- Get link
- X
- Other Apps
Order 13 Production, Impounding and Return of Documents
আদেশ ১৩ দলিল দাখিল, আটক এবং ফেরত
আদেশ ১৩ বিধি ৩ অপ্রাসঙ্গিক বা অগ্রহণযােগ্য দলিলাদি অগ্রাহ্য
মােকদ্দমার যে কোন পর্যায়ে আদালত যদি মনে করে যে, কোন একটি দলিল অপ্রাসঙ্গিক বা অন্যভাবে অগ্রহণযােগ্য, তবে অগ্রাহ্যের হেতু রেকর্ডপূর্বক আদালত উক্ত দলিল অগ্রাহ্য করতে পারবে।
আদেশ ১৩ বিধি ৪ সাক্ষ্যে গৃহীত দলিলাদির উপর পৃষ্ঠলেখ
১) পরবর্তী বিধির বিধান সাপেক্ষে, মামলার সাক্ষ্য গৃহীত হয়েছে, এরূপ সব দলিলের উপর নিম্নবর্ণিত বিষয়গুলাে পৃষ্ঠলেখ হবে
ক) মামলার সংখ্যা ও শিরােনামা,
খ) দলিল দাখিলকারীর লােকের নাম,
গ) যে তারিখে তা পেশ করা হয়েছিল সে তারিখ, এবং
ঘ) তা গৃহীত হয়েছিল বলে বিবৃতি; এবং বিচারক দ্বারা সহিকৃত এবং স্বাক্ষরিত হবে।
২) যেক্ষেত্রে কোন হিসাব বহি, হিসাব বা নথির লিখন উক্তরূপে গৃহীত হয়, এবং যদি পরবর্তী বিধি অনুযায়ী মূল দলিলের পরিবর্তে নকল পেশ করা হয়ে থাকে, তা হলে উপরিউক্ত বিবরণগুলি সে নকলের উল্টাপিঠে লিখিতে হবে এবং সে উল্টাপৃষ্ঠের লিখন বিচারক দ্বারা সহিযুক্ত বা অদ্যক্ষরযুক্তভাবে স্বাক্ষরিত হতে হবে।
আদেশ ১৩ বিধি ৫ বহি, হিসাব এবং নথিতে গৃহীত লিপিভুক্ত বিষয়ে পৃষ্ঠলেখ
১) ১৮৯১ সালের ব্যাংকার বহি সাক্ষ্য আইনের (১৮৯১ সনের ১৩নং আইন) ভিন্ন বিধান ব্যতিরেকে যে ক্ষেত্রে মামলায় সাক্ষ্য হিসাব গৃহীত কোন দলিল বহি বা দোকান পত্র-বহি বা বর্তমানের ব্যবহার্য অপর বহিতে লিখিত বিষয় হয়, তদক্ষেত্রে যে পক্ষের তরফ হতে বহি বা হিসাবটি পেশ করা হয় সে পক্ষ লিখিত বিষয়ের একটি নকল সরবরাহ করতে পারবে।
২) যে ক্ষেত্রে অনুরূপ দলিল সরকারি কর্মালয় হতে বা সরকারি অফিসার দ্বারা দাখিলকৃত সরকারি নথির লিপিভুক্ত বিষয় হয়, অথবা যে পক্ষের তরফ হতে বহি বা হিসাব পেশ করা হয়েছে, সে পক্ষ ছাড়া অপর কোন লােকের মালিকানাধীন কোন বহি বা হিসেবের লিপিভুক্ত বিষয় হয়, তবে তদক্ষেত্রে আদালত
ক) যখন নথি, বই বা হিসাবটি কোন পক্ষের পক্ষে পেশ করা হয়ে থাকে, তখন উক্ত পক্ষ কর্তৃক, কিংবা
খ) যখন সে নিজ ইচ্ছাকৃত ক্ষমতায় আদালতের আদেশের প্রেক্ষিতে নথি, বহি বা হিসাবটি পেশ করা হয়ে থাকে, তখন যে কোন পক্ষ বা কোন পক্ষ দ্বারা লিপিভুক্ত বিষয়টির নকল সরবরাহ করতে নির্দেশ দিতে পারে ।
৩) যেক্ষেত্রে এই বিধির পূর্ববর্তী বিধানসমূহের অধীনে লিখিত বিষয়ের নকল পেশ করা হয় সে ক্ষেত্রে আদালত ৭ম আদেশের ১৭ বিধি অনুযায়ী নকলটি পরীক্ষা, তুলনা এবং প্রত্যায়িত করাইবার পর লিপিভুক্ত বিষয়টি চিহ্নিত করাবে এবং যে বহি, হিসাব বা নথিতে এটা সন্নিবেশিত আছে, তা তা দাখিলকারী লােকের কাছে ফেরত প্রদান করার ব্যবস্থা করবে।
