- Get link
- X
- Other Apps
Order 12 Admissions Civil Procedure Code
আদেশ ১২ স্বীকৃতি বা স্বীকারোক্তি দেওয়ানী কার্যবিধি আইন
আদেশ ১২ বিধি ১ মামলায় স্বীকারের নোটিশ
মোকদ্দমার যে কোন পক্ষ তার আরজি জবাবের দ্বারা বা লিখিত অপর উপায়ে অপর কোনো পক্ষের মামলা সামগ্রিক বা আংশিকভাবে স্বীকার করে বলে নােটিশ প্রদান করতে পারে।
আদেশ ১২ বিধি ১ বিধির বিশ্লেষণ (Admission)
মামলার এক পক্ষ, অপর পক্ষকে মামলা স্বীকার বা দলিল স্বীকার বা ঘটনা স্বীকার করার জন্য লিখিত নােটিশের মাধ্যমে আহ্বান করতে পারেন।
স্বীকৃতি বা স্বীকারোক্তি ৩ প্রকারঃ
১ আরজি-জবাবের মাধ্যমে স্বীকারােক্তি।
২। সম্মতি দ্বারা স্বীকৃতি।
৩ নোটিশ দ্বারা স্বীকারােক্তি।
মামলা স্বীকার বিধি-১, আদেশ-১২
মোকদ্দমার যে কোন পক্ষ তার আরজি বা জবাবের (Pleadings) দ্বারা বা অন্য কোনভাবে লিখিতভাবে অপর কোন পক্ষের মামলার সবটুকু অংশ বা আংশিক স্বীকার করে নিতে পরে।
দলিল স্বীকার বিধি-২, আদেশ-১২
যখন কোন পক্ষ অপর পক্ষকে কোন দলিল স্বীকার করার জন্য নােটিশ জারি করে, তখন নােটিশ জারির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে যদি অপর পক্ষ উক্ত দলিল স্বীকার করতে অস্বীকার করে বা অবহেলা করে তাহলে উক্ত অস্বীকারকারী বা অবহেলাকারী পক্ষকে মামলার খরচাদি পরিশােধ করতে হবে।
ঘটনা স্বীকার বিধি-৪, আদেশ-১২
কোন পক্ষ শুনানীর জন্য নির্ধারিত দিনের পূর্বের ৯ দিনের মধ্যে যে কোন সময় মামলার ঘটনা বা ঘটনাসমূহের স্বীকার করার জন্য অপর পক্ষকে লিখিত নােটিশ জারি করলে, নোটিশ জারির তারিখ থেকে ৬ দিনের মধ্যে বা আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে অপর পক্ষ উক্ত ঘটনা স্বীকার করতে অস্বীকার করে বা অবহেলা করে, তাহলে উক্ত অস্বীকারকারী বা অবহেলাকারী পক্ষকে মামলার খরচাদি পরিশােধ করতে হবে।
ঘটনা স্বীকার বিধি-৪, আদেশ-১২ সম্পর্কিত উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ
Ram Sorot Vs. Sattaram
আদালত অপর কোনরূপ নির্দেশ না দিলে স্বীকৃত বিষয় প্রমাণের দরকার নাই । স্বীকৃতির সম্পূর্ণ অংশটুকুই গ্রহণ করতে হবে বা আদৌ গ্রহণ করা হবে না। জবাবে আংশিক স্বীকার করে অবশিষ্ট অংশ প্রত্যাখ্যান করলে তা বিশ্বাস করা যাবে না। মনের ভাব না চাপিয়া স্বীকার করলে এবং উক্ত স্বীকৃতির পরিপ্রেক্ষিতে দলিল প্রদর্শন হলে দলিলের বিষয় কেবল সাক্ষ্যই হবে না বরং স্বীকৃত পরিগণিত হবে।
দলিল স্বীকারের নোটিশ বিধি-২, আদেশ-১২
সকল ন্যায়সংগত ব্যতিক্রম ছাড়া যে কোন পক্ষ অপর পক্ষকে কোন দলিল স্বীকার করার জন্য আহ্বান করতে বলতে পারে, এবং অনুরূপ নােটিশ জারির তারিখ হতে ১৫ দিনের মধ্যে যদি সে পক্ষ স্বীকার করতে অস্বীকার বা অবহেলা করে, তবে মামলার ফলাফল যাই হােক, অনুরূপ দলিলাদি প্রমাণ করতে খরচাদি উক্ত অস্বীকারকারী বা অবহেলাকারী পক্ষকে পরিশােধ করতে হবে, যদি না আদালত অপর কোন রকম নির্দেশ দেন; এবং আদালতের মতে খরচ বাচাঁনাের জন্য নােটিশ দিতে বাদ দেয়া হলে তা ছাড়া দলিল প্রমাণের কোন খরচ অনুমােদন করা যাবে না, যদিনা অনুরূপ নােটিশ প্রদান করা হয়ে থাকে। [২০১২ সনের ৩৬নং আইন দ্বারা প্রতিস্থাপিত।]
