Skip to main content

Video Article Preposition Phrase Clause

Right forms of verbs, Changing of Sentences and Narration for HSC examinee

 This video is filmed about right forms of verbs, changing of Sentences and narration 

ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ ৭/এ ধানমন্ডি ঢাকা থেকে প্রকাশিত ভিডিও।

32 Rules on Right forms of verbs 

Right forms of verbs এর উপর যে সমস্ত নিয়ম প্রযোজ্য সেগুলো নিচে দেওয়া হল।

Important rules of right forms of verbs are given below: 


Rule 1. Present Indefinite Tense এর subject যদি third person singular number হয় তাহলে verb এর শেষে s, es যোগ হবে। কিন্তু এইনিয়মটি শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এর প্রযোজ্য, অন্য কোন tense এর ক্ষেত্রে হবে না।
He eats rice.
He plays cricket.

Present Indefinite Tense এর subject যদি plural number হয় অর্থাৎ বহুবচন হয় তাহলে verb এর শেষে s/es যোগ হবে না।
They play football. এখানে সাবজেক্ট প্লুরাল তাই s/es যুক্ত হয় নি।


Rule 2. Present Indefinite Tense এর subject, third person singular number হলেও সেটি  যদি দেখা যায় এটি একটি negative sentence, তাহলে does not ব্যবহার করতে হবে। তখন verb এর শেষে s/es যোগ করার কোন প্রয়োজন নেই।
Rashid does not go to school.
Laila does not eat rice.

Rule 3. Past tense or future tense হলে verb এর শেষে s/es যোগ করতে হবে না। তখন সেই tense এর structure অনুযায়ী verb বসাতে হবে।
They went to school.
I will go to school.


Rule 4. Modal Auxiliary verb (যেমন: can, could, may, might, shall, should, will, would, ought to, need, dare, have to, must etc.) এই সমস্ত মডেল অক্সিলারি ভার্ব verb এরপর present form বসাতে হয় এবং verb এর কোনো রূপ পরিবর্তন বা কোন কিছু যুক্ত হয় না।
She can do the work.
I shall go to the college.
They must come home.
We should work hard.


Rule 5. যদি এমন কোন বাক্য থাকে যে বাক্যটি universal truth বা চিরন্তন সত্য বুঝানো হয়, অথবা habitual fact বা অভ্যাসগত কাজ বুঝানো হয়, তাহলে present indefinite tense দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে।
The sun rises in the east.
Ice floats on water.


Rule 6. যদি দেখা যায় প্রদত্ত Sentence টি passive voice এ দেওয়া আছে এবং modal auxiliary verb - can, could, may, might, shall, should, will, would, ought to, need, dare, have to, must etc. ইত্যাদি দেওয়া আছে তাহলে এর পরে be + past participle form of verb এই স্ট্রাকচার টি প্রযোজ্য হবে।
This work can be done by you.
All the fruits could be bought.


Rule 7. কিছু কিছু ভার্বাল phrase আছে যেমন Had, rather, let, would better, had better, need not, do not, does not, did not, did never, ইত্যাদি, তাহলে ঈদের পর present form of verb বসে।
I let them use my car.
You had better go to the market.


Rule 8. যদি প্রদত্ত বাক্যে have/has  থাকে তাহলে তখন সেন্টেন্সটিকে present perfect tense এ নিতে হবে। এবং মূল verb-এর পাস্ট পার্টিসিপল ফর্ম এ পরিবর্তিত করতে হবে।
She has done the work.
I have eaten rice.


Rule 9. যদি দেখা যায় যে, Sentence এ yet, just, just now, recently, already, lately, ever ইত্যাদি adverb রয়েছে তাহলে present perfect tense হবে।
He has taken his breakfast just now.

You have already come home.


Rule 10. Sentence এ যদি yesterday, ago, long ago, last year, last week, last month, that day, day before, ইত্যাদি থাকে তাহলে সেন্টেন্সটিকে past indefinite tense এ নিতে হবে।
She came home
They went to Cox’s Bazar last month.

Rule 11. মনে রাখতে হবে To এর পরে সবসময় verb এর present form বসে। কারণ এটি তখন ইনফিনিটিভ verb হিসাবে কাজ করবে।
You need to do the work in time.
They went to the market to buy a shirt.


Rule 12. যদি Since বা for এর পর সময়ের উল্লেখ থাকে, তাহলে সেই sentence-কে present perfect continuous tense এ নিতে হবে।
She has been doing the work since the morning.
It has been raining for three hours.


Rule 13. যদি দুটি সেন্টেন্স if দ্বারা যুক্ত থাকে, এবং if clause টি যদি present indefinite tense এ দেয়া থাকে, তাহলে পরের clause টি future indefinite tense এমনতে হবে।
If she comes, I’ll go.
If you work hard, you’ll shine in life.


Rule 14. যদি সেন্টেন্সে With a view to/look forward to থাকে তাহলে এদের পর verb এর সাথে ing যোগ হবে।
I’m looking forward to getting a visa.
I went shopping with a view to buying a computer.


