যাওয়ার জন্য সমনপ্রাপ্ত লােকের অপর সব ব্যয় নির্বাহ করতে আদালতের কাছে যথাযথ প্রতিয়মান হয় এমনরূপ টাকার আসা যাওয়ার এবং অপর সব পরিমাণ অর্থ এবং একদিনের হাজিরার ব্যয় নির্বাহের জন্য আদালতে পেশ করতে হবে।

২) বিশেষজ্ঞ

এই বিধি অনুযায়ী প্রদেয় অংক নির্ণয়ে আদালত বিশেষজ্ঞ হিসেবে‌ সাক্ষ্য প্রদান করতে সমন প্রাপ্ত কোন লােকের ক্ষেত্রে সাক্ষ্য দিতে এবং মামলায় দরকারি বিশেষজ্ঞ চরিত্রের কোন কর্ম সম্পাদিত করার সময়ের জন্য সঙ্গত পরিমাণ পারিশ্রমিক অনুমােদন করতে পারে।

৩) খরচের হার

 যেক্ষেত্রে সংশ্লিষ্ট আদালত হাইকোর্ট বিভাগ এর অধীনে হয়, সেক্ষেত্রে উক্ত খরচের হার নির্ধারণের সময় তৈরিকৃত বিধিমালা মেনে চলতে হবে।

 আদেশ ১৬ বিধি ৩ সাক্ষীর খরচ প্রদান

যদি সমন ব্যক্তিগতভাবে জারি করা যায়, তবে বর্ণিতরূপে আদালতে জমাকৃত অনুরূপ টাকা সমনপ্রাপ্ত লােককে সমন জারির সময় প্রদান করতে হবে।

আদেশ ১৬ বিধি ৪ অপর্যাপ্ত পরিমাণ টাকা প্রদান করা হলে কর্মপদ্ধতি

১) যেক্ষেত্রে আদালত বা এতদুদ্দেশ্যে তৎদ্বারা নিযুক্ত কোন কর্মকর্তার কাছে প্রতীয়মান হয় যে, আদালতে জমাকৃত টাকা অনুরূপ খরচা বা সঙ্গত পারিশ্রমিক প্রদানের জন্য যথেষ্ট নয়, সেক্ষেত্রে আদালত উক্ত খাতে দরকারি দৃষ্টমান হয়ে এমন পরিমাণ অতিরিক্ত টাকা সমনপ্রাপ্ত লােককে দেয়ার জন্য নির্দেশ দিতে পারবেন, যা প্রদান অপরাগ হলে, সমনদাতা পক্ষের অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলাম বিক্রয়ের দ্বারা অনুরূপ অংকের টাকা আদায়ের জন্য আদালত নির্দেশ দিতে পারেন বা আদালত সমন প্রাপ্ত লােকদের সাক্ষ্য দেয়া হতে অব্যাহতি দিতে পারেন বা পূর্বোক্ত রূপ আদায় এবং অব্যাহতি উভয় আদেশ দান করতে পারে।

২) একদিনের বেশি রাখার জন্য সাক্ষীদের খরচা

যেক্ষেত্রে সমনপ্রাপ্ত লােককে একদিনের বেশি সময়ের জন্য রাখার দরকার হয়, সেক্ষেত্রে আদালত উক্ত লােকের অতিরিক্ত সময় থাকার খরচা বহন করতে যথাযথ এরূপ অংক পরিমাণ অর্থ আদালতে পেশ করার জন্য যে পক্ষের অনুরােধে সমন প্রদান করা হয়েছিল সে পক্ষকে আদেশ প্রদান করতে পারিবেন, এবং এর অন্যথা হলে উক্ত পক্ষের অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলাম বিক্রয়ের দ্বারা অনুরূপ খরচের টাকা আদায়ের আদেশ প্রদান করতে পারেন বা উপরিউক্তরুপে আদায় ও অব্যাহতি উভয় প্রকার আদেশ প্রদান করতে পারেন।

আদেশ ১৬ বিধি ৫ সময়, স্থান ও হাজিরার উদ্দেশ্য সমনে বর্ণনা করতে হবে

সাক্ষ্য প্রদান করতে বা দলিল পেশ করার জন্য কোন লােকের হাজিরার জন্য প্রত্যেক সমনের সময় ও যেখানে যে লােকের হাজির হওয়ার দরকার নাই এবং তার উপস্থিতি সাক্ষ্য প্রদান করার উদ্দেশ্যে বা দলিল পেশ বা উভয় উদ্দেশ্যে দরকার কিনা তাও উল্লেখ করতে হবে এবং যে দলিল পেশ করার জন্য যে লােককে সমন দেয়া হয়, সে বিশেষ দলিল সম্পর্কে যথাসম্ভব সঠিক বিবরণ সমনে দিতে হবে।

