- Get link
- X
- Other Apps
সমন কাকে বলে? সমন জারির পদ্ধতি কি? কখন কার উপর সমন জারি করা যায়?
ভিডিও শর্ট নোটস্ অন ল Summons in Civil Law. How Summons is served.
সমন Summons কাকে বলে?
আদালত যে দলিলের মাধ্যমে কোন ব্যক্তিকে নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ করেন সেই নির্দেশ নামা কেই বা উক্ত দলিলটি সমান বলে। কোন বস্তুকে হাজির করানোর জন্য সমন প্রদান করা হতে পারে। কোন ব্যক্তি মোকদ্দমা দায়ের করলে বিবাদীকে নির্দিষ্ট সময়ে নির্ধারিত আদালতে এসে তাদের অভিযোগের জবাব দেয়ার জন্য সমন জারি করা হয়। দেওয়ানী কার্যবিধির 5 আদেশের এক বিধি অনুযায়ী মোকদ্দমা দায়ের করার পর 5 কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা সমন ইস্যু করবেন। 5 কর্মদিবসের মধ্যে সমন ইস্যু করতে ব্যর্থ হলে উক্ত কর্মকর্তা অসদাচরণের জন্য দায়ী হবেন। তবে আরজি দাখিলের সময় বিবাদী হাজির হয়ে যদি বাদীর দাবি মেনে নেন তাহলে সমন ইস্যু করার প্রয়োজন হয় না। সমন ইস্যু করা হলে তার মধ্যে আদালতের সিল থাকবে এবং সংশ্লিষ্ট কর্মচারীর স্বাক্ষর থাকবে।
সমন জারির বিভিন্ন পদ্ধতি কি কি?
দেওয়ানী কার্যবিধির 5 আদেশের 9 থেকে 31 বিধি অনুযায়ী নিম্নোক্তভাবে সমন জারী কর যায়।
কোন মোকদ্দমা দায়ের করা হলে উক্ত মোকদ্দমার বিবাদী যদি সেই আদালতের একটি উক্ত এলাকায় বসবাস করে তাহলে তার উপর ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে। তবে বিবাদীপক্ষের সমন গ্রহণ করার মতো কোনো প্রতিনিধি বসবাস করলেও আদালত তার উপর সমন জারি করবেন। বিবাদী যদি একাধিক হয় তাহলে সকলের উপর আলাদা আলাদা সমন জারি করবেন।
কিন্তু যদি বিবাদীকে পাওয়া না যায় অথবা তার পক্ষে সমন গ্রহণের মতো কোনো প্রতিনিধি ও না থাকে তাহলে বিবাদীর পরিবারের যেকোনো সাবালক সদস্যের উপর সমন জারি করা যাবে। তবে পরিবারের কোন ভৃত্য এর অন্তর্ভুক্ত হবে না। সমন জারী কারক কর্মচারী প্রাপ্তিস্বীকার মূল সামনের উপর বিবাদীর অথবা তার প্রতিনিধি অথবা তার পরিবারের সব সদস্যের স্বীকৃতিমূলক সাক্ষ্য গ্রহণ করবেন। তারা যদি স্বাক্ষর দিতে অস্বীকার করে অথবা জারীকারক কর্মচারী সর্বপ্রকার চেষ্টা করেও তাদের না পায় অথবা ন্যায় সঙ্গত সময়ের মধ্যে তাদের পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে বিবাদী সাধারণত যে গৃহে বসবাস করে বা ব্যবসা করে তার প্রকাশ্য স্থানে লটকিয়ে দিয়ে সমন জারি করা যাবে। এই অবস্থায় সমন জারি করা হলে যে ব্যক্তি উক্ত গৃহ শনাক্ত করেছেন এবং যাদের উপস্থিতিতে সমন জারি করা হয়েছে তাদের নাম-ঠিকানা সম্ভব হলে তাদের স্বাক্ষরসহ মূল সামনের উল্টা পৃষ্ঠায় লিখে এফিডেভিট সম্বলিত বিবৃতি সহ কর্মচারী আদালতে ফেরত দিবেন এই পদ্ধতিকে বলা হয় সার্ভিস রিটার্ন।
