Skip to main content

Posts

Showing posts from April 16, 2021

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে কি বুঝ? সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়?

ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে কি বুঝ?  সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না?  কোন কোন্ উপায়ে একজন সাক্ষীর সাক্ষ্যের মূল্যকে হ্রাস করা যায় অথবা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে হরণ করা যায়? অনুচিত প্রশ্ন বাধাদানে আদালতের কি কি অধিকার আছে অথবা কি কি কারণে একজন বিচারক অশালীন ও কুৎসামূলক প্রশ্ন করতে বাধা দিতে পারেন?  সাক্ষীকে প্রশ্ন করার জন্য বিচারকের সাধারণ ক্ষমতায় কি কি সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে অথবা প্রশ্ন আইনসঙ্গত ও প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও কখন সাক্ষীকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যায় না অথবা বিচারিক কার্যক্রমে কেন কিছু প্রশ্ন করা যায় না? ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading question) কাকে বলে: সাক্ষ্য আইনের ১৪১ ধারায় ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা প্রদান করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী-কোন প্রশ্নকর্তা তার প্রশ্নের যে উত্তর আশা করেন, প্রশ্নের মধ্যে যদি তার ইঙ্গিত থাকে তাহলে সেই প্রশ্নকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। অন্যভাবে বলা যায়, যে প্রশ্নের উত্তর শুধু ‘হ্যা অথবা ‘না দ্বারা দেয়া যায় সেই প্রশ্নকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। সাক্ষীকে কখন ইঙ্গ...