Rule 15. By একটি প্রিপজিশন এবং এর পর verb এর সাথে ing যোগ হবে।
She expressed her intense feelings by crying.
By digging the land, he planted trees.


Rule 16. এছাড়াও অন্যান্য প্রিপজিশন যেমন For, of, in, without, with, before, after ইত্যাদি preposition থাকলে এদের পর verb এর সাথে ing যোগ হয়।
I’ve never been tired of running.
She can’t go without waiting for her friend.


Rule 17. যদি সেন্টেন্সে Mind, would you mind, past, worth, could not help, cannot help ইত্যাদি থাকে তাহলে এদের পর verb এর সাথে ing যোগ হয়।
Would you mind giving me some money?
The students cannot help doing the assignment.


Rule 18. যদি Sentence এর শুরুতে would that থাকে তাহলে subject এর পর could বসাতে হবে এবং এরপর verb এর present form দিতে হবে।
Would that I could be a writer Rabindranath Tagore.
Would that I could buy a new car.


Rule 19. যদি সেন্টেন্সে To be/having/got থাকে, তাহলে এদের পর verb এর past participle form দিতে হবে।
The work is to be completed immediately.
The thief ran away having seen the police.

Rule 20. যদি সেন্টেন্সে (be) থাকে তাহলে সেন্টেন্স এর সাবজেক্ট কোন person, number এবং সেন্টেন্স টি কোন tense তা লক্ষ্য করতে হবে এবং সে অনুযায়ী am/is/are/was/were/been বসাতে হবে।
It (be) five years ago.
It was two years ago.
Allah (be) everywhere.
Allah is everywhere.

Rule 21. বর্তমান কালে চলছে বা বর্তমানকালে চলমান আছে এরকম বোঝালে present continuous tense বসাতে হবে। এসব ক্ষেত্রে সাধারণত at present/now/at the moment ইত্যাদি adverb ব্যবহৃত হয় থাকতে পারে আবার না-ও থাকতে পারে।
He is watching the movie now.
They are playing football.

Rule 22. যদি এমন স্ট্রাকচার থাকে যেমন If + Present Indefinite + Future Indefinite অর্থাৎ if যুক্ত clause টি present indefinite tense দেয়া থাকলে পরের clause টি  future indefinite tense নিতে হবে।
If you come, I’ll go.
If you drink milk, you will be healthy.


Rule 23. যদি সেন্টেন্স এ had বা if যুক্ত clause থাকে এবং তা past indefinite tense দেয়া থাকে, তাহলে পরের clause টি তে subject এর পর would/could/might বসাতে হবে এবং verb এর present form এ নিতে হবে।
If she came, I would go to the market.
If I were rich, I would help the poor.
যদি had/if যুক্ত clause টি past perfect tense এ দেয়া থাকে তাহলে এর পরের clause টি তে subject এর পর would have/could have/might have বসাতে হবে এবং verb এর past participle form দিতে হবে।
If she had come, I would have gone to the market.
If you had walked fast, you could have reached the station in time.


Rule 24. যদি সেন্টেন্স এ Wish/fancy/it is time/it is high time ইত্যাদি থাকে, তাহলে verb এর past tense দিতে হবে।
I wish I won GPA 5.
It is high time you changed your bad habits.

Rule 25. যদি সেন্টেন্স এ As if বা as though থাকে তাহলে ঈদের পর were বসে।
He speaks as if he were the leader.
She acts as though she were a heroine.


Rule 26. যদি সেন্টেন্সে এ Each, every, everyone, any, anyone, many a, everybody, everything, anybody, nobody, no one, nothing, anything, someone, something, one of, either, neither ইত্যাদি সাবজেক্ট থাকে তাহলে verb এর singular number বসাতে হবে।
Each of the students was present.
One of the students was very lazy.
Neither of the two brothers was present in the class.


Rule 27. যদি সেন্টেন্সে While এর পর verb থাকে তাহলে সেই verb সাথে ing যোগ করতে হবে। কিন্তু while এর পর যদি subject থাকে তখন sentence টি কে past continuous tense এ নিতে হবে।

While walking through the jungle, I saw a monkey.
While it was raining, I was watching a movie.


Rule 28. অনেক সময় একই স্থান, দৈর্ঘ্য বা পরিমাপ দেওয়া থাকলে তখন subject দেখতে অনেকটা plural মনে হলেও আসলে verb টি singular form এ নিতে হবে।
Twenty miles is a long way.
Two hundred miles is a long distance for this boy.


Rule 29. যদি Main clause এর verb টি past tense এ থাকে ও পরের অংশে next day, next week, next month, next year ইত্যাদি উল্লেখ থাকে, তখন subject এর পরে should/would বসাতে হবে।
He told that he would go home the next day.
She said that she would buy a car the next week.


