Skip to main content

Posts

Showing posts from January 6, 2021

Video Article Preposition Phrase Clause

দেওয়ানি মামলা দায়ের থেকে চূড়ান্ত শুনানি পর্যন্ত ধাপগুলো কি?

 দেওয়ানি আদালত ও দেওয়ানি মামলা কাকে বলে?  দেওয়ানি মামলা দায়ের থেকে চূড়ান্ত শুনানি পর্যন্ত ধাপগুলো কি?  দেওয়ানি আদালতের এখতিয়ার কাকে বলে? দেওয়ানি মোকদ্দমার বিধিমালা কি? দেওয়ানি আদালতের এখতিয়ার বহির্ভূত মামলা।অগ্রক্রয় বা প্রিয়েমশন মামলার ডিক্রিতে কি কি উল্লেখ থাকে? দেওয়ানী আদালত কাকে বলে? যে আদালতে দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা দায়ের করা হয় তাকে দেওয়ানী আদালত বলে। সাধারনত স্থাবর-অস্থাবর সম্পত্তির স্বত্ব নিয়ে যে আদালতে মোকদ্দমা দায়ের করা হয় তাকে দেওয়ানী আদালত বলে। যেমন জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সহকারি জজ আদালত ইত্যাদি। এছাড়াও কপিরাইট, চুক্তি, ট্রেডমার্ক ইত্যাদির প্রকৃতির মামলাও দেওয়ানী প্রকৃতির মামলা। দেওয়ানী মোকদ্দমা দায়ের পদ্ধতি বা ধাপসমূহ প্রথম পর্যায় দেওয়ানী কার্যবিধির ২৬ ধারা এবং ৪ আদেশ অনুযায়ী নিম্নোক্তভাবে দেওয়ানী মোকদ্দমা দায়ের এর পদ্ধতি বা নিয়ম আলোচনা করা যায়। আর্জি পেশ করার মাধ্যমে দেওয়ানী মোকদ্দমা দায়ের করতে হবে অথবা নির্ধারিত অন্য কোন পদ্ধতিতে দেওয়ানী মোকদ্দমা দায়ের করতে হবে। আদালতে নিযুক্ত কর্মচারীদের আর্জি পেশ এর মাধ্যমে মোকদ্