আদেশ ১৬ বিধি ৬ দলিল দাখিলের জন্য সমন

কোন লােককে সাক্ষ্যদানের জন্য সমন না দিয়েও শুধুমাত্র দলিল হাজির করার জন্যে সমন দেয়া যাবে এবং দলিল হাজির করার জন্য কাউকেও সমন দেয়া হলে সে যদি ব্যক্তিগতভাবে হাজির না হয়েও উক্ত দলিল আদালতে হাজির করায় তবে সে উক্ত সমন মান্য করেছে বলে গণ্য হবে। কেবল যেখানে দলিল পেশ করা দরকার সেক্ষেত্রে কাজ করে এবং যার আওতাধীনে দলিল আছে তাকে বাধ্যতামূলক ব্যক্তিগতভাবে হাজির হয়ে দলিল পেশ করতে হবে এমনটি বাধ্যবাধকতা সৃষ্টি করে না। দলিল পেশ করলেই তার জন্য যথেষ্ট হবে।

আদেশ ১৬ বিধি ৭ আদালতে হাজির লােককে সাক্ষ্য দিতে বা দলিল পেশ করতে আদেশের ক্ষমতা

আদালতে হাজির কোন লােককে আদালতে সাক্ষ্য প্রদান করতে বা তার হস্তগত বা আওতাধীন থাকা দলিল তৎক্ষণাৎ পেশ করতে নির্দেশ দিতে পারে।

আদেশ ১৬ বিধি ৮ সমন কিভাবে জারি হবে

এই আদেশ এর অধীনে প্রতিটি সমন যতদূর সম্ভব হতে পারে একই পদ্ধতি অনুযায়ী বিবাদীর প্রতি সমন দেয়ার পদ্ধতি অনুসারেই জারি হবে, এবং সমন জারির প্রমাণ সম্পর্কে ৫ আদেশের বিধিগুলাে এই নিয়মের অধীনে জারিকৃত সব সমনের ক্ষেত্রেও প্রয়ােগযোগ্য হবে।

আদেশ ১৬ বিধি ৯ সমন জারির জন্য সময়

সমন প্রাপক লােককে তার প্রস্তুতির জন্য যে স্থলে তার উপস্থিতির দরকার সে স্থানে গমনের জন্য সঙ্গত সময় প্রদান করতে তার উপস্থিতির জন্য সমনে নির্ধারিত সময়ের আগে সর্বক্ষেত্রে যথােপযুক্ত সময়ে জারি করতে হবে।

 আদেশ ১৬ বিধি ১০ সাক্ষী সমন মান্য করতে অপারগ হলে কর্মপদ্ধতি

যেক্ষেত্রে সাক্ষ্য দিতে বা দলিল পেশ করার জন্য যার উপর সমন দেয়া হয়েছে সে লােক উক্তরূপ সমন অনুযায়ী স্বয়ং হাজির হতে বা দলিল পেশ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে আদালত জারিকারক অফিসারের প্রত্যয়নপত্রের সত্যতা শপথানামার দ্বারা নির্ণীত না হয়ে থাকে এবং যদি তা অনুরূপ সত্যায়িত না হয় তবে সমন জারি হওয়া বা না হওয়া সম্পর্কে জারিকারক অফিসারকে শপথের দ্বারা পরীক্ষা করবে বা করতে পারে বা অপর আদালত দ্বারা পরীক্ষা করাবে।

২) যেক্ষেত্রে আদালত সঙ্গত কারণে মনে করে যে, অনুরূপ সাক্ষ্য বা পেশ খুবই গুরুত্বপূর্ণ এবং সে লােক আইনসঙ্গত কোন অব্যাহতি ছাড়া সমন অনুযায়ী হাজির হতে বা দলিল হাজির করতে ব্যর্থ হয়েছে বা ইচ্ছাকৃতভাবে জারি এড়াইয়া গিয়েছে তদক্ষেত্রে আদালত ইশতেহারে বর্ণিত সময়ে এবং নির্দিষ্ট স্থানে তাকে সাক্ষ্য প্রদান করতে হাজির হতে বা দলিল হাজির করতে আদেশ প্রদান করার ইশতেহার প্রচার করতে পারবেন; এবং উক্ত ইশতেহারের একটি নকল উক্ত লােক যে স্থানে বসবাস করে এরূপ বাড়ীর বহির্ঘারে বা অপর কোন দৃষ্টি আকর্ষক স্থানে ঝুলিয়ে দিতে হবে।

