- Get link
- X
- Other Apps
BJSC, Bar Council Advocateship পরীক্ষা প্রস্তুতি:এমসিকিউ পর্ব ৩,
আমলযােগ্য অপরাধ সংঘটন সম্পর্কে ফৌজদারী কার্যবিধির ১৫৪ ধারায় প্রদত্ত এজাহারে
স্বাক্ষর করবে-
ধারা ১৫৪ অনুসারে আমলযােগ্য অপরাধ সংঘটন সম্পর্কে প্রত্যেক সংবাদ যদি থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট মৌখিকভাবে দেয়া হয়, তবে তিনি তা লিপিবদ্ধ করবেন বা তার নির্দেশমত লিপিবদ্ধ করা হবে এবং সংবাদ দাতাকে তা পড়ে শুনাতে হবে এবং লিখিতভাবে দেওয়া হলে তাতে সংবাদ দাতা সাক্ষর করবেন।
কোন মহানগর এলাকার পুলিশ কর্মকর্তা অ-আমলযােগ্য মামলার তদন্ত করতে পারবেনা, যদি সে অনুমতি না নেয়-
ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৫ (২) অনুসারে কোন পুলিশ অফিসার প্রথম বা ২য় শ্রেণির ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কোন অআমলযােগ্য ঘটনা তদন্ত করবেন না। মহানগর এলাকায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নাম হলাে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সুতরাং মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া পুলিশ অআমলযােগ্য ঘটনার তদন্ত করবেনা।
Code of Criminal Proccdure এর কোন ধারার বিধান বলে একজন পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত তদন্ত করতে পারেন?
ফৌজদারি কার্যবিধির ১৫৬
অভিযুক্ত ব্যক্তির দোষ স্বিকারমূলক জবানবন্দী কে রেকর্ড করতে পারেন?
ফৌজদারি কার্যাবিধির ধারা ১৬৪ অনুসারে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, এবং ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণির ম্যাজিষ্ট্রেটকে অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারমুলক জবানবন্দী রেকর্ড করার ক্ষমতা দেয়া হয়েছে।
ক্রিমিনাল প্রসিডিউর কোড-এর ১৬১ ধারায় রেকর্ডকৃত সাক্ষীর জবানবন্দীতে স্বাক্ষর করবেন-
সাক্ষ্য রেকর্ডকারী তদন্ত কর্মকর্তা
পুলিশী তদন্তে অভিযােগের প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে দাখিলকৃত রিপাের্টের প্রচলিত নাম-
ফাইনাল রিপাের্ট বা চূড়ান্ত প্রতিবেদন
ফৌজদারি কার্যবিধির ধারা ১৭৩ অনুসারে অপরাধের তদন্ত করে পুলিশ দু ধরনের রিপাের্ট দেয়, কি কি?