আদেশ ১৩ বিধি ৬ প্রমাণ হিসেবে অগ্রহণযােগ্য বিধায় প্রত্যাখ্যাত দলিলে পৃষ্ঠলেখ
যেই ক্ষেত্রে কোন পক্ষ দ্বারা সাক্ষ্য হিসেবে নির্ভরকৃত কোন দলিল সাক্ষ্যে গ্রহণযােগ্য নয় বলে আদালত দ্বারা প্রতিয়মান হয়, সে ক্ষেত্রে তা অগ্রাহ্যর বিবরণসহ ৪ বিধির অন্তর্গত (১) উপ-বিধির ক, খ এবং গ দফাসমূহে বর্ণিত বিষয়াবলি তার উপর পৃষ্ঠলেখ হবে এবং পৃষ্ঠলেখ বিচারক দ্বারা সহিকৃত বা অনুস্বাক্ষরিত হতে হবে।
আদেশ ১৩ বিধি ৭ গৃহীত দলিলের নথিভুক্তকরণ ও অগ্রাহ্য দলিল ফেরত প্রদান
১) সাক্ষ্যে গৃহীত হয়েছে অনুরূপ প্রত্যেক দলিল বা ৫ বিধির অধীনে মূল দলিলের বিপরীতে যে নকল প্রতিস্থাপন করা হয়েছে, উক্ত নকল মামলার নথির অংশ বলে পরিগণিত হবে।
২) সাক্ষ্যে গৃহীত হয় নাই অনুরূপ দলিল নথির অংশরূপে গণ্য হবে না এবং তা দাখিলকারী ব্যক্তিসমূহের কাছে যথাক্রমে ফেরত প্রদান করা হবে।
আদেশ ১৩ বিধি ৮ আদালত কোন দলিল আটক করার আদেশ প্রদান করতে পারে
এই আদেশের ৫ বা ৭ বিধি বা ৭ম আদেশের ১৭ বিধিতে কোন বিধান নিহিত থাকা সত্ত্বেও আদালত যদি পর্যাপ্ত কারণ রয়েছে বলে মনে করেন, তবে আদালত যথার্থ মনে করে এরূপ সময়ের জন্য এবং শর্ত সাপেক্ষে মামলায় এর সম্মুখে পেশকৃত কোন দলিল বা বহি আটক করার এবং আদালতের কোন অফিসারের হেফাজতে রাখিবার নির্দেশ দান। করতে পারে।
আদেশ ১৩ বিধি ৯ স্বীকৃত দলিলপত্র ফেরত
মােকদ্দমার পক্ষ হােক বা না হােক, কোন লােক মামলায় তৎদ্বারা দাখিলকৃত এবং নথিকে স্থাপিত কোন দলিল ফেরত পাইতে আগ্রহী হলে, যদি দলিলটি ৮ বিধির আওতাধীনে আটক না হয়ে থাকলে সে লােক
ক) যেক্ষেত্রে মামলাটির আপিল অনুমােদন না হয়ে থাকে, সেক্ষেত্রে মামলাটির নিস্পত্তি শেষ হলে, এবং
খ) যেক্ষেত্রে মামলাটি এরূপ যে তা আপিল যােগ্য হয়, সেক্ষেত্রে আপিল রুজু করার সময় উত্তীর্ণ হয়েছে এবং কোন আপিল রুজু হয় নাই বলে আদালত সন্তুষ্ট হলে বা যদি আপিল রুজু করা হয়ে থাকে, তবে আপিল নিষ্পত্তি হলে, তা ফেরত পাবে। তবে শর্ত হল যে, যদি দরখাস্তকারী লােক মূল দলিলের বিপরীতে তার একটি সহি মােহরকৃত নকল যথাযথ অফিসারের কাছে জমা প্রদান করেন এবং পেশ করার দরকার হলে মূল দলিলটি হাজির করার অঙ্গীকার করেন, তবে এই বিধির নির্ধারিত সময়ের পূর্বেও যে কোন সময় উক্ত দলিল ফেরত দেয়া যাবে। আরও শর্ত থাকে যে, যে দলিল ডিক্রীর বলে সম্পূর্ণ রহিত বা অকার্যকর হয়ে থাকে সে দলিল ফেরত দেয়া যাবে না।
