Skip to main content

Posts

Showing posts from January 28, 2021

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

সেটঅফ ও কাউন্টার ক্লেইম কাকে বলে? কে সেটঅফ ও কাউন্টার ক্লেইম এর দাবি করতে পারে?

সেটঅফ ও কাউন্টার ক্লেইম কাকে বলে?  কে সেটঅফ ও কাউন্টার ক্লেইম এর দাবি করতে পারে?  সেটঅফ এর আবশ্যকীয় উপাদান কি কি?  সেটঅফ ও কাউন্টার ক্লেইম এর মধ্যে পার্থক্য কি কি?  ইকুইটেবল সেটঅফ কাকে বলে?  লিগ্যাল সেটঅফ ও ইকুইটেবল সেটঅফ এর মধ্যে পার্থক্য কি?   সেট-অফ (set-off) বলতে কী বুঝায়? এধরনের আপত্তি কখন তােলা যায়? কোন অর্থের মামলায় বাদীর দাবীর ক্ষেত্রে সেট অফ এর আইনগত মূল্য কতটুকু? সেট অফ সেট অফ বলতে আমরা যা বুঝি তা হচ্ছে বাদীর যদি পাওনা টাকা বিবাদীর নিকট থাকে, এই পাওনা টাকা উদ্ধারের জন্য বাদী যদি মোকদ্দমা করে তখন বাদীর নিকট পাওনা টাকা ও বিবাদীর বাদীর নিকট পাওনা টাকা- এদুয়ের সমন্বয় করে যে মামলা পরিচালিত হয় তাকে বলে সেট অফ। The Code of Civil Procedure, 1908 এর ৮ আদেশের ৬(১) বিধিতে এ সম্পর্কে বলা হয়েছে যে, পাওনা অর্থ উদ্ধারের দাবিতে দায়েরকৃত কোন মামলায় যদি বাদির নিকট থেকে বিবাদী যে পরিমাণ টাকা দাবি করে তা যদি বাদির দাবিকৃত অর্থ দ্বারা পরিষদ করতে চায় এবং এই টাকার পরিমাণ যদি নির্ধারিত থাকে এবং তা যদি আদালতের আর্থিক এখতিয়ারের অন্তর্ভুক্ত হয় এবং বাদির মামলা...

নিঃস্ব ব্যাক্তি বা Pauper কে? নিঃস্ব ব্যাক্তির মোকদ্দমা দায়েরের পদ্ধতি কি?

নিঃস্ব ব্যাক্তি বা Pauper কে?  নিঃস্ব ব্যাক্তির মোকদ্দমা দায়েরের পদ্ধতি কি?  নিঃস্ব ব্যাক্তির আপীল আবেদনের পদ্ধতি কি?  নিঃস্ব ব্যাক্তির আবেদন কখন অগ্রায্য হয়?  কিভাবে একজন নিঃস্ব ব্যাক্তি নিঃস্ববিহীন ব্যাক্তি ঘোষিত হয়। আইনের ক্ষেত্রে নিঃস্ব ব্যক্তির সংজ্ঞা ভিন্ন রকম দেওয়া হয়েছে এবং সরকার এই নিঃস্ব ব্যক্তিকে আইনগত কি কি সহায়তা করে থাকে সেই বিষয়ে ভিডিওতে আলাপ করা হয়েছে। নিঃস্ব ব্যক্তি কে? যার পরিধেয় বস্ত্র ছাড়া এবং মামলার বিষয়বস্তু ছাড়া তার নিকট  5000 টাকার সম্পত্তি নেই, তাকে আইনের দৃষ্টিতে নিঃস্ব ব্যক্তি বলা হয়। যদি হুবহু আইনের সংজ্ঞা তুলে ধরি তাহলে নিঃস্ব ব্যক্তির (Pauper) সংজ্ঞা নিম্নবর্ণিত হবে। The Code of Civil Procedure, 1908 এর ৩৩ অর্ডারের ১ বিধির ব্যাখ্যায় নিঃস্ব ব্যক্তি সংজ্ঞা প্রদত্ত হয়েছে। সেখানে বলা হয়েছে, নিঃস্ব ব্যক্তি হলাে সেই ব্যক্তি যার মামলা চালানোর জন্য পর্যাপ্ত সম্পদ বা আর্থিক সামর্থ্য নেই, বা পরিধেয় বস্ত্র এবং নালিশকৃত সম্পত্তি ব্যতীত ৫,০০০ টাকার বেশি মূল্যের সম্পদের তিনি অধিকারী নন। নিঃস্ব ব্যক্তি হিসেবে মামলা করার আগে উক্...