Rule 30. If time is mentioned after before or since অর্থাৎ আফটার বা বিফোর এর পরে যদি সময় উল্লেখ থাকে, তখন সেন্টেন্সে এ After এর পর এবং before এর আগে যে clause টি থাকে তা past perfect tense হবে এবং অন্য clause টি past indefinite tense এ হবে।
The train had left the station before I reached.
The doctor came after the patient had died.


Rule 31. প্রদত্ত সেন্টেন্স দি যদি Passive voice এ দেয়া থাকে তখন tense ও person অনুযায়ী auxiliary verb ও verb এর past participle form বসাতে হবে।
English is spoken all over the world.
We are taught English by our teacher.


Rule 32. কিছু কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো ছাড়া Principle clause এর verb যদি past tense এ হয় তাহলে subordinate clause এর verb ও past tense এই নিতে হবে এবং একটি present tense হলে অন্যটিও present tense হবে।
She was so ill that she would not go to the college.
I understood that she would not come.


Video Right forms of verbs, Changing of Sentences and Narration for HSC examinee

Popular posts from this blog

সাক্ষ্য আইন (সংশোধন), ২০২২ Evidence Act (Amendment) 2022

সাক্ষ্য আইন (সংশোধন), ২০২২ ডিজিটাল রেকর্ড বা ইলেক্ট্রনিক রেকর্ড কি? ডিজিটাল রেকর্ড বা ইলেক্ট্রনিক রেকর্ডের প্রমাণ: ডিজিটাল স্বাক্ষর সনদ কি? প্রত্যয়নকারী কর্তৃপক্ষ কি? ধারা ৪৫: বিশেষজ্ঞদের মতামত ধারা ৪৫ক: শারীরিক বা ফরেনসিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত ধারা ৪৭ক: ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত যেখানে প্রাসঙ্গিক। ধারা-৬৫ক: ডিজিটাল রেকর্ড সম্পর্কিত প্রমাণের জন্য বিশেষ বিধান ধারা-৬৫খ: ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা ধারা-৬৭ক: ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ ধারা-৭৩ক: শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য হিসাবে অনুমান ধারা-৭৩খ:- অন্যদের সাথে শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য তুলনা, স্বীকৃত বা প্রমাণিত ধারা-৮১ক। ডিজিটাল আকারে গেজেট হিসাবে অনুমান ধারা-৮৫ক: ডিজিটাল আকারে চুক্তির অনুমান। ধারা-৮৫খ: ডিজিটাল রেকর্ড এবং ডিজিটাল স্বাক্ষরের অনুমান ধারা ৮৭গ: ডিজিটাল স্বাক্ষর সনদ সম্পর্কে অনুমান ধারা-৮৮ক: ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে অনুমান ধারা-৮৯ক: শারীরিক বা ফরেনসিক সাক্ষ্য হিসাবে অনুমান। ধারা-৯০ক: পাঁচ বছরের পুরনো ডিজিটাল রেকর্ডের অনুমান। ধারা-১৪৬: জেরায় আইনসঙ্গত প্রশ্ন। সাক্ষ্য আইন (সংশোধন), ২০

Write a paragraph on Pahela Baishakh পহেলা বৈশাখ

Write a paragraph on Pahela Baishakh (পহেলা বৈশাখ) Pahela Baishakh Pahela Baishakh is the part of our culture. It is the first day in Bangla calendar. This day is celebrated throughout the country. The main programme of this day is held in Ramna Botamul. Different socio-cultural organizations celebrate this day with due solemnity. People of all sorts of ages and lives attend this function. Colourful processions are brought out. Watery rice and hilsha fish are served during this function. Women and children put on traditional dresses. The whole country wears a festive look. Different cultural programmes are arranged where singers sing traditional bangla songs. Discussion meetings are held. Radio and television put on special programmes. Newspapers and dailies publish supplementary. Fairs are held here and there on this occasion. Shopkeepers and traders arrange ‘halk hata’ and sweet-meats are distributed. In villages, people go to others’ houses and exchange greetings. Thus Pahela Baisha

Most Important Preposition List of Appropriate Prepositions A to Z

The Most Important Prepositions List of Appropriate Prepositions A to Z Appropriate Prepositions starting with the letter "A" The Most Important Appropriate Prepositions starting with A Abide by (মেনে চলা): I shall abide by the rules of this country. Abound in / Abound with ( প্রচুর) : Tigers abound in the African forests. This jungle abounds with (Or, in) tigers. Absent from (a place) (অনুপস্থিত থাকা): He was absent from the parents meeting called by the principal. Absorbed in (মগ্ন): He is absorbed in writing his biography. Abstain from (বিরত থাকা): I shall abstain from doing any wrong with others. Abide with (সঙ্গে থাকা): He abides with his parents in the USA. Abide in (বাস করা): I abide in Narayangonj. Abound with (পূর্ণ থাকা): The Padma abounds with hilsa, a very tasty fish. Abhorance of (ঘৃণা): A sinner has no abhorance of sin. Abhorent to (ঘৃণা): Smoking is abhorent to me. Access to (প্রবেশাধিকার): I have free access to the manager of this company. Accompanied by a