- Get link
- X
- Other Apps
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন, বার কাউন্সিল এডভোকেটশিপ পরীক্ষা
ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব কার?
আদালতের
ফৌজদারি মামলায় চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোন তথ্যটি উল্লেখের প্রয়োজন
নাই?
শাস্তি
ক এর বিরুদ্ধে চুরির অভিযোগে চার্জ গঠনের ক্ষেত্রে তার বিরুদ্ধে ফৌজদারি আদালত প্রদত্ত নিম্নের কোন রায়টি প্রাসঙ্গিক?
ক অন্য একটি চুরির মামলায় দন্ডিত হয়েছে।
যেক্ষেত্রে কোন কর্ম বা কর্মবিচ্যুতি দুই বা ততোধিক আইনের অধীনে শান্তিযোগ্য অপরাধ হয়, সেক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
অপরাধিকে উক্ত দুই বা ততোধিক আইনের অধীন অভিযুক্ত করা যাবে।
দায়রা মামলা বিচারের কোন পর্যায় পর্যন্ত চার্জ পরিবর্তন করা যায় ?
রায় প্রচারের পুর্ব তারিখ পর্যন্ত
অভিযোগ গঠন করে-
আদালত
ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামী ডিসচার্জের আবেদন করতে পারে?
চার্জ গঠনের সময়
কোন ধরনের মামলার ক্ষেত্রে চার্জ সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করে শুধুমাত্র টাকার পরিমান উল্লেখ করতে হয়-
অর্থ আত্মসাতের মামলা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের মামলা
নিমলিখিত কোন ক্ষেত্রে চার্জের কোন ভুল ভ্রান্তি গুরুতর বলে বিবেচিত হবে না-
ন্যায় বিচার ব্যহত না হয়, আসামিকে আত্মপক্ষ সমর্থনে বিভ্রান্ত না করে
রিভিশন বা আপিল আদালত চার্জ গুরুতর ভুলের ক্ষেত্রে নিম্নোক্ত কি আদেশ দিতে
পারেন?
নতুন অভিযোগ গঠন করে নতুন বিচারের আদেশ, দন্ডাদেশ বাতিল
ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধানমতে আদালত চার্জ সংশোধন করতে পারে?
২২৭ ধারা
মামলার কোন পর্যায়ে আদালত চার্জ সংশোধন করতে পারে?
রায় ঘোষণার পূর্বে যেকোন সময়
প্রত্যেকটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন করে পৃথকভাবে বিচার করতে হবে- ফৌজদারি কার্যবিধির কত ধারায় এই বিধান বর্ণিত হয়েছে?
২৩৩ ধারা
ফৌজদারি কার্যবিধির ২৩৪ ধারার বিধান অনুসারে সর্বোচ্চ কয়টি অপরাধের বিচার একসাথে করা যাবে?
৩টি
২৩৪ ধারার বিধান অনুসারে কত সময়ের মধ্যে একই ধরনের একাধিক অপরাধ সংঘটিত হলে একসাথে বিচার করা যাবে?
১ বছর
কতিপয় অপরাধের মধ্যে প্রকৃতপক্ষে কোন অপরাধটি সংঘটিত হয়েছে সে সম্পর্কে সন্দেহ থাকলে আদালতের কি করণীয়?
উক্ত সকল অপরাধ অথবা যেকোন একটি অপরাধে অভিযুক্ত করে যেকোন সংখ্যক অভিযোগের বিচার একই সাথে হতে পারবে
কোন ব্যক্তিকে একটি অপরাধে অভিযুক্ত করা হল কিন্তু সাক্ষ্যে দেখা গেল সে ঐ অপরাধ না করে অন্য একটি অপরাধ করেছে, তখন আদালত কি করবে?
উক্ত ভিন্ন অপরাধের জন্য তাকে দণ্ড দিবে
কোন কোন ব্যক্তিকে একত্রে অভিযুক্ত করে একসাথে বিচার করা যাবে তা ফৌজদারি কার্যবিধির কোথায় বর্ণিত আছে?
ধারা ২৩৯
নিম্নের কোন ক্ষেত্রে কতিপয় ব্যক্তিকে একত্রে অভিযুক্ত করে একসাথে বিচার করা যাবে?
