- Get link
- X
- Other Apps
প্রমাণের ভার বলতে কি বুঝায়?
কোন মামলায় প্রমাণের দায়িত্ব কার ওপর বর্তায়? কোন ঘটনা আদালতে প্রমাণের প্রয়োজন নেই?
বৈধ সন্তানের চূড়ান্ত প্রমাণ কি? কখন অভিযুক্ত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব বর্তায়। প্রমাণের দায়িত্ব এবং সাক্ষ্য স্থাপনের দায়িত্বের মধ্যে পার্থক্য কি?
প্রশ্ন: প্রমাণের ভার বা প্রমাণের দায়িত্ব কাকে বলে?
উত্তর: সাক্ষ্য আইনের ১০১ ধারা অনুযায়ী-যদি কোন ব্যক্তি তার দাবি অনুযায়ী অন্যের বিরুদ্ধে আদালতের রায় কামনা করেন তাহলে উক্ত দাবীকৃত বিষয়ের অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হয়। এটি হলো প্রমাণের দায়িত্ব। অর্থাৎ কোন ব্যক্তি কোন বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য থাকলে তাকে প্রমাণের দায়িত্ব বলে।
প্রশ্ন: কোন মামলায় প্রমাণের দায়িত্ব কার ওপর বর্তায়?
উত্তর: কোন মামলায় প্রমাণের দায়িত্ব কার ওপর বর্তায় এ বিষয়ে বিধান সাক্ষ্য আইনের১০১ ধারা থেকে ১১২ ধারায় উল্লেখিত হয়েছে। নিম্নে উল্লেখ করা হলো:
১) যদি কোন ব্যক্তি তার দাবি অনুযায়ী অন্যের বিরুদ্ধে আদালতের রায় কামনা করেন তাহলে উক্ত দাবীকৃত বিষয়ে অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হয় এটি হলো প্রমাণের দায়িত্ব। ধারা ১০১
২) দেওয়ানী মোকদ্দমায় সাক্ষ্য না দেওয়ার ফলে মামলায় হেরে গেলে বিষয়বস্তু প্রমাণের দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষের উপর বর্তাবে। ধারা ১০২
৩) যদি কোন ব্যক্তি কোন নির্দিষ্ট ঘটনা প্রমান করাতে চান তাহলে তা প্রমাণের দায়িত্ব তার উপর। ধারা ১০৩
৪) কোন ব্যক্তি অন্য কোন বিষয়ে সাক্ষ্য দিতে চাইলে তা গ্রহণযোগ্য করার জন্য প্রমাণের প্রয়োজন হলে যে ব্যক্তি সাক্ষ্য দিতে ইচ্ছুক তাকে উক্ত বিষয়ে প্রমাণ করতে হবে। ধারা ১০৪
৫) মামলা যদি দণ্ডবিধির সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে বা অন্য কোনো আইনের কোন শর্তের মধ্যে পড়ে তাহলে তা প্রমাণের দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির উপর। ধারা ১০৫
৬) কোন ঘটনা বিশেষ ভাবে কারো জানা থাকলে সেই ঘটনা প্রমাণের দায়িত্ব তার। ধারা ১০৬
৭) কোন ব্যক্তি জীবিত বা মৃত এমন প্রশ্ন উত্থাপিত হলে যে ব্যক্তি তাকে মৃত বলে দাবী করবে প্রমাণের দায়িত্ব তার। ধারা ১০৭
৮) কোন ব্যক্তি জীবিত বা মৃত থাকলে স্বাভাবিক ভাবে যারা খবর পেত, তারা যদি সাত বছর কোন খবর না পায় তাহলে যিনি তাকে জীবিত বলে দাবী করবেন প্রমাণের দায়িত্ব তার। ধারা ১০৮
৯) যদি কোন ব্যক্তিদের মধ্যে মালিক- প্রতিনিধি জমিদার- প্রজা অংশীদারিত্বের প্রশ্ন ওঠে তাহলে যে ব্যক্তি এমন দাবী করবে প্রমাণের দায়িত্ব তার। ধারা ১০৯
১০) কোন জিনিস যার দখলে আছে তিনি তার মালিক কিনা এমন প্রশ্ন উঠলে যিনি দাবী করবেন দখলে থাকা জিনিসের মালিক দখলকারী নয় তা প্রমাণের দায়িত্ব তার। ধারা ১১০
১১) পরস্পর পক্ষগণের মধ্যে আস্থার সম্পর্ক বিদ্যমান থাকলে তাদের লেনদেনের ব্যাপারে সরল বিশ্বাস এর প্রশ্ন উঠলে যে পক্ষ আস্থার দ্বরা সম্পর্কিত প্রমাণের দায়িত্ব তাদের। ধারা ১১১
১২) কোন বিবাহ বজায় থাকা কালিন অথবা বিবাহবিচ্ছেদর ২৮০ দিনের মধ্যে কোন নারী অবিবাহিতা থাকা অবস্থায় সন্তান জন্মদান করলে উক্ত সন্তানের জন্ম তার বৈধতার প্রমাণ হিসেবে গণ্য হবে। ধারা ১১২
প্রশ্ন: কোন ঘটনা আদালতে প্রমাণের প্রয়োজন নেই?