৩) উক্ত ইশতেহার প্রচারের পরিবর্তে বা সময়ে বা তার পরে যে কোন সময় আদালত তার ঐচ্ছিক ক্ষমতায় উক্ত লােকের জামিন ছাড়া গ্রেফতারের জন্য পরােয়ানা পাঠাতে পারবে এবং ক্রোকের খরচা ১২ বিধি অনুযায়ী আরােপিত হতে এরূপ কোন জরিমানার অনুর্ধ্ব, আদালতের বিবেচনামত এরূপ অংক পরিমিত তার সম্পত্তি ক্রোক করার আদেশ প্রদান করতে পারেন। তবে শর্ত হল যে, কোন ক্ষুদ্র বিষয়ক বিচারে আদালত স্থাবর সম্পত্তি ক্রোকের কোন আদেশ প্রদান করতে পারবে না।

আদেশ ১৬ বিধি ১১ সাক্ষী হাজির হলে ক্রোকাদেশ প্রত্যাহার করা যেতে পারে

যেক্ষেত্রে উক্ত লােক তার সম্পত্তি ক্রোক হওয়ার পরে যেকোন সময় হাজির হয় এবং আদালতকে সন্তুষ্ট করে যে,

ক) আইনসঙ্গত অব্যাহতি ছাড়া সে সমন মান্য করতে ব্যর্থ হয় নাই বা ইচ্ছাকৃতভাবে জারি এড়ায় নাই; এবং

খ) যেক্ষেত্রে পূর্ববর্তী শেষ বিধির অধীনে প্রদত্ত ইশতেহারে বর্ণিত সময় এবং স্থানে হাজির হওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে হাজির হতে অনুরূপ ইশতেহারের বিষয়ে তাকে যথাসময়ে অবগত করানাে হয় নাই, সেক্ষেত্রে আদালতে উক্ত সম্পত্তি ক্রোক হতে অব্যাহতি পাওয়ার জন্য আদেশ দিবে‌ এবং ক্রোকের খরচ সম্পর্কে তার মতে বিবেচনামত হয় এরূপ আদেশ দিবে।

আদেশ ১৬ বিধি ১২ সাক্ষী হাজির হতে ব্যর্থ হলে কর্মপদ্ধতি

যেক্ষেত্রে অনুরূপ লােক হাজির না হয় বা হাজির হয়, কিন্তু আদালতকে সন্তুষ্ট করতে না পারে, সেক্ষেত্রে আদালত তার জীবন যাপনের অবস্থা এবং মামলায় যাবতীয় পরিস্থিতি বিবেচনা করে তার উপর আদালত ন্যায়সংগত মনে করে এরপ অনধিক পাঁচশত টাকা জরিমানা আরােপ করতে পারে এবং তার সম্পত্তি বা তার যে কোন অংশ ক্রোক করার ও নিলাম বিক্রয় করার জন্য, বা যদি ১০ বিধি অনুযায়ী ইতোপূৰে ক্রোকাবদ্ধ হয়ে থাকে, তা হলে তা উক্ত জরিমানার অংক সমেত, যদি কোন, অনুরূপ ক্রোকের ব্যয় মিটানাের উদ্দেশ্যে নিলাম বিক্রয়ের আদেশ প্রদান করতে পারেন। তবে শর্ত হল যে, সে লােক উপরিউক্ত খরচাদি এবং জরিমানা আদালতে পরিশােধ করলে আদালত তার সম্পত্তি ক্রোকমুক্ত হতে আদেশ দিবে।

আদেশ ১৬ বিধি ১৩ ক্রোকের পদ্ধতি

ডিক্রীজারির ফলে সম্পত্তি ক্রোক ও বিক্রয় সম্পর্কে বিধানসূহ যথাসম্ভব প্রযােজ্য, যে লােকের সম্পত্তি ক্রোক করা হয় সে লােক একজন রায়ের দেনাদার ছিল গণ্যে এই আদেশের আওতাধীনে কোন ক্রোক ও নিলাম বিক্রয় করার ক্ষেত্রে প্রয়ােগযােগ্য বলে পরিগণিত হবে।

আদেশ ১৬ বিধি ১৪ আদালত মামলায় আগন্তুককে ঐচ্ছিক ক্ষমতায় সাক্ষী হিসেবে সমন দিতে পারে

