- Get link
- X
- Other Apps
নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা কাকে বলে? নিষেধাজ্ঞা কত প্রকার? নিষেধাজ্ঞার উদ্দেশ্য কি? স্হায়ী ও অস্হায়ী নিষেধাজ্ঞার পার্থক্য।
নিষেধাজ্ঞা মনজুরের প্রতিষ্ঠিত নীতি কি? অস্হায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার পার্থক্য। অস্হায়ী ও অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার বিধিনিষেধ কি কি? অস্হায়ী নিষেধাজ্ঞা মন্জুর বা না মনজুরের ক্ষেত্রে আদালত কি কি নীতি বিবেচনা করতে হয়?
অস্হায়ী নিষেধাজ্ঞার আদেশের বিরুদ্ধে প্রতিপক্ষের প্রতিকার কি? কি কি কারণে অস্হায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়? অস্হায়ী নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার জন্য দরখাস্তকারীকে কি কি দেখাতে হয়? আদেশমূলক ও নিষেধমূলক নিষেধাজ্ঞার পার্থক্য কি?
নিষেধাজ্ঞা বা ইনজংশন কাকে বলে?
নিষেধাজ্ঞা আদালতের একটি আদেশ। কোন ব্যক্তি বা পক্ষকে নির্দিষ্ট কোন কাজ থেকে বিরত থাকার জন্য আদালত যে নির্দেশ দেন তাকে নিষেধাজ্ঞা বলে। Lord Halsbury এর মতে, নিষেধাজ্ঞা হল বিচারবিভাগীয় একটি কার্যপদ্ধতি যার দ্বারা আদালত কর্তৃক কোন ব্যক্তি বা পক্ষকে কোন কাজ করা থেকে বিরত থাকতে বা করতে নির্দেশ দেওয়া হয়। নিষেধাজ্ঞা মূলত দুই প্রকার। ১। আদেশ মূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা ২। নিষেধমূলক নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞাকে আরো তিন ভাগে ভাগ করা যায়। যেমন স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা।
আদেশ মূলক নিষেধাজ্ঞা বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা Mandatory injunction কাকে বলে?
যে নিষেধাজ্ঞার মাধ্যমে বা আদেশের মাধ্যমে আদালত কোন পক্ষকে কোন কাজ করতে বাধ্য করেন তাকে আদেশ মূলক বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলে। এটি আদালতের একটি আদেশ। এই আদেশের মাধ্যমে আদালত বিবাদীকে কোন অবস্থার পরিসমাপ্তি না ঘটাতে কোন প্রত্যক্ষ কাজ করতে নির্দেশ প্রদান করেন।
নিষেধ মূলক নিষেধাজ্ঞা Prohibitory injunction কাকে বলে?
যে নিষেধাজ্ঞার মাধ্যমে বা আদেশের মাধ্যমে আদালত কোনো পক্ষকেই কোন কাজ না করতে বা বিরত থাকতে বাধ্য করেন তাকে নিষেধ মূলক নিষেধাজ্ঞা বলে। এটিও আদালতের একটি আদেশ। এই আদেশের মাধ্যমে আদালত বিবাদীকে কোন অবস্থার পরিসমাপ্তি না ঘটাতে নির্দেশ প্রদান করেন অর্থাৎ বিবাদীকে কোন অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে নিষেধ মূলক নিষেধাজ্ঞা বলে।
স্থায়ী নিষেধাজ্ঞা Perpetual injunction কাকে বলে?
মোকদ্দমা শুনানির পর মোকদ্দমার গুনাগুন বিচার করে ডিক্রি প্রদানের মাধ্যমে আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন, তাকে স্থায়ী নিষেধাজ্ঞা বলে। স্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত চিরস্থায়ীভাবে আদেশ প্রদান করেন।
অস্থায়ী নিষেধাজ্ঞা Temporary injunction কাকে বলে?
মোকদ্দমা চলাকালীন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলে। মোকদ্দমা চলমান অবস্থায় বিবাদী যেন মোকদ্দমার বিষয়বস্তুর কোন ক্ষতি বা রূপান্তর করতে না পারে সেজন্য আদালত সাময়িকভাবে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন এটি হলো অস্থায়ী নিষেধাজ্ঞা।
অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা Ad interim injunction কাকে বলে?
কোন মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোকদ্দমার বিষয়বস্তুর স্থিতাবস্থা বজায় রাখার জন্য আদালত যে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন তাকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বলে। বিলম্বের ফলে মোকদ্দমার মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা মঞ্জুর করে থাকেন।
নিষেধাজ্ঞার উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি?
যে কাজ যার করা উচিত তাকে সেই কাজ করতে বাধ্য করা এবং যে কাজ থেকে বিরত থাকা উচিত সেই কাজ থেকে বিরত রাখার মাধ্যমে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। নিষেধাজ্ঞার মাধ্যমে আদালত এই ন্যায় বিচার করে থাকেন। কোন ব্যক্তি বা কোন পক্ষকে আইনসঙ্গত কোন কাজ করতে বাধ্য করার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। কোন ব্যক্তি বা কোন পক্ষকে অন্যায়মূলক কোন কাজ করা থেকে বিরত রাখার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। পরস্পর পক্ষসমূহের মধ্যে তথা সমাজের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। মোকদ্দমার বিষয়বস্তু ধ্বংসের আশংকা থাকলে আদালত উক্ত বিষয়বস্তুর স্থিতিবস্থা বজায় রাখার জন্য নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। কোন অন্যায় সংগঠনের আশঙ্কা থাকলে নিরোধক প্রতিকার এর মাধ্যমে আদালত তা প্রতিহত করতে পারেন।আদালতের নিকট কোন প্রতারণা আশঙ্কা প্রতীয়মান হলেও বাদীর আবেদনক্রমে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। অপূরণীয় ক্ষতির আশঙ্কা থাকলে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুরের মাধ্যমে তা থেকে রক্ষা করতে পারেন।