২) প্রমাণ হিসেবে গৃহীত কোন ডকুমেন্ট ফেরত প্রদান করা হলে, যে লােক তা ফেরৎ নিবে, তার একটি রশিদ দিতে হবে।
আদেশ ১৩ বিধি ৯ বিধির বিশ্লেষণ
দলিল দাখিল আটক এবং ফেরত: আদেশ-১৩
মােকদ্দমার যেকোন স্তরে যদি আদালত মনে করেন যে, কোন দলিল অসঙ্গত বা অপ্রাসঙ্গিক বা অগ্রহণযােগ্য তবে উপযুক্ত কারন লিপিবদ্ধ করে আদালত সে দলিল প্রত্যাখ্যান করতে পারেন। আদালত প্রয়ােজন মনে করলে যে কোন দলিল বা বই আদালতে আটক করার বা কোন কর্মচারির হেফাজতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখার নির্দেশ দিতে পারবেন। বিধি ৮, আদেশ-১৩।
গৃহিত দলিল ফেরত বিধি-৯, আদেশ-১৩
কোন ব্যক্তি মামলার কোন পক্ষ হােক বা না হােক, মামলা সম্পর্কিত কোন দলিল জমা দিলে এবং উক্ত দলিল বিধি-৮ অনুসারে বাজেয়াপ্ত না করা হলে, নিম্নলিখিত উপায়ে দলিল ফেরত পাওয়া যাবে।
ক) মামলাটি আপিল অযােগ্য হলে, তবে বিচার নিস্পত্তির পর।
খ) আপিলযােগ্য হলে এবং আপিল করলে উক্ত আপিল নিষ্পত্তির পর তবে মামলার ডিক্রী বা রায় অনুসারে কোন দলিল সম্পূর্ণ রহিত বা অকার্যকর হয়ে থাকলে, তা ফেরত দেওয়া হবে না। গৃহিত দলিল ফেরৎ দেওয়া হলে প্রমাণ হিসেবে একটি রসিদ দিতে হবে।
আদেশ ১৩ বিধি ১০ আদালত এর নিজস্ব নথি হতে বা অপর আদালত হতে কাগজপত্র তলব করতে পারে
১) স্বেচ্ছাপ্রণােদিত হয়ে এবং মামলার কোন পক্ষের আবেদনক্রমে ইচ্ছা করলে স্বীয় আদালতের বা অপর কোন আদালত হতে অপর কোন মামলার বা কার্যক্রমের নথি তলব এবং তা পরিদর্শন করতে পারে।
২) (আদালত অন্যভাবে নির্দেশ না দিলে) এই বিধির আওতাধীনে প্রত্যেক আবেদনপত্র, দরখাস্ত করা হয়েছে এরূপ মামলায় কিভাবে নথি গুরুত্বপূর্ণ হয় দর্শাইয়া এবং দরখাস্তকারী অহেতুক বিলম্ব বা ব্যয় ছাড়া নথির বা দরখাস্তকারীর দরকারি তার অংশের যথাবিহীতরূপে প্রামাণিক নকল নিতে পারে বলে, বা ন্যায় বিচারের উদ্দেশ্যে মূল দলিল পেশ দরকারি বলে একটি শপথনামার দ্বারা সমর্থিত হতে হবে।
৩) এই নিয়মের কোন বিধানই, যে দলিলপত্র সাক্ষ্য আইনের আওতাধীনে মামলায় গ্রহণযােগ্য নয়, সে দলিলপত্র সাক্ষ্যে প্রয়ােগ করতে কোন আদালতকে ক্ষমতা প্রদান করে বলে এই বিধির অন্তর্ভূক্ত কোন কিছুতেই পরিগণিত করা যাবে না।
আদেশ ১৩ বিধি ১১গুরুত্বপূর্ণ বিষয়ের প্রয়ােগযােগ্য ক্ষেত্রে ব্যবহৃত দলিলাদি সম্পর্কে বিধানগুলাে
যতদূর হতে পারে, দলিলাদি সম্পর্কে এইস্থ অন্তর্ভূক্ত বিধানগুলাে সাক্ষ্য হিসেবে দাখিলযােগ্য অন্যান্য সব গুরুত্বপূর্ণ বিষয়ে যথাসম্ভব প্রয়ােগযােগ্য হবে।