হাজিরা এবং উপস্থিতি সম্পর্কে উক্ত আইনের বিধানসমূহ এবং বর্তমানে কার্যকর অপর কোন আইন সাপেক্ষে যেক্ষেত্রে আদালত যে কোন সময় মামলার পক্ষ নয় এরূপ কোন লােককে এবং মামলা পক্ষ দ্বারা সাক্ষী হিসেবেও আহুত হয় নাই এরূপ কোন লােককে জবানবন্দি করতে দরকার বােধ করেন, সেক্ষেত্রে আদালত স্বতঃপ্রবৃত্ত হয়ে সে লােককে নির্ধারিত কোন তারিখে সাক্ষ্য প্রদানের জন্য বা তার হস্তগত কোন দলিল পেশ করতে সাক্ষী হিসেবে সে লােককে সমন করাতে পারবে এবং তাকে সাক্ষী হিসেবে জবানবন্দী গ্রহণ করতে পারবে বা অনুরূপ দলিল পেশ করতে নির্দেশ দিতে পারবে।

আদেশ ১৬ বিধি ১৫ সাক্ষ্য প্রদানের জন্য বা দলিল পেশ করতে সমন প্রাপ্ত লােকদের কর্তব্য

শেষ উপরিউক্ত বিধান সাপেক্ষে, যে কেউ মামলায় হাজির বা সাক্ষ্য দিতে সমনপ্রাপ্ত হলে সে উদ্দেশ্যে সমনে বর্ণিত সময় এবং স্থানে তাকে হাজির হতে হবে, এবং যে কেউ দলিল পেশ করতে সনদপ্রাপ্ত হলে অনুরূপ সময়ে এবং স্থানে দলিল পেশ করার জন্য হাজির হতে হবে বা দলিল পেশ করাবে।

আদেশ ১৬ বিধি ১৬ কখন তারা আদালত পদত্যাগ করতে পারে

১) আদালত অনুরূপ নির্দেশ না দিলে অনুরূপ সমনপ্রাপ্ত এবং হাজিরাদানকারী কোন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রত্যেক শুনানীতে হাজির থাকবে।

২) যেকোন পক্ষের আবেদনক্রমে এবং আদালতের দ্বারা সব দরকারি খরচা (যদি কোন) প্রদানে, আদালত অনুরূপ সমনপ্রাপ্ত এবং হাজির কোন লােককে পরের কোন শুনানীতে বা মামলা নিষ্পত্তি না হওয়া অবধি আদালতে হাজির হতে জামানত দেয়ার জন্য আদেশ প্রদান করতে পারে এবং জামানত দিতে ব্যর্থ হলে তাকে দেয়ানী কয়েদে আটক করার জন্য আদেশ দান করতে পারবে।

আদেশ ১৬ বিধি ১৭: আইনতঃ অব্যাহতি ছাড়া আদালত ত্যাগ

কোন ব্যক্তি যদি ১৬ বিধি লংঘন করে, আইনতঃ অব্যাহতি ছাড়া আদালত ত্যাগ করে তাহলে তার ক্ষেত্রে বিধি ১০ হতে ১৩ বিধিমালার প্রয়ােগ যতদূর সম্ভব প্রয়ােগযােগ্য হবে।

আদেশ ১৬ বিধি ১৮ গ্রেফতারকৃত সাক্ষী সাক্ষ্য প্রদান করতে বা দলিল পেশ করতে না পারিলে কর্মপদ্ধতি

যেক্ষেত্রে পরােয়ানার আওতাধীনে গ্রেফতারকৃত কোন লােককে কারাগার হতে আদালতে হাজির করা হয় এবং পক্ষগণের বা তাদের কারাে অনুপস্থিতির কারণে যে সাক্ষ্যদান করতে বা দলিল পেশ করতে সমন প্রাপ্ত হয়েছে, সে সাক্ষ্য প্রদান করতে দলিল পেশ করতে পারে না, সেক্ষেত্রে আদালত সংগত মনে করে এরূপ সময় বা স্থানে তার হাজিরার জন্য যথাযথ জামিন বা অপর জামানত প্রদান করতে আদেশ প্রদান করতে পারেন এবং উক্তরূপ জামিন বা জামানত প্রদান করার পর তাকে মুক্তি দেয়ার নির্দেশ দিতে পারে এবং সে লােক উক্তরূপ জামিন বা জামানত দিতে ব্যর্থ হলে তাকে দেয়ানী কারাগারে আটক রাখার নির্দেশ দিতে পারে ।

আদেশ ১৬ বিধি ১৯ কোন নির্ধারিত সীমানার অধিবাসী হলে কোন সাক্ষীকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেয়া যাবে না।

কোন লােককে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ প্রদান করা যাবে না, যদি না-

