- Get link
- X
- Other Apps
নির্বাচন মতবাদ সম্পত্তি হস্তান্তর আইনের ৩৫ ধারা নির্বাচন মতবাদ কাকে বলে? নির্বাচন মতবাদের উপাদান বা শর্তাবলী বা বৈশিষ্ট কি? এই নীতির ভিত্তি কি? নির্বাচন মতবাদের ব্যতিক্রম। নির্বাচন মতবাদে ইংলিশ ও বাংলাদেশী আইনের মধ্যে পার্থক্য নির্ণয় । কুপার বনাম কুপার মামলা। উত্তর: নির্বাচন মতবাদ (Doctrine of Election) কাকে বলে ? ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনের ৩৫ ধারায় নির্বাচন মতবাদের উল্লেখ রয়েছে। যেক্ষেত্রে কোন ব্যক্তি এমন কোন সম্পত্তি হস্তান্তর করতে চায়, যা হস্তান্তর করার অধিকার তার নেই এবং উক্ত সম্পত্তির বিনিময়ে প্রকৃত মালিককে কিছু সুবিধা প্রদান করতে চায়, তাহলে প্রকৃত মালিক সেই সুবিধা গ্রহণ করে উক্ত হস্তান্তর মেনে নিতে পারেন অথবা উক্ত সুবিধা প্রত্যাখ্যান করে সেই হস্তান্তর অস্বীকার করতে পারেন। তবে প্রকৃত মালিক যদি সুবিধা গ্রহণ করেন তাহলে হস্তান্তর মেনে নিতে হবে । আর সুবিধা গ্রহণ না করলে হস্তান্তর অস্বীকার করতে পারেন। এটিই হলাে নির্বাচন মতবাদ। যেমন : 'ক' একটি ফার্মের মালিক, যার মূল্য ১০০০ টাকা। 'খ' হেবানামার মাধ্যমে এটি 'গ' কে দান করলাে এবং একই দলিলে 'ক...