- Get link
- X
- Other Apps
BJSC, Bar Council Advocateship পরীক্ষা, Bar Council Advocateship পরীক্ষা
প্রস্তুতি:এমসিকিউ পর্ব ১ ভিডিও শর্ট নোটস্ অন ল
ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি প্রণীত হয় কত সালে?
১৮৫৫
বর্তমানে প্রচলিত ফৌজদারি কার্যবিধি প্রণিত হয় কত সালে?
১৮৯৮
বর্তমান ফৌজদারি কার্যবিধি কত তারিখে কার্যকর হয়?
১লা জুলাই, ১৮৯৮
বর্তমান ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ সালের কত নং আইন?
৫ নং
ফৌজদারী কার্যবিধি সর্বশেষ কত সালে সংশাধিত হয়?
২০১২
জামিনযােগ্য অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়?
৪ (ঘ)
নালিশ এর এর সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়?
৪ (জ)
বর্তমান ফৌজদারি কার্যবিধি প্রণয়নের পূর্বে ম্যাজিস্ট্রেটগন কি নামে পরিচিত ছিল?
সাবঅর্ডিনেট ম্যাজিস্ট্রেট, ১ম শ্রেণী, সাব অর্ডিনেট ম্যাজিস্ট্রেট ২য় শ্রেণি।
ফৌজদারি কার্যবিধি কি ধরনের আইন?
পদ্ধতিগত আইন।
ফৌজদারি কার্যবিধিতে কয়টি ধারা ও তফসিল রয়েছে?
ধারা ৫৬৫টি; তফসিল ৫টি
আমলযােগ্য অপরাধের সংজ্ঞা কত ধারায়?
৪(চ) ধারায়
আমল অযােগ্য অপরাধের সংজ্ঞা কত ধারায়?
৪(ঢ) ধারায়
অপরাধের সংজ্ঞা কত ধারায় প্রদত্ত হয়েছে?
৪(ণ) ধারায়
দণ্ডবিধিতে বর্ণিত সকল অপরাধের তদন্ত, বিচার, ইনকোয়ারি কোন আইন অনুসারে
হবে?
ফৌজদারি কার্যবিধি।
বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়ােগদান করেন কে?
রাষ্ট্রপতি
ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযােজ্য নয়-এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি
দন্ডাদেশের বিরুদ্ধে আপিল
নিম্নের কোনটি Cognizable অপরাধ?
দাঙ্গা-হাঙ্গামা
বিচার বিভাগ পৃথকিকরণ মামলার রায় প্রদানকরা হয় কত সালে?
১৯৯৯ সালের ২ ডিসেম্বর।
জেলা পর্যায়ে সাধারণত কয় প্রকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থাকে?
চার শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্টেট
কোড অব ক্রিমিনাল প্রসিডিউরএর কোন ধারায় ফৌজদারী আদালত সমূহের শ্রেণী
বিভাগ করা হয়েছে।
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ৬
কোন সালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি করা হয়েছে?
২০০৭
দায়রা আদালত কোন অপরাধের বিচার করতে পারে না?
অবৈধ অন্ত্র দখলে রাখা
কে পাবলিক প্রসিকিউটর নিয়ােগ করতে পারে?
সরকার
কে ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এর ক্ষমতা প্রয়ােগ করতে পারে?
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
নালিশ বলতে বুঝায়
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত অভিযােগ
প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হন-
দায়রা জজ
প্রতিটি জেলায় নির্বাহি ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ পদ হচ্ছে
জেলা ম্যাজিস্ট্রেট
আপিল বিভাগ মাসদার হােসেন মামলার রায় ঘােষণা করেন কত সালে?
১৯৯৯
দায়রা আদালতে কয়টি স্তরের বিচারক থাকেন?
৩টি
নির্বাহি ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে কত ধারায়?
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১০
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা হয়েছে কত ধারায়?
১১ ধারা
রাষ্ট্রপতি সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী প্রণীত বিধি মােতাবেক ম্যাজিস্ট্রেটদের
নিয়ােগ দান করেন?
বাংলাদেশের সংবিধানের ১৩৩ নং অনুচ্ছেদ অনুযায়ী
ম্যাজিস্ট্রেটদের অধিক্ষেত্র নির্ধারণ করেন কে?
সরকার
জেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রধান ক?
