Skip to main content

Posts

Showing posts from February 13, 2021

Video Article Preposition Phrase Clause

নিষেধাজ্ঞা কাকে বলে? নিষেধাজ্ঞা কত প্রকার? নিষেধাজ্ঞার উদ্দেশ্য কি?

নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা কাকে বলে? নিষেধাজ্ঞা কত প্রকার? নিষেধাজ্ঞার উদ্দেশ্য কি? স্হায়ী ও অস্হায়ী নিষেধাজ্ঞার পার্থক্য।  নিষেধাজ্ঞা মনজুরের প্রতিষ্ঠিত নীতি কি? অস্হায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার পার্থক্য। অস্হায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিধিনিষেধ কি কি? অস্হায়ী নিষেধাজ্ঞা মন্জুর বা না মনজুরের ক্ষেত্রে আদালত কি কি নীতি বিবেচনা করতে হয়?  অস্হায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে প্রতিপক্ষের প্রতিকার কি? কি কি কারণে অস্হায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়? অস্হায়ী নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার জন্য দরখাস্তকারীকে কি কি দেখাতে হয়? আদেশমূলক ও নিষেধমূলক নিষেধাজ্ঞার পার্থক্য কি? নিষেধাজ্ঞা বা ইনজংশন কাকে বলে? নিষেধাজ্ঞা আদালতের একটি আদেশ। কোন ব্যক্তি বা পক্ষকে নির্দিষ্ট কোন কাজ থেকে বিরত থাকার জন্য আদালত যে নির্দেশ দেন তাকে নিষেধাজ্ঞা বলে। Lord Halsbury এর মতে, নিষেধাজ্ঞা হল বিচারবিভাগীয় একটি কার্যপদ্ধতি যার দ্বারা আদালত কর্তৃক কোন ব্যক্তি বা পক্ষকে কোন কাজ করা থেকে বিরত থাকতে বা করতে নির্দেশ দেওয়া হয়। নিষেধাজ্ঞা মূলত দুই প্রকার। ১। আদেশ মূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ২। নিষেধমূলক নিষ