উত্তর: সাধারণত কোন বিষয়ে যিনি দাবি করেন তাকেই সে বিষয়ে প্রমাণ করতে হয়। কিন্তু অনেক বিষয় আছে যা প্রমাণ করতে হয় না। অর্থাৎ সাধারণ ব্যক্তিদের ন্যায় আদালতের উক্ত বিষয়গুলি সম্পর্কে জানা থাকে। অন্যভাবে বলা যায়-যে বিষয়গুলি প্রমাণের জন্য সংশ্লিষ্ট পক্ষের কোনো দায়দায়িত্ব থাকে না বা বিনা প্রমাণে যে বিষয়গুলি সাক্ষ্য হিসেবে আদালতে গৃহীত হয় তা আদালতে প্রমাণের প্রয়োজন নেই যেমন: বাংলাদেশের সকল আইন, স্থল ও ও সমুদ্র পথ এর নিয়ম, সশস্ত্র বাহিনীর জন্য প্রণয়ন কৃত যুদ্ধবিধি, বাংলাদেশের ভূখণ্ড সমূহ, বাংলাদেশের জাতীয় সংসদ বা আইনসভার কার্যসমূহ, আদালতের সিল, সরকার কর্তৃক স্বীকৃত রাষ্ট্র, জাতীয় পতাকা, উপাধি, বিভিন্ন উৎসব ছুটি ইত্যাদি।
প্রশ্ন: বৈধ সন্তানের চূড়ান্ত প্রমাণ কি?
উত্তর: সাক্ষ্য আইনের ১১২ ধারা অনুযায়ী-কোন বিবাহ বজায় থাকা কালিন অথবা বিবাহবিচ্ছেদের ২৮০ দিনের মধ্যে কোন নারী অবিবাহিতা থাকা অবস্থায় সন্তানের জন্মদান করলে উক্ত সন্তানের জন্মই তার বৈধতার প্রমাণ হিসেবে গণ্য হবে। ধারা ১১২
প্রশ্ন: কখন অভিযুক্ত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব পড়ে:
উত্তর: সাধারনত দেওয়ানী ও ফৌজদারী মামলায় প্রমাণের দায়িত্ব থাকে বাদি বা ফরিয়াদের উপর। কিন্তু কখনও কখনও এই দায়িত্ব অন্যদের উপর বর্তায়। সাক্ষ্য আইনের ১০৩, ১০৫, ১০৬ এবং ১১১ ধারায় উক্ত ব্যতিক্রমগুলো উল্লেখিত হয়েছে তা নিম্নে আলোচনা করা হল:
১) যদি কোন ব্যক্তি কোন নির্দিষ্ট ঘটনা প্রমান করাতে চান তাহলে তা প্রমাণের দায়িত্ব তার উপর। ধারা ১০৩
২) মামলা যদি দন্ডবিধির সাধারণ ব্যতিক্রম এর মধ্যে পড়ে বা অন্য কোনো আইনের কোন শর্তের মধ্যে পড়ে তাহলে তা প্রমাণের দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির উপর। ধারা ১০৫
৩) কোন ঘটনা বিশেষ ভাবে কারো জানা থাকলে সেই ঘটনা প্রমাণের দায়িত্ব তার। ধারা ১০৬
৪) পরস্পর পক্ষগণের মধ্যে আস্থার সম্পর্ক বিদ্যমান থাকলে, তাদের লেনদেনের ব্যাপারে সরল বিশ্বাসের প্রশ্ন উঠলে যে পক্ষ আস্থার দ্বারা সম্পর্কিত প্রমাণের দায়িত্ব তাদের। ধারা ১১১
প্রশ্ন: প্রমাণের দায়িত্ব এবং সাক্ষ্য উপস্থাপনের দায়িত্বের মধ্যে পার্থক্য কি:
উত্তর: ১) যদি কোন ব্যক্তি তার দাবি অনুযায়ী অন্যের বিরুদ্ধে আদালতের রায়ে কামনা করে তাহলে উক্ত দাবীকৃত বিষয়ে অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হয়। এটি হলো প্রমাণের দায়িত্ব
কিন্তু
কোন মামলায় সাক্ষ্য উপস্থাপন করে কোন কিছু প্রমাণ করতে চাইলে, যিনি প্রমাণ করতে চাইবে তাকেই সাক্ষ্য উপস্থাপন করতে হয়, এটি হলো সাক্ষ্য উপস্থাপন এর দায়িত্ব।
২) মামলা প্রমাণের দায়িত্ব কে ইংরেজিতে Burden of Proof বলে
কিন্তু
সাক্ষ্য উপস্থাপন এর দায়িত্ব কে ইংরেজিতে Burden of Introducing Evidence বলে।
৩) সাক্ষ্য আইনের ১০১ থেকে ১১২ ধারায় মামলা প্রমাণের দায়িত্বের বিধান উল্লিখিত হয়েছে
কিন্তু
সাক্ষ্য আইনের ১৩৫ থেকে ১৩৮ ধারায় সাক্ষ্য উপস্থাপনের দায়িত্বের বিধান উল্লিখিত হয়েছে।
৪) মামলা প্রমাণের দায়িত্ব সাধারণত বাদীর
কিন্তু
সাক্ষ্য উপস্থাপন এর দায়িত্ব সাধারণত উভয়পক্ষের।
৫) মামলা প্রমাণের দায়িত্ব অধিক গুরুত্বপূর্ণ
কিন্তু
সাক্ষ্য উপস্থাপন এর দায়িত্ব তুলনামূলক কম গুরুত্বপূর্ণ।
৬) বিচার্য বিষয় প্রমাণ করা মামলা প্রমাণের দায়িত্ব অন্তর্গত
কিন্তু
বিচার্য বিষয় দাবির যৌক্তিকতা প্রমাণ করা সাক্ষ্য উপস্থাপনের দায়িত্বের অন্তর্গত।
ধন্যবাদ
Video Burden of proof প্রমাণের দায়িত্ব সম্পর্কিত বিধান