কোন অপরাধে অভিযুক্ত ব্যক্তিগন এবং উক্ত অপরাধে সহায়তা প্রদানকারী ব্যক্তিগন, ১২ মাস সময়ের মধ্যে যৌথভাবে সংঘটিত একই ধরনের একাধিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিগন, চুরি, বলপূর্বক সম্পত্তি আদায় এবং অপরাধজনক আত্মসাত সম্পর্কিত অপরাধে অভিযুক্ত ব্যক্তিগন
অভিযোগে কি কি বিষয় উল্লেখ থাকবে তা ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বর্ণিত আছে?
২২১ ধারা
অভিযোগে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ কোন আইন অনুসারে ব্যাখ্যা করতে হবে?
যে আইনে উক্ত অপরাধটি দণ্ডনীয়
অভিযোগের পরিবর্তন যদি এমন প্রকৃতির হয় যে, উক্ত পরিবর্তনের সাথে সাথেই বিচারকাজ শুরু করলে মামলার কোন পক্ষের ক্ষতি হতে পারে তাহলে আদালত কি করবে?
নতুন বিচারের নির্দেশ দিবেন, প্রয়োজনীয় সময়ের জন্য বিচার মূলতবি রাখবেন।
অভিযোগ পরিবর্তিত হলে কত ধারার বিধানমতে আদালত সাক্ষীদের পুনরায় ডাকতে
পারেন?
২৩১ ধারা
চার্জ সংশোধন করা হলে আদালত নিম্নের কোন কাজটি করতে পারেন?
বিচারকার্য স্থগিত, সাক্ষীকে পুনরায় ডাকা
অভিযোগ গঠনে গুরুতর ভুলের কারণে দন্ডিত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে বিভ্রান্ত হলে কোন আদালত অভিযোগ গঠন করে নতুন বিচারের নির্দেশ দিতে পারে?
আপীল আদালত, হাইকোর্ট বিভাগ
প্রত্যেকটি অপরাধের অনুসন্ধান ও বিচার সাধারনত কোন আদালতে হবে?
যে আদালতের স্থানীয় সীমার মধ্যে অপরাধ হয় সে আদালতে
যেকোন জেলায় মামলা প্রেরন এবং বিচারের আদেশ দিতে পারেন কে?
সরকার
ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান মতে সরকার যেকোন জেলায় মামলা প্রেরণ ও বিচারের আদেশ দিতে পারেন?
১৭৮ ধারা
মারুফ নামক কোন ব্যক্তি বরিশাল জেলায় বসে আহত হল এবং নোয়াখালি জেলায় বসে মারা গেল। মারুফের প্রাণনাশের অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিচার কোন আদালতে হবে?
বরিশালের আদালতে অথবা নোয়াখালির আদালতে
রাফি ঢাকায় বসে সোহাগকে একটি অপরাধমুলক কাজে সহায়তা করেছে এবং সোহাগ বাগেরহাট গিয়ে উক্ত সহায়তা ভিত্তিক অপরাধটি সংঘটিত করেছে। এক্ষেত্রে অপরাধের সহায়তার জন্য কোন আদালতে রাফির বিচার হবে?
ঢাকার আদালতে, বাগেরহাটের আদালতে
কোন অপরাধের বিচার দুই বা ততোধিক আদালতের কোনটিতে হবে সে সম্পর্কে প্রশ্ন দেখা দিলে কে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন?
হাইকোর্ট বিভাগ
বাংলাদেশী কোন ব্যক্তি বাংলাদেশের বাইরে বসে কোন অপরাধ করলে বাংলাদেশের কোন আদালত তার বিচার করবে?
বাংলাদেশের যে স্থানে অভিযুক্তকে পাওয়া যাবে সে স্থানের আদালত
অপরাধজনক আত্মসাত ও বিশ্বাসভঙ্গের যেকোন অপরাধের বিচার বা অনুসন্ধান হতে পারে যে আদালতের স্থানীয় সীমার মধ্যে অভিযুক্ত ব্যক্তি-
উক্ত সম্পত্তির কোন অংশ গ্রহণ করেছেন, উক্ত সম্পত্তির কোন অংশ রেখেছেন, অপরাধটি সংঘটন করেছেন।
পেনাল কোড এর ৩২৪ ধারার শাস্তিযোগ্য অপরাধ আপোষ করতে পারে
ভিকটিম
ফৌজদারি মামলায় প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ক্রিমিনাল প্রসিডিউর কোড এর ৩৪২ ধারানুসারে-
আসামীদের পরীক্ষা করবেন
একজন বিচারাধীন আসামী কোন ধারার বিধানানুযায়ী তার ডিফেন্স এর সমর্থনে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে পারেন?