ফৌজদারি কার্যবিধির ধারা ১৭৩ অনুসারে অপরাধের তদন্ত করে পুলিশ দু ধরনের রিপাের্ট দেয়। (১) যদি অভিযােগর প্রাথমিক সত্যতা পাওয়া না যায় তাহলে ঐ ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে ফাইনাল রিপাের্ট বা চূড়ান্ত প্রতিবেদন দেয়। (২) যদি অভিযােগের সত্যতা পাওয়া যায় তাহলে ঐ ব্যক্তিকে (অভিযুক্তকে) অভিযুক্ত করে চার্জশীট বা অভিযােগপত্র দেয়।
ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপাের্ট গ্রহণ করলে আসামী-
ফৌজদারি কার্যবিধির ধারা মোতাবেক ১৭৩ অব্যাহতি পেতে পারে।
তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোন আসামীকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ
কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারেন অনধিক-
ফৌজদারি কার্যবিধির ধারা ১৬৭ (২) অনুসারে আসামীকে যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়, তার সংশ্লিষ্ট মামলার বিচার করার অধিক্ষেত্র থাকুক বা না থাকুক, তিনি তার বিবেচনামত আসামীকে উক্ত হেফাজতে আটক রাখার জন্য বিভিন্ন সময়ে কর্তৃত্ব প্রদান করবেন, তবে এ আটকের মেয়াদ সর্বমােট ১৫ দিনের অধিক হবে না।
Judicial Confession হল-
Confession বলতে নিজের দোষ স্বীকারােক্তিমুলক বক্তব্যকে বুঝায়। Conffession দুই রকম হতে পারে। (1) Judicial Confession যা কোন ব্যক্তি নিজের দোষ স্বীকার করে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দী দেয়া। (2) Extra-Judicial Confession যা ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কারাে কাছে নিজের দোষ স্বীকার করে জবানবন্দী দেয়া।
মত্যুদন্ডে দণ্ডনীয় কোন অপরাধের তদন্ত যদি ১২০ দিনের মধ্যে সমাপ্ত না হয় তবে আসামী-
ফৌজদারি কার্যবিধির ধারা ১৬৭ (৫) অনুসারে, অপরাধ অনুষ্ঠান সম্পর্কিত সংবাদ প্রাপ্তির পর বা তদন্তের জন্য ম্যাজিস্ট্রেটের আদেশ প্রাপ্তির তারিখ হতে ১২০ দিনের ভেতর যদি তদন্ত সমাপ্ত না হয় তাহলে অপরাধটি আমলে নিতে ক্ষমতা সম্পন্ন বা তদন্তের আদেশদানকারী ম্যাজিস্ট্রেট তদন্ত সম্পর্কিত অপরাধটি যদি মৃত্যু দণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে বা ১০ বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ না হয় তবে তার সন্তুষ্টি সাপেক্ষে আসমীকে জামিনে মুক্তি দিতে পারেন।
আটককৃত ব্যক্তিকে আদালতে সােপর্দের আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশের হেফাজতে রাখা যাবে?
ফৌজদারি কার্যবিধির ধারা ৬১ অনুসারে কোন পুলিশ অফিসার বিনা পরােয়ানায় গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় যুক্তিসঙ্গত সময় অপেক্ষা অধিক কাল আটক রাখবেন না এবং ১৬৭ ধারা অনুসারে কোন ম্যাজিস্টেটের বিশেষ আদেশ না থাকলে এ সময় গ্রেফতারের স্থান হতে মাজিস্ট্রেটের আদালতে যাবার সময় বাদ দিয়ে ২৪ ঘণ্টার অধিক হবে না।
কি কারনে একটি ফৌজদারী অদালত পুলিশী ডায়েরী তলব করতে পারে-
ফৌজদারি কার্যবধির ধারা ১৭২ (২) তে বলা আছে কোন কোন ক্ষেত্রে পুলিশ ডায়েরী বাবহার করা যাবে এবং পুলিশ ভায়েরী সংশ্লিষ্ট মামলায় সাক্ষ্য প্রমাণ হিসেবে গ্রহণ না করে উহার অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করা যাবে।
অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারােক্তিমূলক জবানবন্দী কে রেকর্ড করতে পারেন?
মেট্রোপলিটন মাজিস্ট্রেট
ফৌজদারী কার্যাবিধির কতধারা মতে FIR বা এজাহার দায়ের করতে হয়?
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১৫৪ তে আমলযােগ্য অপরাধ আমলে নেয়ার ক্ষেত্রে FIR বা এজাহার দায়েরের কথা বলা হয়েছে,।
FIR এ স্বাক্ষর থাকবে-
ফৌজদারি কার্যাবিধির ধারা ১৫৪ তে বলা আছে, FIR-এ সংবাদ দাতা বা তথ্য প্রদানকারী স্বাক্ষর করবেন।
আমল অযােগ্য অপরাধের সংবাদ কত ধারা মতে পুলিশকে দিতে হয়?
ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৪ তে আমলযােগ্য মামলার সংবাদ এবং ধারা ১৫৫ তে আমল অযােগ্য অপরাধের সংবাদ পুলিশকে প্রদানের বিধান বর্ণনা করা হয়েছে।
আমল অযােগ্য অপরাধ সম্পর্কে সংবাদ পেলে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কি করবেন-
ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৫ মোতাবেক সংবাদ দাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে আমলযোগ্য অপরাধ সম্পর্কে কত ধারামতে পুলিশকে সংবাদ দিতে হয়?
ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা মতে
আমলঅযোগ্য অপরাধের তদন্ত করার নির্দেশ দিবেন-
ফৌজদারি কার্যাবিধি ১৮৯৮ এর ধারা ১৫৫ তে বলা আছে, কোন পলিশ অফিসার ১ম/২য় শ্রেণির ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া কোন আমল অযোগ্য ঘটনা তদন্ত করবেন না। ১ম/২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমল অযােগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিবেন।
কোন ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারে-
ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৬ অনুসারে পুলিশ আমলযােগ্য অপরাধের ক্ষেত্রে মাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারে।
পুলিশ কত ধারামতে আমলযােগ্য মামলার তদন্ত করবেন?
ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৬
আমলযােগ্য অপরাধের সন্দেহের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন?
আমলযােগ্য অপরাধ সম্পর্কে সন্দেহের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত অফিসার কোন পন্থা অবলম্বন করবেন তা ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৭ তে বলা হয়েছে। এ ধারা মতে, আমলযােগ্য অপরাধের সন্দেহের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উক্ত অপরাধ সংঘটনের সন্দেহ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে রিপাের্ট দিবেন।
আমলযােগ্য অপরাধের সন্দেহের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কত ধারামতে এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটকে রিপাের্ট প্রদান করবেন?
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৫৭
ফৌজদারি কার্যবিধির কত ধারায় পুলিশকে সাক্ষী তলবের ক্ষমতা দেয়া হয়েছে?
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১৬০ অনুসারে লিখিত আদেশ দ্বারা কোন পুলিশ অফিসারকে তার নিজের থানার বা পাশ্ববর্তী থানার কোন ব্যক্তিকে হাজির হতে বলতে পারেন।
পুলিশ ১৬০ ধারামতে সাক্ষীদের তলব করলে যদি স্বাক্ষী উপস্থিত না হন বা উপস্থিত হতে
অস্বীকার করেন তাহলে তিনি দণ্ডবিধির কত ধারামতে দণ্ডনীয় হবেন?
ফৌজদারি কার্যবিধির ধারা ১৭৪
কত ধারামতে পুলিশ সাক্ষীদের জবানবন্দী গ্রহন করতে পারেন?
ফৌজদারি কার্যবিধির ধারা ১৬১ অনুসারে পুলিশ সাক্ষীদের জবানবন্দী গ্রহণকরতে পারে।
দোষ স্বীকারােক্তিমূলক জবানবন্দী লিপিবদ্ধ করবেন-
ফৌজদারি কার্যবিধির ধারা ১৬৪ অনুসারে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারােক্তিমুলক জবানবন্দী লিপিবদ্ধ করবেন।
কত ধারামতে ম্যাজিস্ট্রেট আসামীর দোষ স্বীকারােক্তিমূলক জবানবন্দী গ্রহণ করবেন?
ফৌজদারি কার্যবিধির ধারা ১৬৪
নিম্নের কোন ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারােক্তিমূলক জবানবন্দী গ্রহণ করতে পারে না?
৩য় শ্রেনীর ম্যাজিস্ট্রেট
দােষ স্বীকারােক্তিমূলক জবানবন্দী লিপিবদ্ধকরণের পদ্ধতির কথা বলা আছে কত ধারায়?
ফৌজদারি কার্যবিধির ধারা ৩৬৪ তে দোষ স্বীকারােক্তিমূলক জবানবন্দী লিপিবদ্ধের পদ্ধতির কথা বলা হয়েছে।
Bankers Books Evidence Act, 1891 এর সংজ্ঞানুযায়ী কোন ব্যাংকের বা ব্যাংকারের হেফাজতে রক্ষিত কোন জিনিস বা কোন ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্ক তল্লাশী করতে চাইলে পুলিশের কার অনুমতি লাগবে?