দেওয়ানী কার্যবিধির 5 আদেশের 20 বিধি অনুযায়ী আদালত যদি যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করেন যে বিবাদী সমন এড়ানোর জন্য আত্মগোপন করেছেন অথবা অন্য কোনো কারণে সাধারণভাবে সমন জারি করা সম্ভব না হয় তাহলে আদালত বিবাদী যে গৃহে সর্বশেষ বসবাস করেছেন বা ব্যবসা করেছেন বা লাভজনক কোন কাজ করেছেন সেই গৃহের প্রকাশ্য স্থানে একটি কপি লটকাইয়া জারি করার আদেশ দিতে পারেন অথবা অন্য কোনো যুক্তিসংগত উপায়ে জারি করার আদেশ দিতে পারেন। এছাড়া আদালত বিবাদী যে গৃহে সর্বশেষ বসবাস করেছেন বা ব্যবসা করেছেন বা লাভজনক কোন কাজ করেছেন সেই স্থানে প্রচারিত দৈনিক কোন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমেও সমন জারি করার আদেশ দিতে পারেন।
দেওয়ানী কার্যবিধির 5 আদেশের 21 থেকে 30 বিধি অনুযায়ী আদালত বাংলাদেশের অভ্যন্তরে বিবাদীর বাসস্থানের আঞ্চলিক এখতিয়ার সম্পন্ন আদালতের নিকট কোন কর্মকর্তার মাধ্যমে অথবা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে সমন জারি করতে পারেন। প্রাপক আদালত সমন জারির কাজ সম্পন্ন করে কার্যক্রম সম্পর্কিত দলিলপত্র সমাধানকারী আদালতের নিকট ফেরত পাঠাবেন। বিবাদী কারাগারে আটক থাকলে সেই কারাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট আদালত ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে সমন জারির আদেশ দিতে পারেন। বিবাদী যদি বাংলাদেশের বাইরে বসবাস করে এবং বাংলাদেশে তার কোন ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি না থাকে তাহলে বিদেশের ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে সমন প্রেরণ করা যায়। এক্ষেত্রে বাদীর আবেদনে তার নিজ খরচে ফ্যাক্স অথবা ই-মেইল এর মাধ্যমে আদালত সমন জারির আদেশ দিতে পারেন। বিবাদী যদি সরকারি কর্মকর্তা হন বা রেল কর্মচারী হন বা স্থানীয় প্রতিষ্ঠান কর্মচারী হন তাহলে আদালত উক্ত ব্যক্তির অফিসের প্রধান কর্মকর্তার নিকট প্রেরণ আদেশ দিতে পারেন। বিবাদী যদি সামরিক বাহিনীতে কর্মরত হন তাহলে নকল সহ সংশ্লিষ্ট আদেশ প্রদানকরী কর্তৃপক্ষের নিকট প্রেরণ করবেন। সমন জারির জন্য কোন ব্যক্তির নিকট প্রেরন করা হলে উক্ত ব্যক্তি তা জারি করে সমন জারী কারক আদালতে ফেরত পাঠাতে বাধ্য থাকবেন।
দেওয়ানী কার্যবিধির 5 আদেশের নয় এবং 9 এবং 9A বিধি অনুযায়ী বাদীর আবেদনক্রমে আদালত বাদিকে সমন জারির দায়িত্ব প্রদান করতে পারেন। এক্ষেত্রে বাদি সুমনের কপি বিবাদীকে প্রদান করে মূল বিবাদীর স্বাক্ষর নিয়ে এফিডেভিট সহ তা আদালতে জমা দিবেন। এরূপ কাজ করতে বাদী ব্যর্থ হলে তার আবেদনে আদালত সমন পুনঃ ইস্যু করতে পারেন। বাদীর আবেদনে তার নিজ খরচে ফ্যাক্স অথবা ই-মেইল এর মাধ্যমে আদালত সমন জারির আদেশ দিতে পারেন।
Video সমন কাকে বলে? সমন জারির পদ্ধতি কি? কখন কার উপর সমন জারি করা যায়?