- Get link
- X
- Other Apps
BJSC, Bar Council Advocateship
পরীক্ষা প্রস্তুতি:এমসিকিউ পর্ব ২ ভিডিও শর্ট নোটস্ অন ল
যারা আইনের উপর পড়াশোনা করছেন বা এলএলবি করছেন তারা এলএলবি পাস করার পরে আপনাদেরকে একটি পরীক্ষায় অবতীর্ণ হতে হয়- যেটা হচ্ছে বার কাউন্সিল এডভোকেটশীপ পরীক্ষার। এই পরীক্ষা হচ্ছে অ্যাডভোকেট হিসেবে আপনার এনরোলমেন্ট। আপনি যদি এই পরীক্ষায় পাশ না করেন, তাহলে আপনি এডভোকেট হিসেবে নিজেকে দাবী করতে পারবেন না। এবং আপনি কোন আদালতে মামলা পরিচালনা করতে পারবেন না। তাহলে স্পষ্ট বুঝা যাচ্ছে যে এই পরীক্ষায় আপনাকে পাশ করেই আপনাকে আদালতে আইন চর্চা করতে হবে।
কিন্তু একটি কথা চরম সত্য যে এই পরীক্ষাটি অত্যন্ত প্রতিযোগিতামূলক। বার কাউন্সিল এর অধীনে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে। এই এডভোকেটশীপ পরীক্ষার এই তিনটি ধাপ রয়েছে। প্রথম ধাপ হচ্ছে আপনাকে mcq পরীক্ষায় পাশ করতে হবে। mcq পাশ করার পর আপনাকে রিটেন পরীক্ষা দিতে হবে। রিটেন পরীক্ষায় পাশ করার পর আপনাকে ভাইভা বোর্ডের সামনে উপস্থিত হয়ে আপনাকে সেই পরীক্ষায় পাশ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে এডভোকেটশীপ পরীক্ষায় এ তিনটি ধাপ অতিক্রম করলেই আপনি এডভোকেট হিসেবে নিজেকে অন্তর্ভুক্ত করতে পারবেন। এই ভিডিওতে mcq পার্ট এর উপর আলোচনা করা হয়েছে। অনেকগুলা ভিডিওর মধ্যে এটি একটি। আশাকরি সবগুলি ভিডিও যদি আপনি দেখেন এবং সেই অনুযায়ী যদি চর্চা করেন তাহলে আপনি একটু বেশি পরীক্ষায় এমসিকিউ এর পার্ট পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন।
ধন্যবাদ।
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com