- Get link
- X
- Other Apps
Changing of Sentences, Narration
Doctor Maleka University College Dhanmondi Dhaka, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ ধানমন্ডি ঢাকা
সুপ্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো। এই ভিডিওতে তোমাদের জন্য Changing of Sentences, Transformation of Sentences এর উপর ভিত্তি করে আলোচনা করা হয়েছে। তোমরা জানো ইংলিশ সেকেন্ড পেপার এর তোমাদের চেঞ্জিং অফ সেন্টেন্স এস এর উপর প্রশ্ন করা হয়।। প্রশ্নপত্রে তোমাদের জন্য Changing of Sentences, Transformation of Sentences এর উপর পাঁচটি প্রশ্ন থাকে এবং পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক। ইংরেজিতে Changing of Sentences, Transformation of Sentences হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইংলিশ আইটেম। এই আইটেমটি যদি তোমরা শুদ্ধভাবে লিখতে পারো তাহলে তোমাদের জন্য ভালো একটি নম্বর আসবে।
কিভাবে Changing of Sentences, Transformation of Sentences করতে হয়
কিভাবে Changing of Sentences, Transformation of Sentences করবে তার আগে আমার বলে নেওয়া ভাল যে, সেন্টেন্স কি এবং কী ধরনের সেন্টেন্স দেওয়া হয় এবং ট্রানসফর্মেশন বা চেঞ্জিং বলতে কি বুঝায়। তোমরা জানো ইংরেজিতে মূলত তিন ধরনের সেন্টেন্স রয়েছে যেগুলোকে ট্রানসফর্মেশন বা চেঞ্জিং করতে হয়। সেন্টেন্স গুলো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স আসলে কি? ইংলিশ গ্রামারের সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স এর একটি মাত্র সাবজেক্ট থাকবে এবং একটি মাত্র verb থাকবে। A simple sentence always takes one subject and one verb. এবার আসা যাক কমপ্লেক্স সেন্টেন্স বলতে কি বুঝায়। কমপ্লেক্স শব্দটার মধ্যেই কমপ্লেক্স সেন্টেন্স এর সংজ্ঞা রয়েছে। অর্থাৎ সিম্পল থেকে জটিল সেন্টেন্স হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স এর রূপটা স্ট্রাকচার টা কি। হ্যাঁ বলছি কমপ্লেক্স সেন্টেন্স এর স্ট্রাকচার হচ্ছে, একাধিক সাবজেক্ট এবং একাধিক verb থাকবে, এবং দুটি clause বা একাধিক clause থাকবে, এবং একাধিক সেন্টেন্স বা একাধিক clause সংযোজন বা একত্র করার জন্য লিনকিং ওয়াড থাকবে বা কানেক্টিং ওয়ার থাকবে। A complex sentence is consisted of two or more clauses and there will have more than one subject and more than one verb and the clauses or the sentences will be connected with linking words or connecting words. For example: lif, weather, when, where, why, how, though, although, since, because etc. These are the connecting words or linking words.
এবার আসা যাক কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে সেই ধরনের সেন্টেন্স যেখানে একাধিক সাবজেক্ট, একাধিক verb থাকে অর্থাৎ একাধিক clause থাকবে কিন্তু লিংকিং বা কানেক্টিং ওয়ার্ল্ড হিসেবে এন্ড and, অর or, বাট but, yet এ সমস্ত ওয়ার্ড বসবে। অর্থাৎ যে ক্লোজ গুলি থাকবে সে ক্লোজ গুলি স্বাধীন ভাবে meaning express করবে এবং কোন sub-ordinate clause থাকবেনা সবগুলো ক্লোজ principal clause হবে অর্থাৎ ক্লোজ গুলার নিজস্ব অর্থে সম্পূর্ণ ভাব প্রকাশ করবে।
এবার আসা যাক, কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড সিম্পল, সিম্পল থেকে compound এবং complex থেকে কম্পাউন্ড হবে। আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে এ সম্পর্কে আলোচনা করেছি। সীমিত আকারে এখানে শুধুমাত্র সেন্টেন্স সম্পর্কে ধারণা দেওয়া হলো। এখন মূল আলোচনায় ফিরে যেতে হলে অবশ্যই তোমাকে ভিডিওটি দেখতে হবে। তুমি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে কিভাবে Changing of Sentences, Transformation of Sentences করতে হয়। তাহলে আশা করি তোমরা সব পুরো ভিডিওটি দেখবেন এবং সেই হিসেবে বাসায় প্র্যাকটিস করবে Changing of Sentences, Transformation of Sentences নিয়ে, এবং আরো ধরনের ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।
ধন্যবাদ।
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com