আদেশ ১২ বিধি ৩ নােটিশের ফরম
দলিল স্বীকার করতে নােটিশ পরিস্থিতির প্রয়ােজনে রদবদলসহ 'গ' পরিশিষ্টে বর্ণিত ৯নং ফরম হতে হবে।
আদেশ ১২ বিধি ৪ ঘটনা স্বীকার করতে নােটিশ
কোন পক্ষ শুনানীর জন্য নির্ধারিত দিনের আগে ৯ দিনের পর নয়, এরূপ যে কোন সময় মামলার উদ্দেশ্যে নােটিশে বর্ণিত কোন তথ্য বা তথ্যসমূহের স্বীকারােক্তি করার জন্য অপর পক্ষকে লিখিত নােটিশ দিয়ে আমন্ত্রণ জানাইতে পারে এবং এরূপ ক্ষেত্রে উক্ত অপর পক্ষ যদি নােটিশ জারির পর ৬ দিনের ভিতর বা আদালতে অনুমােদন হতে পারে,এরূপ সময়ের ভিতর অনুরূপ স্বীকারােক্তি করতে অস্বীকার করে বা অবহেলা করার ক্ষেত্রে মামলার ফল যাই হােক না কেন, অনুরূপ ঘটনা বা ঘটনাবলি প্রমাণ করার খরচাদি উক্ত অস্বীকারকারী বা অবেহলাকারী পক্ষকে বহন করতে হবে, যদি না আদালত কোন বিপরীত নির্দেশ প্রদান করেন। তবে শর্ত হল যে, উক্ত নােটিশ এর পরিপ্রেক্ষিতে যদি সে পক্ষ স্বীকারােক্তি করে, তবে তা কেবল সে মামলার উদ্দেশ্যেই করা হয়েছে বলে গণ্য হবে ও তা অপর কোন ক্ষেত্রে সে পক্ষের বিরুদ্ধে বা নােটিশদাতা পক্ষ ছাড়া অপর কোন লােকের অনুকূলে ব্যবহৃত হতে পারে এরূপ স্বীকৃতি হিসেবে গণ্য হবে না। তবে আরও শর্ত থাকে যে, আদালত ন্যায়সংগত হতে পারে এরূপ শর্তে আদালত যে কোন সময় কোন পক্ষকে অনুরূপ কৃত স্বীকৃতি সংশােধন বা প্রত্যাহার করতে অনুমতি দিতে পারে।
আদেশ ১২ বিধি ৫ স্বীকারােক্তির ফরম
পরিস্থিতির প্রয়ােজনে রদ বদল সহ ঘটনাবলি স্বীকারের নােটিশ ‘গ’ পরিশিষ্টের ১০নং ফরমে এবং ঘটনার স্বীকারােক্তি 'গ' পরিশিষ্টের ১১নং ফরমে সম্বলিত হবে।
আদেশ ১২ বিধি ৬ স্বীকারােক্তির উপর রায়
যখন আরজি জবাবে বা অন্যপ্রকারে কোন ঘটনা সম্পর্কে স্বীকারােক্তি করা হয়েছে, তদক্ষেত্রে মামলার যে কোন পর্যায়ে যে কোন পক্ষ আদালতে এই মর্মে দরখাস্ত করতে পারে যে, পক্ষগণের ভিতর অপর কোন প্রশ্ন নির্ধারণের জন্য অপেক্ষা না করে উপরের স্বীকারােক্তি যতদূর তার পক্ষে হয়েছে, সে পর্যন্ত রায় বা আদেশ দান করা হােক এবং আদালত অনুরূপ আবেদনক্রমে যেরূপ সঙ্গত মনে করতে পারে, সেরূপ রায় বা আদেশ প্রদান করতে পারে।
আদেশ ১২ বিধি ৭ স্বাক্ষরের শপথনামা
কোন ঘটনা বা দলিল সম্পর্কে স্বীকারােক্তির জন্য নােটিশ দেয়া হলে, তদনুসারে কোন স্বীকারােক্তি করা হলে, যদি তার প্রমাণ প্রয়ােজন হয়, তবে উকিল বা তার মহুরী উক্ত স্বীকারােক্তিতে প্রদত্ত স্বাক্ষরের শপথনামা প্রদান করলে, তা যথেষ্ট প্রমাণ বলে পরিগণিত হবে।
আদেশ ১২ বিধি ৮ দলিল দাখিলের জন্য নােটিশ
পরিস্থিতির প্রয়ােজনে রদ-বদলসহ দলিল দাখিলের নােটিশ ‘গ পরিশিষ্টের ১২নং ফরম সম্বলিত হবে। দাখিলের নােটিশ জারির এবং এটা জারির সময় সম্পর্কে দাখিলের উক্ত নােটিশের নকলসহ কোন আইনজীবী বা তার মুহুরীর শপথনামা সব ক্ষেত্রে নােটিশ জারির এবং এটা জারির সময় সম্পর্কে পর্যাপ্ত সাক্ষ্য হিসেবে গণ্য হবে।
আদেশ ১২ বিধি ৯ খরচাওলো
যদি স্বীকার বা পেশ করার কোন নােটিশ অনাবশ্যকীয় দলিলের উল্লেখ করে, তবে তার ফলে যে ব্যয় হবে তা নােটিশ দাতা বহন করবে।