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
বিশেষ ম্যাজিস্ট্রেটের বিধান রয়েছে কত ধারায়?
১২ ধারায়
নিম্নের কোন পদস্থ ব্যক্তির উপর সরকার নির্বাহি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব অর্পন করতে
পারে?
সহকারি পুলিশ সুপার
ম্যাজিস্ট্রেটগনের বেঞ্চ গঠনের কথা বলা হয়েছে কত ধারায়?
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১৫
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার অধস্তন থাকবেন?
দায়রা জজ
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সম্পর্কে বিধান করা হয়েছে কত ধারায়?
ফৌজদারি কার্যাবিধির ধারা ১৮
সমগ্র বাংলাদেশের জন্য পদাধিকারবলে জাস্টিস অব দা পিস বলে গন্য হবেন কে?
সুপ্রিম কোর্টের বিচারপতিগন
কত বছর বয়স্ক ব্যক্তি কিশাের বলে গন্য হবে?
১৫ বছরের কম
কোন আদালত কিশাের অপরাধিদের বিচার করবেন?
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যেকোন ম্যাজিস্ট্রেট
কত ধারামতে সরকার ম্যাজিস্ট্রেটদেরকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করতে পারেন?
ধারা ২৯ (গ)
ম্যাজিস্ট্রেটগনকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করতে চাইলে সরকার কার সাথে পরামর্শ করবে?
সুপ্রিম কোর্ট
যুগ্ম দায়রা জজ কোন শাস্তিটি দিতে পারেন?
অনধিক ১০ বছর কারাদণ্ড
ফৌজদারি কার্যবিধির কত ধারায় হাইকোর্ট বিভাগ ও দায়রা জজকে শাস্তি প্রদানের
ক্ষমতা দেয়া হয়েছে?
ফৌজদারি কার্যবিধির ধারা ৩১
ম্যাজিস্ট্রেটগনের সাধারণ ক্ষমতাসমূহ কোথায় বর্ণিত রয়েছে?
ফৌজদারি কার্যবিধির ৩য় তফসিল
১৯. ম্যাজিস্ট্রেটগনের উপর অর্পনযােগ্য অতিরিক্ত ক্ষমতাসমূহ কোথায় বর্ণিত আছে?
৪র্থ তফসিল
দায়রা আদালত মৃত্যুদণ্ড দিলে তা কার্যকর করার জন্য কার অনুমােদন লাগবে?
হাইকোর্ট বিভাগ
জরিমানা অনাদায়ে কারাদণ্ড হলে তার প্রকৃতি কি?
বিনাশ্রম
অর্থদণ্ড অনধিক ৫০ টাকা হলে তা অনাদায়ে সর্বোচ্চ কতদিন কারাদও দেওয়া যাবে?
২ মাস
অর্থদণ্ড অনধিক ১০০ টাকা হলে তা অনাদায়ে সর্বোচ্চ কতদিন কারাদণ্ড দেওয়া যাবে?
৪ মাস
অর্থদন্ডের পরিমান ১০০ টাকার বেশি হলে তা অনাদায়ে সর্বোচ্চ কতদিন কারাদণ্ড দেওয়া
যাবে?
৬ মাস
বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগীয় বা বিচার বিভাগীয়
দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি নিয়ােগদান করবেন?
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ নং ১১৫
দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ কি দণ্ড দিতে পারেন?
আইনে অনুমােদিত যেকোন প্রকার দণ্ড প্রদান করতে পারেন তবে মৃত্যু দণ্ড প্রদান করলে হাইকোর্ট বিভাগের অনুমােদন সাপেক্ষে দিতে হবে।
একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনধিক কত বছর কারাদণ্ড দিতে পারে?
৫ বছর
ফৌজদারি কার্যাবিধির ২৯গ ধারাবলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারে
অনধিক-
৭ বছর
বিচার চলাকালে ২ বছর জেল হাজতে থাকা একজন আসামীর ৪ বছর কারাদন্ডের
আদেশ হয়। দন্ডিত আসামীকে কতদিন সাজা ভােগ করতে হবে?
২ বছর
পেনাল কোড এর অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচার্য, তা ক্রিমিনাল প্রসিডিউর
কোডের কোথায় উল্লেখ আছে?
২য় তফসিল, ৮ম কলাম