ফৌজদারি কার্যবিধির ধারা ১৬৫ তে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি করারবিধানসমূহ বর্ণনা করা হয়েছে। এবং বলা হয়েছে, দায়রা জজের বা হাইকোর্ট বিভাগের লিখিত পূর্বানুমতি ছাড়া Bankers Books Evidence Act, ১৮৯১এর সংজ্ঞানুযায়ী কোন ব্যাংকের বা ব্যাংকারের হেফাজতে রক্ষিত কোন জিনিস বা কান ব্যক্তির ব্যাংক হিসাব পুলিশ কর্তৃক তল্লাশি করা যাবে না।
অধস্তন কোন পুলিশ অফিসার তদন্ত করলে তদন্তের ফলাফল সম্পর্কে কাকে রিপাের্ট দিবেন?
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে
পুলিশ আমলযােগ্য অপরাধের সংবাদ পেলে তা নির্ধারিত বইতে লিপিবন্ধ করে রাখে।একে কি বলে?
এফ.আই.আর (FIR)
পুলিশ কোন অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমাতি ব্যতীত তদন্ত করতে পারে না?
আমল অযােগ্য
আমল অযােগ্য অপরাধের তদন্তের বিধান কত ধারায়-
ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৫
মেটোপলিটন এলাকায় আমল অযােগ্য অপরাধের তদন্ত করার অনুমতি দিবে
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
General Register (G.R) Case :
General Register (G.R) Case হলাে এজাহারের মাধ্যমে পুলিশের নিকট দায়েরকৃত মামলা আর Complaint Register (CR) Casc হলাে নালিশের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত মামলা।
আমলযােগ্য অপরাধ সম্পর্কে কোন সংবাদ পেলে তা কার নিকট জানাতে হয়?
ফৌজদারি কার্যবিধির ধারা ১৫৪ অনুসারে আমলযােগ্য অপরাধ সম্পর্কে কোন সংবাদ পেলে তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জানাতে হয়।
পুলিশের নিকট প্রদত্ত বিবৃতি ব্যবহার করা যায়-
পুন:পরীক্ষায় ও জেরায়
সাক্ষ্য আইনের কোন ধারার ক্ষেত্রে ফৌজদারী কার্যবিধির ১৬২ ধারার বিধান প্রযােজ্য হবে না?
ধারা ৩৭ ও ৩২ (১)
আসামীর দোষ স্বীকারােক্তিমূলক জবানবন্দী গ্রহন করতে পারেন কে?
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১৬৪ মোতাবেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত ২য় শ্রেনীর ম্যাজিস্ট্রেট
ম্যাজিস্ট্রেট আসামীর দোষ স্বীকারােক্তিমূলক জবানবন্দী গ্রহন করতে পারে-
বিচার শুরুর পূর্বে, তদন্তের সময়, অনুসন্ধানের সময়
তদন্ত শেষে প্রাপ্ত ফলাফল পুলিশ রিপাের্ট আকারে প্রদান করা হয় কত ধারার বিধান মতে-
ধারা ১৭৩
পুলিশ রিপাের্ট কয় ধরনের হতে পারে?
পুলিশ ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারা অনুসারে তদন্তের যাবতীয় তথ্যসমূহ রিপাের্ট আকারে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করে যা পুলিশ রিপাের্ট নামে পরিচিত। এটি দুরকমের। যথা :
(১) চূড়ান্ত প্রতিবেদন বা Final Report.
(২) অভিযােগ পত্র বা Charge Sheet.
পুলিশ রিপাের্ট প্রদান করতে হয়-
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১৭৩ মোতাবেক অপরাধ আমলে নেওয়ার এখতিয়ারবান ম্যাজিস্ট্রেটের নিকট
ফৌজদারী কার্যবিধির কত ধারার বিধানমতে পুলিশ ফাইনাল রিপাের্ট প্রদান করে?
