- Get link
- X
- Other Apps
Section 17 18 19 Civil Procedure Code 1908
ধারা ১৭ ১৮ ১৯ দেওয়ানী কার্যবিধি আইন
ধারা ১৭ বিভিন্ন আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তি বিষয়ক মামলা।
স্থাবর সম্পত্তি বিষয়ক বা উহাতে কোনো ক্ষতির কারণে আনীত মামলার সম্পত্তি যদি বিভিন্ন আদালতের এখতিয়ারের ভিতরে থাকে তবে ঐ সম্পত্তির অংশ বিশেষ যে আদালতের এখতিয়ারের ভিতরে অবস্থিত, সেরূপ আদালতে মামলা করা যেতে পারে। তবে শর্ত থাকে যে এই প্রকার মামলার বিষয়বস্তুর মূল্য সম্পর্কে সারা দাবিটি উক্তরূপ আদালতে গ্রহণ করতে পারে।
ধারা ১৮। একাধিক আদালতের এখতিয়ারে অবস্থিত স্থাবর সম্পত্তির জন্য মামলা
(১) কোন স্থাবর সম্পত্তি যখন দুই বা ততােধিক আদালতের কোনটির স্থানীয় সীমানার এখতিয়ারে অবস্থিত, সে সম্পর্কে অনিশ্চিয়তা দেখা দেয়, এরূপ আদালতের ভিতর যে কোন একটি আদালত যদি সন্তুষ্ট হয়ে মনে করে যে, এরূপ অনিশ্চয়তার ন্যায়সঙ্গত কারণ রয়েছে তা হলে তদমর্মে একটি বিবৃতি লিপিবদ্ধ করে ঐ সম্পত্তির ব্যাপারে যে কোন মামলা গ্রহণ ও বিচার করতে পারবে এবং উক্তরূপ মামলার ডিক্রীর উক্তরূপ কার্যকারিতা থাকবে, যেইরূপ এই আদালতের নিজস্ব এখতিয়ারে স্থানীয় সীমারেখার ভিতর সম্পত্তি অবস্থিত হলে কার্যকারিতা থাকিত। তবে শর্ত থাকে যে, মামলাটির প্রকৃতি ও দাবির মূল্য এরূপ হতে হবে যার সম্পর্কে আদালত এখতিয়ার প্রয়ােগ করতে সক্ষম হয়।
(২) যেখানে (১) উপ-ধারা মােতাবেক বিবৃতি রেকর্ডকৃত করা হয় নাই এবং আপিল বা রিভিশন আদালতে এই মর্মে আপত্তি উত্থাপন করা হয় যে, যেই স্থানে সম্পত্তিটি অবস্থিত, সে স্থানের উক্তরূপ সম্পত্তি সংক্রান্ত মামলায় আদালত এখতিয়ারবিহীনভাবে ডিক্রী বা আদেশ প্রদান করেছেন, তবে আপিল আদালত বা রিভিশন আদালত আপত্তিটি নামঞ্জুর করবেন, যদি তিনি মনে করেন যে, মামলা করার সময় আদালতের এখতিয়ার এর ব্যাপারে অনিশ্চয়তা সম্পর্কে যুক্তিসংগত কারণ ছিল না ও ইহার কারণে ন্যায়বিচার ব্যর্থ হয়েছে।
১৮ ধারার বিশ্লেষণ
নদী সম্পর্কিত কোনরূপ কারণে অনেক এষ্টেটের সীমানা নষ্ট হয়ে যায়। অনুরূপ সম্পত্তি সীমানা চিহ্নিতকরণকল্পে আদালতে সৃষ্ট সমস্যা মােকাবেলা করাই অত্র ধারার উদ্দেশ্য।
ধারা ১৯। লােক বা অস্থাবর সম্পত্তির প্রতি অনিষ্টের জন্য ক্ষতিপূরণের মামলা
কোন লােক বা কোন অস্থাবর সম্পত্তির প্রতি এক আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার ভিতর ক্ষতিসাধন করা হলে, এবং বিবাদী অপর আদালতের এখতিয়ারের স্থানীয় সীমারেখার ভিতর বসবাস করলে বা ব্যবসা করলে বা লাভজনক কাজ করলে, বাদী দুই আদালতের যে-কোন একটিতে ক্ষতিপূরণের মামলা করতে পারে।
১৯ ধারার উদাহরণ
ক) ‘এ'-চট্টগ্রামে বসবাস করে এবং সে ‘বি'-কে ঢাকায় মারধর করে। 'বি' ঢাকায় বা চট্টগ্রামে ‘এ' এর বিরুদ্ধে মামলা করতে পারে।
খ) চট্টগ্রামে বসবাসকারী ‘এ' ঢাকায় ‘বি' সম্পর্কে মানহানিকর বিবৃতি প্রকাশ করে। ‘বি' ঢাকায় বা চট্টগ্রামে ‘এ' এর বিরুদ্ধে মামলা করতে পারে।
১৯ ধারার বিশ্লেষণ
১৯ ধারা ব্যক্তি ও অস্থাবর সম্পত্তির কেবলমাত্র মামলাযােগ্য অনিষ্টের ক্ষেত্রেই প্রযােজ্য। ১৯ ধারা শুধুমাত্র ক্ষতিপূরণের মামলার বেলায়ই প্রযােজ্য হয়ে থাকে। নিষেধাজ্ঞার মামলা অত্র ধারার আওতার বাহিরে। ১৯ ধারা অনুযায়ী যেখানে ক্ষতি সাধিত হয়েছে বা যেখানে বিবাদীর আবাসস্থল বা বিবাদী যেখানে ব্যবসা চালিয়ে আসিতেছেন, সেখানে মামলা দায়ের করা যেতে পারে। অত্র ধারা বাংলাদেশের বর্হিভাগে সংঘটিত ব্যক্তিগত অনিষ্টসাধনের বেলায় প্রযােজ্য হবে না। অনুরূপ মামলাসমূহ ২০ ধারার এখতিয়ারের অধীন থাকবে।