- Get link
- X
- Other Apps
নিঃস্ব ব্যাক্তি বা Pauper কে?
নিঃস্ব ব্যাক্তির মোকদ্দমা দায়েরের পদ্ধতি কি?
নিঃস্ব ব্যাক্তির আপীল আবেদনের পদ্ধতি কি?
নিঃস্ব ব্যাক্তির আবেদন কখন অগ্রায্য হয়?
কিভাবে একজন নিঃস্ব ব্যাক্তি নিঃস্ববিহীন ব্যাক্তি ঘোষিত হয়।
আইনের ক্ষেত্রে নিঃস্ব ব্যক্তির সংজ্ঞা ভিন্ন রকম দেওয়া হয়েছে এবং সরকার এই নিঃস্ব ব্যক্তিকে আইনগত কি কি সহায়তা করে থাকে সেই বিষয়ে ভিডিওতে আলাপ করা হয়েছে।
নিঃস্ব ব্যক্তি কে?
যার পরিধেয় বস্ত্র ছাড়া এবং মামলার বিষয়বস্তু ছাড়া তার নিকট 5000 টাকার সম্পত্তি নেই, তাকে আইনের দৃষ্টিতে নিঃস্ব ব্যক্তি বলা হয়। যদি হুবহু আইনের সংজ্ঞা তুলে ধরি তাহলে নিঃস্ব ব্যক্তির (Pauper) সংজ্ঞা নিম্নবর্ণিত হবে।
The Code of Civil Procedure, 1908 এর ৩৩ অর্ডারের ১ বিধির ব্যাখ্যায় নিঃস্ব ব্যক্তি সংজ্ঞা প্রদত্ত হয়েছে। সেখানে বলা হয়েছে, নিঃস্ব ব্যক্তি হলাে সেই ব্যক্তি যার মামলা চালানোর জন্য পর্যাপ্ত সম্পদ বা আর্থিক সামর্থ্য নেই, বা পরিধেয় বস্ত্র এবং নালিশকৃত সম্পত্তি ব্যতীত ৫,০০০ টাকার বেশি মূল্যের সম্পদের তিনি অধিকারী নন।
নিঃস্ব ব্যক্তি হিসেবে মামলা করার আগে উক্ত ব্যক্তিকে আদালত থেকে মামলা করার জন্য একটি অনুমতি নিতে হয় অর্থাৎ নিঃস্ব ব্যক্তি হিসেবে মামলা চালানোর জন্য আবেদন করতে হয়। উক্ত আবেদনপত্রে নিঃস্ব হিসেবে কিছু তথ্য বর্ণনা করতে হয় এবং সরল বিশ্বাসে তার প্রকৃত অবস্থা আবেদনে বর্ণনা করতে হয়। নিঃস্ব ব্যক্তি এ আবেদন প্রাপ্তির পর আদালত ইচ্ছা করলে কমিশন পাঠিয়ে তথ্য যাচাই করতে পারেন।
নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা দায়ের সংক্রান্ত বিধানসমূহ:
নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা দায়ের সংক্রান্ত বিধানসমূহ কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর অর্ডার 33 এ বর্ণনা করা হয়েছে।
আবেদন যেভাবে করা হয়
কোড অফ সিভিল প্রসেদুরে 1908 এর 33 অর্ডারের বিধি দুইয়ের বিধান অনুযায়ী, দাখিল আরজির সাথে একটি সংযুক্ত দরখাস্তে উক্ত ব্যক্তির কি কি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি আছে তা তালিকা দিতে হয়। তৎসঙ্গে উত্তর এবং অস্থাবর সম্পত্তি সম্ভাব্য মূল্যের বিবরণ বর্ণনা করতে হয়। নিঃস্ব ব্যক্তি কর্তৃক সত্যপাঠ সহকারে স্বাক্ষর করতে হয়। নিঃস্ব ব্যক্তির যদি কোন প্রতিনিধি না থাকে বা তিনি কোনভাবে আদালতে হাজির হওয়া থেকে যদি অব্যাহতি না পেয়ে থাকেন তাহলে ব্যক্তিগতভবে হাজির থেকে আবেদনটি আদালতে দাখিল করতে হবে। তখন আদালত ইচ্ছে করলে নিঃস্ব ব্যক্তি বা তার প্রতিনিধিকে কমিশন এর মাধ্যমে পরীক্ষা করতে পারেন এবং পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন।
Video নিঃস্ব ব্যাক্তি বা Pauper কে? নিঃস্ব ব্যাক্তির মোকদ্দমা দায়েরের পদ্ধতি কি?