Skip to main content

Posts

Showing posts from August 10, 2021

Video Article Preposition Phrase Clause

Burden of proof প্রমাণের দায়িত্ব সম্পর্কিত বিধান

 প্রমাণের ভার বলতে কি বুঝায়?  কোন মামলায় প্রমাণের দায়িত্ব কার ওপর বর্তায়? কোন ঘটনা আদালতে প্রমাণের প্রয়োজন নেই?  বৈধ সন্তানের চূড়ান্ত প্রমাণ কি? কখন অভিযুক্ত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব বর্তায়। প্রমাণের দায়িত্ব এবং সাক্ষ্য স্থাপনের দায়িত্বের মধ্যে পার্থক্য কি? প্রশ্ন: প্রমাণের ভার বা প্রমাণের দায়িত্ব কাকে বলে? উত্তর: সাক্ষ্য আইনের ১০১ ধারা অনুযায়ী-যদি কোন ব্যক্তি তার দাবি অনুযায়ী অন্যের বিরুদ্ধে আদালতের রায় কামনা করেন তাহলে উক্ত দাবীকৃত বিষয়ের অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হয়। এটি হলো প্রমাণের দায়িত্ব। অর্থাৎ কোন ব্যক্তি কোন বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য থাকলে তাকে প্রমাণের দায়িত্ব বলে। প্রশ্ন: কোন মামলায় প্রমাণের দায়িত্ব কার ওপর বর্তায়? উত্তর: কোন মামলায় প্রমাণের দায়িত্ব কার ওপর বর্তায় এ বিষয়ে বিধান সাক্ষ্য আইনের১০১ ধারা থেকে ১১২ ধারায় উল্লেখিত হয়েছে। নিম্নে উল্লেখ করা হলো: ১) যদি কোন ব্যক্তি তার দাবি অনুযায়ী অন্যের বিরুদ্ধে আদালতের রায় কামনা করেন তাহলে উক্ত দাবীকৃত বিষয়ে অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হয় এটি হলো প্রমাণের দায়িত্ব। ধারা ১০১ ২) দেওয়

জুডিশিয়াল নোটিশ কাকে বলে What is Judicial Notice

জুডিশিয়াল নোটিশ কাকে বলে? কোন কোন ঘটনা সম্পর্কে আদালত জুডিশিয়ারি ডিসিশন নিবেন? প্রশ্ন:জুডিশিয়াল নোটিশ কাকে বলে? উত্তর: সাক্ষ্য আইনে জুডিশিয়াল নোটিশের নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। তবে সাক্ষ্য আইনের বিভিন্ন বিধান পর্যালোচনা করে বলা যায়-সাধারণত কোন বিষয়ে যিনি দাবি করেন তাকেই সেই বিষয়ে প্রমাণ করতে হয়। কিন্তু অনেক বিষয় আছে যা প্রমাণ করতে হয় না। অর্থাৎ সাধারণ ব্যক্তিদের নিয়ে আদালতের উক্ত বিষয়গুলি সম্পর্কে জানা থাকে। এগুলি হল জুডিশিয়াল নোটিশ। অন্যভাবে বলা যায়-যে বিষয়গুলি প্রমাণের জন্য সংশ্লিষ্ট পক্ষের কোনো দায়দায়িত্ব থাকে না বা বিনা প্রমাণে যে বিষয়গুলি সাক্ষ্য হিসেবে আদালতে গৃহীত হয় তাকে জুডিশিয়াল নোটিশ বলে। প্রশ্ন: কোন কোন ঘটনা সম্পর্কে আদালত জুডিশিয়াল নোটিশ নিবেন? উত্তর: সাক্ষ্য আইনের ৫৭ ধারা অনুযায়ী যে সকল ঘটনা সম্পর্কে আদালত জুডিশিয়ারি ডিসিশন নিবেন বা যে সকল ঘটনা আদালত জুডিশিয়াল নোটিশে নিবেন তার তালিকা নিম্নরূপ: ১) বাংলাদেশের সকল আইন ২) স্থল ও সমুদ্র পথ এর নিয়ম ৩) সশস্ত্র বাহিনীর জন্য প্রণয়ন কৃত যুদ্ধ বিধি ৪) বাংলাদেশের ভূখণ্ড সমূহ ৫। বাংলাদেশের জাতীয় সংসদ বা আইন