ক) আদালতের সাধারণ মূল এখতিয়ারের স্থানীয় সীমায় অথবা

খ) উক্ত স্থানীয় সীমানার নয়, কিন্তু আদালত প্রাঙ্গন হতে পঞ্চাশ মাইলের কম দূরবর্তী স্থানে বা ( যেক্ষেত্রে যে স্থানে সে বসবাস করে এবং যে স্থানে আদালত অবস্থিত সে স্থানদ্বয়ের ভিতর দূরত্বের ছয়ভাগের পাঁচভাগ এর জন্য রেল বা ষ্টীমার যাতায়াতের ব্যবস্থা বা অপর কোন প্রতিষ্ঠিত জনসাধারণের যানবাহন এর ব্যবস্থা আছে) সেক্ষেত্রে দুইশত মাইলের কম দূরবর্তী স্থানে বসবাস না করে তবে সে লােককে সাক্ষ্য দেয়ার জন্য ব্যক্তিগতভাবে হাজির হতে নির্দেশ প্রদান করা যাবে না।

আদেশ ১৬ বিধি ২০ আদালত দ্বারা তলৰ হলে কোন পক্ষ সাক্ষ্য প্রদানে অস্বীকার করলে ফলাফল

যেক্ষেত্রে আদালতে হাজির মামলার কোন পক্ষ আদালত দ্বারা আদিষ্ট হয়ে সাক্ষ্যদান‌ করতে বা তার হস্তগত বা আওতাধীন কোন দলিল তাৎক্ষণিক পেশ করতে আইনসঙ্গত কারণ ছাড়াই অস্বীকার করে, সেক্ষেত্রে আদালত তার বিরুদ্ধে মামলার রায় ঘােষণা করতে পারবে এবং আদালতে যথােপযুক্ত মনে করে মামলাটি সম্পর্কে উক্তরূপ আদেশ দান করতে পারবে।

আদেশ ১৬ বিধি ২১ সাক্ষী সম্পর্কিত বিধিগুলাে সমন প্রাপ্ত পক্ষের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য

যেক্ষেত্রে মামলার কোন সাক্ষ্যদানের বা দলিল দাখিলের নির্দেশ প্রদান করা হয়, সেক্ষেত্রে সাক্ষী সম্পর্কিত বিধান গুলাে যথাসম্ভব প্রয়ােগযােজ্য তার ক্ষেত্রেও প্রয়ােগযােগ্য হবে।





Popular posts from this blog

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha...

Write a paragraph on environment pollution পরিবেশ দূষণ

Write a paragraph on environment pollution (পরিবেশ দূষণ) Environment Pollution Environment pollution means the pollution of air, water, sound, odour, soil and other elements of it. We need safe and clean environment. Pollution of it has tremendous bad effects. Any sort of pollution may bring the doom of life. At present, our environment is being polluted at an alarming rate, Air, the most important element of environment is polluted by smoke from railway engines and power-houses, or the burning of coal and oil or the making of bricks. Water, another vital element is being polluted by the use of chemicals and insecticides or oil seeping from damaged super tankers or by industrial discharge. Sound pollution is caused by the use of microphones and loud speakers. All these pollutions may wipe out our existence from the earth. The destruction of forest also causes environment imbalance that makes the wild animals wipe out. So, it is our moral duty to prevent environment pollution. We must ...

Ecotourism -Read the passage and answer the questions Unit 9 Lesson 3c English For Today

Read the passage and answer the questions Ecotourism is a booming business that many tour operators cite as being helpful to nature.(পরিবেশবান্ধব পর্যটন শিল্প একটি দ্রুত সমৃদ্ধিময় ব্যবসা যা পর্যটন পরিচালনাকারীবৃন্দ প্রকৃতির জন্য সহায়ক বলে আখ্যায়িত করেন) Every year, millions of people descend on protected and pristine natural areas to observe rare species. (প্রতি বছর, লক্ষ লক্ষ মানুষ দুর্লভ প্রজাতির প্রাণীগুলোকে দেখতে সংরক্ষিত এবং বিশুদ্ধতা বিরাজমান আছে এমন প্রাকৃতিক অঞ্চল ভ্রমণ করে থাকে।) However, a new report casts doubt on the value of this form of tourism.(যাহোক, একটি নতুন ধরণের পর্যটনের উপকারিতাকে সন্দেহের নজরে দেখছে।) In fact, it suggests that ecotourism is more damaging than helpful to nature. (বাস্তবে, এটি পরামর্শ দিচ্ছে যে পরিবেশবান্ধব পর্যটন শিল্প প্রকৃতির জন্য সহায়কের চেয়ে অধিকতর ক্ষতিকর।) Details are in a report published in the journal Trends in Ecology and Evolution’. (‘ট্রেন্ডস ইন ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ সাময়িক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বিস্তারিত বলা হয়...