- Get link
- X
- Other Apps
প্রিপজিশনের ৬ টি গুরুত্বপূর্ণ নিয়ম
Six Preposition Rules
ইংরেজি গ্রামারে প্রিপজিশন একটি ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্র শব্দ কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ শ্রেণীর অন্তর্ভুক্ত। আমরা হরহামেশাই প্রিপজিশন ব্যবহার করে থাকি কথাবার্তায় কিংবা লেখালেখিতে। প্রকৃতপক্ষে আমরা খুব বেশি ভাবে পঁচিশটি প্রিপজিশন ব্যবহার করি সেগুলো হচ্ছে to, of, in, for, on, with, at, by, from ইত্যাদি। . যদি তোমরা প্রিপজিশন বুঝতে পারো এবং সঠিকভাবে বাক্যে প্রয়োগ করতে পারো, তাহলে এটা তোমার fluency বাড়াবে এবং লেখার মান বাড়াবে, তোমার বুঝার পরিধি বাড়াবে ইত্যাদি। এবং একটা কথা মনে রাখবে যে প্রিপজিশন কিন্তু ইংলিশ গ্রামারে খুব একটা বেশি নেই সর্বমোট প্রায় 150 টাকার মধ্যে প্রিপজিশন রয়েছে যার মধ্যে আমরা প্রায় 70 টির মধ্যে প্রিপজিশন খুব বেশি ভাবে ব্যবহার করি।
150 টি প্রিপজিশন সম্পর্কে জানতে হলে নিচের লিংকে প্রবেশ করো ।
https://www.englishclub.com/vocabulary/prepositions/list.htm
কমন ৭০টি Prepositions
৭০ টির মত প্রিপজিশনের শর্টলিস্ট রয়েছে, যেগুলো এক শব্দ বিশিষ্ট প্রিপজিশন এবং এই প্রিপজিশন এর অধিকাংশই একাধিক অর্থ রয়েছে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, এগুলোর অর্থ বুঝার জন্য অবশ্যই ডিকশনারি কাছে রাখবে এবং ডিকশনারি থেকে এর অর্থ এবং ব্যবহার গুলো দেখবে।
Aboard
About
Above
Across
After
Against
Along
Amid
Among
Anti
Around
As
At
Before
Behind
Below
Beneath
Beside
Besides
Between
Beyond
But
By
Concerning
Considering
Despite
Down
During
Except
Excepting
Excluding
Following
For
From
In
Inside
Into
Like
Minus
Near
Of
Off
On
Onto
Opposite
Outside
Over
Past
Per
Plus
Regarding
Round
Save
Since
Than
Through
To
Toward
Towards
Under
Underneath
Unlike
Until
Up
Upon
Versus
Via
With
Within
Without
৬টি গুরুত্বপূর্ণ প্রিপজিশন এর নিয়ম
নিচের ৬ টি গুরুত্বপূর্ণ প্রিপজিশন এর নিয়ম বুঝলে প্রিপজিশন ব্যবহার করা সহজ হয়ে যাবে।
1. A preposition must have an object অর্থাৎ প্রিপজিশন এর একটি অবজেক্ট অবশ্যই থাকবে।
সব প্রিপজিশনের অবজেক্ট রয়েছে, যদি কোন প্রিপজিশন এর অবজেক্ট না থাকে এটা আর তখন প্রিপজিশন হয় না, এটা সম্ভবত এডভার্ব হয়ে যাবে। এডভার্ব কখনো অবজেক্ট নেয় না। নিচের উদাহরণগুলো লক্ষ্য করো।
I am in the kitchen. (preposition in has object the kitchen) এই বাক্যে ইন প্রিপজিশন এর একটি অবজেক্ট রয়েছে যেটা হচ্ছে কিচেন।
Please come in. (adverb in has no object; it qualifies come) এখানে ইন in শব্দ রয়েছে কিন্তু এই ইন এর কোন অবজেক্ট নেই এটা come verbকে কোয়ালিফাই করছে, তাই এখানে ইন in হচ্ছে adverb
2. Pre-position means place before অর্থাৎ প্রিপজিশন অর্থই হচ্ছে পূর্ব অবস্থান।
প্রিপজিশন শব্দ টা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দুটি সিলেবল রয়েছে pre এবং position. তাহলে এটার নাম থেকে বুঝা যায় যে প্রিপজিশন এমন একটি শব্দ যেটা কোন বিষয় কোনো বস্তু, ব্যক্তির পূর্বে বসবে। অর্থাৎ এটার অবজেক্ট থাকবে এটাই মূল কথা।
3. A pronoun following a preposition should be in object form অর্থাৎ প্রিপজিশন এর পরে যদি প্রনাউন থাকে তাহলে সেই pronoun-এর অবজেক্টিভ ফরম বসে।
যে নাউন প্রনাউন এই প্রিপজিশনের পড়ে থাকবে সেই নাউন বা pronoun-এর অবজেক্টিভ ফর্ম বসবে। অর্থাৎ প্রিপজিশন এর পরে নাউন বা pronoun-এর অবজেক্টিভ ফরম বসে। objective form (me, her, them), not subjective form (I, she, they).
4. Preposition forms অর্থাৎ প্রিপজিশন এর গঠন। প্রিপজিশন এর নির্দিষ্ট কোনো ধরন বা আকৃতি নেই।
অধিকাংশ প্রিপজিশন এক শব্দ বিশিষ্ট বা monosyllables. অন্যান্য কিছু প্রিপজিশন রয়েছে যেগুলো phrase মতো কাজ করে অর্থাৎ দুইটা বা তিনটা শব্দ একত্রিত হয়ে প্রিপজিশন গুলা sentence-এ অবস্থান করে এদেরকে কমপ্লেক্স প্রিপজিশন বলে।
One-word prepositions (before, into, on)
Complex prepositions (according to, but for, in spite of, on account of)
5. To preposition and to infinitive are not the same অর্থাৎ দুই প্রিপজিশন এবং টু ইনফিনিটিভ এক কথা নয়।
এই দুই ধরনের কথার মধ্যে এর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। তারা কখনও এক জিনিস নয় বরং সম্পূর্ণ ভিন্ন দুটি এক্সপ্রেশন। ইনফিনিটিভ বলতে আমরা বুঝি to+verb (base form) কিন্তু ইনফিনিটিভ টু এর পরে কোন ব্যক্তি বা বস্তুর অবজেক্টিভ ফরম বসবে, কখনো verb বসবে না।
To as preposition, প্রিপজিশন হিসেবে টু এর ব্যবহার:
I look forward to lunch
I look forward to hearing you
To as infinitive particle. ইনফিনিটিভ হিসেবে টু এর ব্যবহার:
They used to live in Dhaka.
They love to dance.
6. The golden preposition rule A preposition is followed by a “noun”. It is NEVER followed by a verb অর্থাৎ প্রিপজিশন এর একটি চমৎকার নিয়ম হল- প্রিপজিশন এর পরে noun থাকে কিন্তু কখনো verb থাকেনা।
Thank you
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com
Video Six Preposition Rules প্রিপজিশনের ৬ টি গুরুত্বপূর্ণ নিয়ম