৩৪০ ধারা
সাধারনত একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধরন হয়-
বর্ণনামূলক
The Code of Criminal Procedure, 1898 এর Section 342 এর কার্যক্রমে অভিযুক্তের দৃষ্টি আকর্ষন করা হয়-
প্রাপ্ত সাক্ষ্যের প্রতি
ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান মতে দুষ্কর্মের সহচরকে ক্ষমা প্রদর্শন করা যায়?
৩৩৭ ধারা
কে দুষ্কর্মের সহচরকে ক্ষমা প্রদর্শন করতে পারে?
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কোন ১ম শ্রেনীর ম্যাজিস্ট্রেট
নিম্নোক্ত কোন অপরাধের ক্ষেত্রে দুদ্ধর্মের সহচরকে ক্ষমা প্রদর্শন করা যায়?
দায়রা আদালতে বিচার্য কোন অপরাধ, ১০ বছরের বেশী কারাদন্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ
৩৩৮ ধারার বিধান অনুযায়ী কে কোন ম্যাজিস্ট্রেটকে ক্ষমা মঞ্জুর করার আদেশ দিতে
পারবেন?
দায়রা জজ
ক্ষমাপ্রাপ্ত ব্যক্তিকে আদালত কত ধারার বিধানমতে মিথ্যা সাক্ষ্যের জন্য বিচার করতে পারে?
৩৩৯ ধারা
হুলিয়াজারী ও সম্পত্তি ক্রোকের পরে আদালত যদি মনে করেন যে বিচার এড়ানার জন্য আসামী আত্মগোপনে রয়েছে তাহলে আদালত কি করবে?
আসামীর হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিবে
ম্যাজিস্ট্রেট কোর্ট ও দায়রা আদালত কত দিনের মধ্যে বিচারকাজ শেষ করবেন তা
কোথায় উল্লেখ আছে?
৩৩৯ গ
কোন ম্যাজিস্ট্রেট মামলা প্রাপ্তির পর কতদিনের মধ্যে বিচারকাজ শেষ করবেন?
১৮০ দিন
মামলা প্রাপ্তির পর দায়রা জজ কতদিনের মধ্যে বিচারকাজ শেষ করবেন?
৩৬০ দিন
ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধানমতে আদালত আসামীর অনুপস্থিতিতে বিচারকাজ পরিচালনা করতে পারেন?
৩৩৯ খ
কোন কোন অপরাধ গুলো আপোষ নিম্পত্তিযোগ্য তা ফৌজদারী কার্যবিধির কত ধারায় উল্লেখ আছে?
৩৪৫ ধারা
ক্ষমা প্রদর্শিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা স্বাক্ষ্য দানের অপরাধে অভিযোগ গঠন করতে হলে কার অনুমতি নেয়া প্রয়োজন?হাইকোর্ট বিভাগ
মামলার বিচারকালে ম্যাজিস্ট্রেট যদি দেখেন যে আসামীকে উচ্চতর দণ্ড প্রদান করা প্রয়োজন, যা তার এখতিয়ারের বাইরে তখন তিনি কি করবেন?
মামলার নথিপত্র সহ আসামীকে বিচারের জন্য দায়রা আদালতে প্রেরন করবেন
আসামীর অনুপস্থিতিতে বিচার শুরু করার আগে কমপক্ষে কয়টি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে?
২টি
৩৩৯গ ধারার বিধানমতে নির্ধারিত সময়ের মধ্যে মামলার বিচারকাজ শেষ না হলে এরফলাফল কি?
আসামি জামিনে মুক্তি পাবে
ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধানমতে আদালত মামলার কার্যক্রম স্থগিত বামূলতবি রাখতে পারে?
৩৪৪ ধারা
আদালত একাধারে সর্বোচ্চ কতদিন পুলিশ রিমান্ড মঞ্জুর করতে পারে?
