- Get link
- X
- Other Apps
Tense
English Grammar Series
Doctor Maleka University College Dhanmondi Dhaka
There are 12 tenses in English grammar
This video is about the 12 tenses of English grammar. You are the students of HSC level or intermediate level. I have a mind to teach you all the 12 tenses in one video. And this is the video from where you can love all the 12 tenses of English grammar. The major 3 tenses are, present tense, past tense, future tense. What is the tense. A tense is start time of action, All it tells about the time when action is done.
If you watch this video about tense, you will have a good idea about tense, and you can apply these rules of in your own language writing and can be fluent in speaking in English. So, I hope you will watch this video from first to last and practice tense accordingly.
ইংরেজি বাক্যের 12 ধরনের Tense রয়েছে
সুপ্রিয় ছাত্র-ছাত্রী। তোমরা হয় কেউ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পরছ অথবা কেউ ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পড়ছো। যে ক্লাসে তোমরা পরো না কেনো, ইংরেজি জানার জন্য তোমাদের তো Tense শিখতেই হবে। Tense জানা ছাড়া তো তুমি ইংরেজিতে কথা শুদ্ধভাবে লিখতেও পারবেনা, কথা বলতে পারবে না, কথা পড়ে বুঝতে পারবে না। তাহলে বুঝতেই পারছ Tense কতটা জরুরী বিষয়। এই জরুরী বিষয় Tense নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিও দিয়ে। তোমরা জান, Tense মানে কাল বা সময়। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের সময়কে Tense বা কাল বলে। এই কাজ এবং সময়ে এ দুইটার মধ্যে যে যোগসূত্র আছে, এটা যদি বুঝতে পারো তাহলে তুমি Tense অবশ্যই বুঝতে পারবে। কেন প্রধানত তিন প্রকার। অন্য কথায় বলতে গেলে সময় প্রধানত তিন প্রকার। বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎ কাল। এই তিন প্রকার Tense কি আবার 12 ভাগে ভাগ করা হয়েছে। এই বার প্রকার Tense নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তোমরা যদি এই ভিডিওটি পুরোটা দেখ, প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি তোমাদের Tense সম্পর্কে কোন সমস্যা থাকবে না। তোমরা নিজেরা Tense গঠন করতে পারবে, বাক্য তৈরি করতে পারবে, এবং নিজের ভাষায় যেকোন ইংরেজী লেখা লিখতে পারবে। ধন্যবাদ।
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com