- Get link
- X
- Other Apps
বৈরী সাক্ষী কাকে বলে বৈরী সাক্ষীর সাক্ষ্যের মূল্যায়ন কতটুকু (Hostile witness) কাকে বলে? বৈরী সাক্ষীর সাক্ষ্যের মূল্যায়ন কতটুকু ? কোন পক্ষ কি তার নিজ সাক্ষীকে জেরা করতে পারে? যদি পারে তবে কিভাবে ? জেরার সময় আইনসংগত কোন কোন প্রশ্ন করা যায় অথবা সাক্ষীর বক্তব্য বহির্ভুত অতিরিক্ত জেরা করা যায় কি না? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনয়নের পদ্ধতি কি ? বিচারিক কার্যক্রমে কিছু প্রশ্ন কেন করা যায় না? বৈরী সাক্ষী ( Hostile witness) কাকে বলে: সাক্ষ্য আইনে বৈরী সাক্ষ্যের কোন সংজ্ঞা প্রদান করা হয় নি। ১৫৪ ধারা পর্যালোচনা করে বলা যায়-মামলার পক্ষগণ সাধারণত তাদের বক্তব্যের সমর্থনে সাক্ষী হাজীর করেন। কিন্তু কখনো কখনো দেখা যায়, যে পক্ষ সাক্ষী হাজীর করেন সাক্ষী সেই পক্ষের সমর্থন না করে বিপক্ষকে সমর্থন করেন। এটি হলো বৈরী সাক্ষী। অর্থাৎ বলা যায়- সাক্ষী যদি নিজ পক্ষ ত্যাগ করে অন্য পক্ষের সমর্থনে সাক্ষ্য প্রদান করে তাহলে তাকে বৈরী সাক্ষী বলে। বৈরী সাক্ষীর সাক্ষ্যের মূল্যায়ন: অনেক ক্ষেত্রে সাক্ষী নিজ পক্ষ ত্যাগ করে অন্য পক্ষের সমর্থনে সাক্ষ্য প্রদান করে, ...