১৫দিন
প্রতারনার মামলায় নিম্নের কে আপোষ করতে পারেন?
প্রতারিত ব্যক্তি
নিম্নের কোন ক্ষেত্রে আসামীর অনুপস্থিতিতে বিচার শুরু করার পূর্বে পত্রিকায় বিজ্ঞাপনের প্রয়োজন নেই?
আসামী একবার হাজির হওয়ার পর পলায়ন করলে, আসামী জামিনে মুক্তি পেয়ে পলায়ন করলে
ফৌজদারী কার্যবিধিতে কোন ধারার বিধানবলে পুলিশ গ্রেফতারী পরোয়ানা ছাড়া কোন ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?
৫৪ ধারা
গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা যায়?
২৪ ঘন্টা
ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারানুসারে পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই এবং ওয়ারেন্ট ব্যতিত কত প্রকারের ব্যক্তিকে গ্রেফতার করতে পারে?
৯ প্রকার
তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোন আসামীকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারে অনধিক
১৫ দিন
কাড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ অনুসারে ১২০ দিনের মধ্যে মামলার তদন্ত কার্য শেষ করার বিষয়টি-
নির্দেশনামূলক
গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দের আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা যায়?
২৪ ঘন্টা
মৃত্যুদন্ডে দণ্ডনীয় কোন অপরাধের তদন্ত যদি ১২০ দিনের মধ্যে সমাপ্ত না হয়, তবে আসামী-
জামিনে মুক্ত হতে পারে
যেসব অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরায়ানায় গ্রেফতার করতে পারে তাকে বলে
Cognizable offence
কোন কোন অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে তা কোথায় বলা আছে?
২য় তফসিল, ৩য় কলাম
কে ভবঘুরে, অভ্যাসগত দস্যু প্রভৃতিকে গ্রেফতার করতে পারে?
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতাপ্রাপ্ত কোন পুলিশ অফিসার আসামিকে কোাথা থেকে গ্রেফতার করতে পারে?
সমগ্র বাংলাদেশ থেকে
কত ধারামতে সাধারণ জনগন আমলযোগ্য অপরাধ সংগঠনকারীকে গ্রেফতার করতে
পারে?
ধারা ৫৯
পুলিশ কত ধারাবলে গ্রেফতারকৃত ব্যক্তিকে জামিন দিতে পারে?
ধারা ৬৩
ম্যাজিস্ট্রেট অপরাধিকে গ্রেফতার করতে পারেন কত ধারামতে?
ধারা ৬৪
মেট্রোপলিটন এলাকায় বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ কার কাছে রিপোর্ট প্রদান করবেন?
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট
তদন্তকাজ ২৪ ঘন্টার মধ্যে শেষ না হলে পুলিশের করনীয় সম্পর্কে কোথায় বলা আছে?
১৬৭ ধারায়
মৃত্যুদণ্ড বা ১০ বছরের বেশী কারাদন্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধের তদন্ত কাজ ১২০ দিনের মধ্যে শেষ না হলে কে আসামীকে জামিন দিতে পারে?
আমলে গ্রহনকারী ম্যাজিস্ট্রেট
মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছরের বেশী কারাদন্ডে দ্ডনীয় অপরাধের তদন্ত ১২০ দিনের মধ্যে শেষ না হলে কে আসামীকে জামিনে মুক্তি দিতে পারে?
দায়রা জজ
কোন ম্যাজিস্ট্রেট অপরাধিকে পুলিশ হেফাজতে আটক রাখার আদেশ দিতে পারে না?
২য় ও ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট
কোন মহিলাকে দিয়েই কোন মহিলার দেহ তল্লাশি করার বিধান রয়েছে কত ধারায়?
ধারা ৫২
কোন গ্রেফতারকৃত ব্যক্তি কি পদ্ধতিতে মুক্তি পেতে পারে?
জামিনে, নিজে মুচলেকা দিয়ে, ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশে
ফৌজদারী কার্যবিধি অনুসারে আটককৃত ব্যক্তি
র কয়টি রক্ষাকবচ রয়েছে?
২টি- ১) ২৪ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে, ২) ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া ২৪ ঘন্টার বেশী সময় আটক রাখা যাবে না।