Skip to main content

Posts

Showing posts from March 17, 2021

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

মৃত্যুকালীন ঘােষণা Dying Declaration কাকে বলে

মৃত্যুকালীন ঘােষণা Dying Declaration কাকে বলে ? ভিডিও শর্ট নোটস্ অন ল , Video Short Notes on Law মৃত্যুকালীন ঘােষণা কী ? মৃত্যুকালীন ঘােষণা কিভাবে প্রমাণ করা যায় ? মৃত্যুকালীন ঘােষণা সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হওয়ার ক্ষেত্রসমূহ কি কি ? মৃত্যুকালীন ঘােষণা দানকারী যদি দৈবাৎ বেঁচে যায় তাহলে তার ঘােষণা কি ১৮৭২ সালের সাক্ষ্য আইন অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযােগ্য ? মুত্যুকালীন ঘােষণা বিষয়ে ইংলিশ আইন ও বাংলাদেশী আইনের মধ্যে পার্থকা কি ? তদন্তকালে কোন পুলিশ অফিসাবের নিকট যদি এটা করা হয় , তাহলে কি সাক্ষ্য গ্রহণ করা যায় ? মৃত্যুকালীন ঘােষণার সাক্ষ্যগত   মূ   ল্য   কতটুকু ? মৃত্যুকালীন ঘােষণা (Dying Declaration) কাকে বলে ? কোন মানুষ তার মৃত্যুর পূর্বে মৃত্যুর কারণ বা আংশকা প্রকাশ করে যদি প্রাসঙ্গিক ঘােষণা প্রদান করে তাহলে তা মৃত্যুকালীন ঘােষণা হিসেবে গণ্য হয় । সাক্ষ্য আইনের ৩২ ( ১ ) ধারা অনুযায়ী - কোন মামলায় কোন মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে প্রশ্ন উত্থাপিত...

BJSC, Bar Council Advocateship পরীক্ষা প্রস্তুতি MCQ:এমসিকিউ পর্ব ৩

BJSC, Bar Council Advocateship পরীক্ষা প্রস্তুতি:এমসিকিউ পর্ব ৩,  আমলযােগ্য অপরাধ সংঘটন সম্পর্কে ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারায় প্রদত্ত এজাহারে স্বাক্ষর করবে- ধারা ১৫৪ অনুসারে আমলযােগ্য অপরাধ সংঘটন সম্পর্কে প্রত্যেক সংবাদ যদি থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট মৌখিকভাবে দেয়া হয়, তবে তিনি তা লিপিবদ্ধ করবেন বা তার নির্দেশমত লিপিবদ্ধ করা হবে এবং সংবাদ দাতাকে তা পড়ে শুনাতে হবে এবং লিখিতভাবে দেওয়া হলে তাতে সংবাদ দাতা সাক্ষর করবেন। কোন মহানগর এলাকার পুলিশ কর্মকর্তা অ-আমলযােগ্য মামলার তদন্ত করতে পারবেনা, যদি সে অনুমতি না নেয়- ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৫ (২) অনুসারে কোন পুলিশ অফিসার প্রথম বা ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কোন অআমলযােগ্য ঘটনা তদন্ত করবেন না। মহানগর এলাকায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নাম হলাে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সুতরাং মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ অআমলযােগ্য ঘটনার তদন্ত করবেনা। Code of Criminal Proccdure এর কোন ধারার বিধান বলে একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করতে পারেন? ফৌজদারি কার্যবিধির ১৫৬ অভিযু...