ধারা ১৭৩
ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপাের্ট গ্রহণ করলে আসামী-
অব্যাহতি পাবে
ফাইনাল রিপাের্টের বিরুদ্ধে অভিযােগকারী কি পদক্ষেপ নিতে পারে?
পুলিশ ম্যাজিস্ট্রেটের নিকট আসামীদের অব্যাহতি দিয়ে ফাইনাল রিপাের্ট দিলে ফরিয়াদি বা অভিযােগকারী এটি প্রত্যাখ্যান করে ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করতে পারে। এ আবেদনই নারাজি পিটিশন নামে পরিচিত।
ফরিয়াদীর নারাজি পিটিশন ম্যাজিস্ট্রেট প্রত্যাখান করলে ফরিয়াদি কি পদক্ষেপ নিতে পারে?
অধিকতর তদন্তের জন্য ৪৩৬ ধারায় আবেদন, আপীল
ফরিয়াদির নারাজী পিটিশন ম্যাজিস্ট্রেট যদি গ্রহণ করে অপরাধ আমলে নেয় তাহলে আসামী কি করতে পারে?
রিভিশন
ফৌজদারি কার্যবিধির কত ধারায় পুলিশকে তদন্তকালে ডায়েরী সংরক্ষণ করতে বলা হয়েছে?
ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ধারা ১৭২ অনুসারে পুলিশ অফিসার প্রতিদিন একটি ডায়েরিতে তার তদন্তের অগ্রেগতি লিপিবদ্ধ করবেন যা অনুসন্ধান বা বিচারের সহায়ক হিসেবে ব্যবহার করা যাবে।
১৭২ ধারায় সংরক্ষিত পুলিশ ডায়েরী কি হিসেবে ব্যবহার করা যায়?
অনুসন্ধানের প্রয়ােজন, বিচারের সহায়তার জন্য
পুলিশ ডায়েরী তলব করতে পারে-
ফৌজদারি কার্যবিধির ধারা ১৭২ (২) অনুসারে পুলিশ ডায়েরি বিচারকারি আদালত তলব করতে পারে।
নারাজি পিটিশন দায়ের করতে পারে?
অভিযােগকারি/ফরিয়াদি
পুলিশ কর্তৃক সুরতহাল রিপাের্ট প্রস্তুত কত ধারায়?
ধারা ১৭৪ অনুসারে পুলিশ আত্মহত্যা ইত্যাদির ক্ষেত্রে সুরতহাল রিপাের্ট প্রস্তুত করে থাকে।
ম্যাজিস্ট্রেট কর্তৃক সুরতহাল রিপাের্ট প্রস্তুত কত ধারায়?
যখন কোন ব্যক্তি পুলিশের জিম্মায় বা হেফাজতে থাকা কালে মারা যায়। তথন ফৌজদারি কার্যবিধির ধারা ১৭৬ অনুসারে ম্যাজিস্ট্রেট কর্তৃক সুরতহাল রিপাের্ট প্রস্তুত করা হয়।
কবর থেকে লাশ উত্তোলন করতে পারে-
ফৌজদারি কার্থবিধির ধারা ১৭৬ মোতাবেক নির্বাহি ম্যাজিস্ট্রেট
Investigation (তদন্ত) পরিচালনা করেন-
পুলিশ, ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি
Inquary (অনুসন্ধান) পরিচালনা করেন
আদালত /ম্যাজিস্ট্রেট
চার্জশীট এবং ফাইনাল রিপাের্ট প্রদান করেন-
ফৌজদারি কার্যবিধির ধারা ১৭৩ মোতাবেক
পুলিশ লাশের পােস্ট মর্টেম রিপাের্ট তৈরী করেন-
সার্জন/ডাক্তার
সুরতহাল রিপাের্ট তৈরী করেন
ফৌজদারি কার্যবিধির ধারা ১৭৪ মোতাবেক পুলিশ