- Get link
- X
- Other Apps
Section 5 - Civil Procedure Code 1908 discussion.
দেওয়ানী কার্যবিধি আইন ১৯০৮ এর উপর বিস্তারিত আলোচনা- ধারা ৫
ধারা ৫। রাজস্ব আদালতে দেওয়ানী কার্যবিধি আইনের প্রয়োেগ
(১) রাজস্ব আদালতে প্রয়ােগযােগ্য বিশেষ আইন কার্যব্যবস্থা সংক্রান্ত বিষয়ে নিরব থাকার ফলে এই আইনের বিধানগুলাে রাজস্ব আদালতের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য হলে সরকার, সরকারি গেজেটে বিজ্ঞপ্তির দ্বারা ঘােষণা করতে পারে যে, উক্ত বিধানগুলােয় যেসকল অংশ এই আইন দ্বারা সুস্পষ্টরূপে প্রয়ােগযােগ্য করা হয় নাই, তা উক্ত আদালতের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য হবে না, বা সরকার দ্বারা নির্ধারিত সংশােধনীসহ প্রয়ােগযােগ্য হবে।
(২) (১) উপধারায় “রাজস্ব আদালত” বলতে সে আদালত বুঝায়, কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমির খাজনা রাজস্ব বা লাভ বিষয়ক মামলা বা অপরাপর কার্যধারা গ্রহণ করতে কোন আইনের আওতায় এখতিয়ারভুক্ত আদালতকে বুঝায়। তবে ইহা দেওয়ানি প্রকৃতির মামলা কার্যধারার মত অনুরূপ মামলা বা কার্যধারা গুলাে বিচার করতে এই আইনের আওতায় মূল এখতিয়ারভুক্ত দেওয়ানি আদালতকে অন্তর্ভূক্ত করে না।
দেওয়ানী কার্যবিধির ৫ ধারার বিশ্লেষণ
রাজস্ব আদালতে দেওয়ানি কার্যবিধির প্রয়ােগ-
রাজস্ব আদালতগুলি প্রধানতঃ দেওয়ানি কার্যবিধির দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। তবে, কতিপয় বিশেষ ক্ষেত্রে ইহার ব্যতিক্রম লক্ষ্য করা যায়। অতএব, রাজস্ব আদালত (Revenue Courts) বলতে এমন এক আদালতকে বুঝাবে, যা দেওয়ানি, কার্যবিধির ৫নং ধারার (২) নং উপধারা অনুযায়ী আদালতের এখতিয়ারভুক্ত স্থানীয় আইন অনুসারে পরিচালিত হবে। রাজস্ব আদালতগুলির ক্ষেত্রে এই বিধির যে সকল বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা যায় তা হল নিম্নরূপ। যথা-
(১) সকল প্রকার রাজস্ব সংক্রান্ত মামলার ক্ষেত্রে ;
(২) ভাড়া সংক্রান্ত যাবতীয় মামলার ক্ষেত্রে ; এবং
(৩) কৃষি-জমি হতে উদ্ভূত লাভ বা মুনাফা সংক্রান্ত মামলা গ্রহণ ও নিষ্পত্তির ক্ষেত্রে।
এইভাবে, এই বিধি মােতাবেক, উপরিউক্ত মামলা সংক্রান্ত বিষয়গুলি পরিচালনা করার পূর্ণ ক্ষমতা ও এখতিয়ার রয়েছে সে সকল ক্ষেত্রে কেবলমাত্র স্থানীয়-আইন বিশেষভাবে রাজস্ব আদালতসমূহের ক্ষেত্রে প্রযােজ্য অথবা যে সকল ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির প্রয়ােগ নিষিদ্ধ করা হয়েছে সে সকল ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রেই এই বিধি প্রযােজ্য হবে।
রাজস্ব আদালত কি এবং দেওয়ানি কার্যবিধির সাথে ইহার সম্পর্ক
রাজস্ব আদালতের সংজ্ঞা সম্পর্কে দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর ধারা-৫(২) এ বিধান এ রাখা হয়েছে। উক্ত ধারায় বলা হয়েছে যে, “রাজস্ব আদালত” বলিতে সেই আদালত বুঝায়, কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত ভূমির খাজনা রাজস্ব বা লাভ সম্পর্কিত মােকদ্দমা অথবা অন্যান্য কার্যধারা গ্রহণ করতে কোন আইনের অধীনে এখতিয়ারভুক্ত আদালতকে বুঝায় । তবে ইহা দেওয়ানি প্রকৃতির মামলা কার্যধারার মত অনুরূপ মামলা বা কার্যধারাসমূহ বিচার করতে এই আইনের অধীনে মূল এখতিয়ারযুক্ত দেওয়ানি আদালতকে অন্তর্ভূক্ত করে না। অর্থাৎ রাজস্ব আদালত স্থানীয় আইন অনুসারে ক) রাজস্ব সংক্রান্ত মােকদ্দমা, খ) কৃষি জমি হতে উদ্ভূত লাভ সংক্রান্ত মােকদ্দমা গ্রহণ নিষ্পত্তি করতে পারে। প্রকৃতি অনুযায়ী যেহেতু রাজস্ব আদালত কর্তৃক নাগরিক অধিকার সম্বন্ধীয় মােকদ্দমাসমূহের নিষ্পত্তি হয় সেহেতু উক্ত আদালত দেওয়ানি আদালত। যেক্ষেত্রে রাজস্ব কিংবা খাজনা আইন তদীয় কোন বিশেষ পদ্ধতির ক্ষেত্রে কোন বিধান প্রণয়ন না করে থাকে, সেক্ষেত্রে অনুরূপ ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির বিধান প্রযােজ্য হবে। বিশেষ নিষেধাজ্ঞা না থাকলে অত্র বিধির পদ্ধতিগুলি রাজস্ব আদালতের পদ্ধতির ক্ষেত্রে প্রযােজ্য হবে।