- Get link
- X
- Other Apps
Modifiers
HSC English Second Paper
Doctor Maleka University College Dhanmondi, Dhaka, ডক্টর মালিকা কলেজ ধানমন্ডি ঢাকা থেকে প্রকাশিত ভিডিও
এইচএসসি বা ইন্টারমিডিয়েট ছাত্র-ছাত্রীদের জন্য মডিফায়ার একটি গুরুত্বপূর্ণ আইটেম। মডিফায়ার সম্পর্কে ধারণা নিতে হলে ইংলিশ গ্রামার এর উপর কিছু দক্ষতা অর্জন করতে হয়। মডিফায়ার আসলে এডজেকটিভ। মডিফায়ার দু'ধরনের আছে। একটি হচ্ছে premodifier, অন্যটি হচ্ছে post modifier. এই দুই ধরনের মডিফায়ার নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তোমরা যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, তোমাদের ইংরেজি সিলেবাসে ইংলিশ সেকেন্ড পেপার এই মডিফায়ার এর উপর দশটি প্রশ্ন করা হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য হাফ বা ০.৫ করে পাবে। মোট দশটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি পাঁচ পাবে।
মডিফায়ার সম্পর্কিত এই ভিডিওটির বিস্তারিতভাবে এবং উদাহরণ সহকারে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আশাকরি এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের আর মডিফাই সম্পর্কে কোনো সমস্যা হবে না। এই ভিডিওটি মডিফায়ার উপর রচিত হয়েছে বিধায় এই ভিডিওটি দেখার পরে খাতা-কলম নিয়ে নিজেরা আবার প্র্যাকটিস বা চর্চা শুরু করবে মডিফায়ার এর উপর।
ধন্যবাদ
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com
Video কিভাবে Modifiers করতে হয়