Skip to main content

Posts

Showing posts from January 17, 2021

বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উন্মোচন The Unfolding of Bermuda Triangle Mystery

বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উন্মোচন  The Unfolding of Bermuda Triangle Mystery  যেটা বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত  যে কোনও বিমানের অধিনায়ক এবং পাইলটদের দুঃস্বপ্ন হচ্ছে ফ্লোরিডা, পোর্তো রিকো এবং বারমুডার মধ্যবর্তী নির্ধারিত এই অঞ্চল, যেটা বারমুডা ট্রায়াঙ্গল নামে পরিচিত। অনেক বিমান জাহাজ এবং ক্রুজ লাইনার এই অঞ্চলে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। অনেকে বলেন, যে এই জায়গাটি এত তাত্পর্যপূর্ণ হওয়ার মূল কারণটি অবশ্যই চৌম্বকীয় ক্ষেত্র যা এই অশুভ রহস্যময় ত্রিভুজ গঠন করেছে। মহাসাগরের মেঝে প্রচুর চৌম্বকযুক্ত শিলা দিয়ে তৈরি, কিন্তু এই চৌম্বক আমাদের চিরচেনা চৌম্বক নয়। এটি অনেকটা লোহার মতো। চৌম্বকীয় ক্ষেত্রগুলি সমুদ্রের তলে চৌম্বকীয় উচ্চ ঘনত্বের প্রতিক্রিয়া সৃষ্টি করে যা উভয়ের মধ্যে এক ধরণের conflict তৈরি করে। এটি প্রায়শই বিভিন্ন আবহাওয়ার বিসংগতি এবং ফলস্বরূপ নেভিগেশনের সমস্যার কারণে হতে পারে। এবং স্বাভাবিকভাবেই সমুদ্রের তল বা পৃথিবীর চৌম্বকক্ষেত্রের যে কোনও পরিবর্তন বারমুডা ট্রায়াঙ্গল কে অনেক প্রভাবিত করে।  মহাদেশীয় ও টেকটোনিক প্লেটগুলির মত চৌম্...