- Get link
- X
- Other Apps
জুডিশিয়াল নোটিশ কাকে বলে? কোন কোন ঘটনা সম্পর্কে আদালত জুডিশিয়ারি ডিসিশন নিবেন?
প্রশ্ন:জুডিশিয়াল নোটিশ কাকে বলে?
উত্তর: সাক্ষ্য আইনে জুডিশিয়াল নোটিশের নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। তবে সাক্ষ্য আইনের বিভিন্ন বিধান পর্যালোচনা করে বলা যায়-সাধারণত কোন বিষয়ে যিনি দাবি করেন তাকেই সেই বিষয়ে প্রমাণ করতে হয়। কিন্তু অনেক বিষয় আছে যা প্রমাণ করতে হয় না। অর্থাৎ সাধারণ ব্যক্তিদের নিয়ে আদালতের উক্ত বিষয়গুলি সম্পর্কে জানা থাকে। এগুলি হল জুডিশিয়াল নোটিশ। অন্যভাবে বলা যায়-যে বিষয়গুলি প্রমাণের জন্য সংশ্লিষ্ট পক্ষের কোনো দায়দায়িত্ব থাকে না বা বিনা প্রমাণে যে বিষয়গুলি সাক্ষ্য হিসেবে আদালতে গৃহীত হয় তাকে জুডিশিয়াল নোটিশ বলে।
প্রশ্ন: কোন কোন ঘটনা সম্পর্কে আদালত জুডিশিয়াল নোটিশ নিবেন?
উত্তর: সাক্ষ্য আইনের ৫৭ ধারা অনুযায়ী যে সকল ঘটনা সম্পর্কে আদালত জুডিশিয়ারি ডিসিশন নিবেন বা যে সকল ঘটনা আদালত জুডিশিয়াল নোটিশে নিবেন তার তালিকা নিম্নরূপ:
১) বাংলাদেশের সকল আইন
২) স্থল ও সমুদ্র পথ এর নিয়ম
৩) সশস্ত্র বাহিনীর জন্য প্রণয়ন কৃত যুদ্ধ বিধি
৪) বাংলাদেশের ভূখণ্ড সমূহ
৫। বাংলাদেশের জাতীয় সংসদ বা আইনসভার কার্যসমূহ
৬। সরকারি গেজেটে কোন পদ প্রকাশিত হলে সেই ব্যক্তি তার পদ, যোগদানের সময়, কর্তব্য, স্বাক্ষর।
৭। যে সকল ব্যক্তি আদালতের সাথে সংশ্লিষ্ট যেমন আদালতের সদস্য অফিসার অফিসার সহকারী তাদের কর্মচারী ক্ষমতাপ্রাপ্ত আইনজীবী।
৮) আদালত বা প্রতিনিধি সীলমোহর, বাংলাদেশের বাইরে ক্ষমতাপ্রাপ্ত আদালত বা প্রতিনিধির সীলমোহর, নোটারি পাবলিকের সিলমোহর ও সামুদ্রিক এখতিয়ার সম্পন্ন আদালতের সীলমোহর।
৯) সরকার কর্তৃক স্বীকৃত রাষ্ট্র, জাতীয় পতাকা, উপাধি
১০) সরকারি গেজেটে প্রকাশিত সর্বসাধারণের উৎসব ছুটি
১১) বাংলাদেশের সাথে অন্য দেশের চলমান বা অবস্থানকৃত বিরোধ সমূহ
১২) বিপক্ষ বা তাদের প্রতিনিধি কর্তৃক কোন বিশেষ স্বীকৃতি