- Get link
- X
- Other Apps
Learn Spoken English Conversation in বাংলা
স্পোকেন ইংলিশ শিখুন বাংলায় Episode 3.
This video is filmed about English Conversation in বাংলা for fluency in English and English Conversation, Spoken English.
আজ হোক বা 100 বছর পূর্বে হোক ইংরেজি ছাড়া কি কোনদিন আমরা চলতে পেরেছি? ইংরেজি জানব না অথচ নিজেদেরকে আধুনিক শিক্ষায় আধুনিক ভাবে গড়ে তুলব তা কিভাবে সম্ভব হবে? যে দেশের ভাষা আমি জানিনা সে দেশের ভাষা জানার জন্য তো ইংরেজি মাধ্যম লাগবে কারণ পৃথিবীর সব দেশের ভাষা তো একজন মানুষ জানা সম্ভব নয়। এজন্য দ্বিতীয় একটি ভাষার মাধ্যমে অন্য দেশের ভাষা অনুবাদ করে বুঝা যায় কি বলা হয়েছে। এজন্য ইংরেজির গুরুত্ব বেশি। ইংরেজি জানলে শুধু যে ইংরেজদের বা ব্রিটিশদের বই সংস্কৃতি সংবাদ এগুলো জানবো তা কিন্তু না, ইংরেজি জানলে অন্য যেকোনো দেশের সংস্কৃতি, শিক্ষা, সভ্যতা, কৃষ্টি, ব্যবসা-বাণিজ্য জানতে পারবো। চাকরি ক্ষেত্র হোক অথবা পড়াশোনা হোক, সব ক্ষেত্রেই ইংরেজিতে যোগাযোগ এখন প্রথম চাহিদা হয়ে দাঁড়িয়েছে। আপনার অন্য অনেক বিষয়েই অভিজ্ঞতা থাকতে পারে, কিন্তু ইংরেজি না জানার কারণে সেই অভিজ্ঞতা অনেক ক্ষেত্রে ম্লান হয়ে যেতে পারে।
ভালো চাকরির কথা চিন্তা করছেন কিংবা ভালো সেলারির কথা চিন্তা করছেন, তাহলে কিন্তু আপনার ইংরেজী জানাটা প্রাধন্য দিতে হবে। কারণ অন্যান্য যোগ্যতার পাশাপাশি এই যোগ্যতা যদি থাকে তাহলে অন্যদের বিড করে আপনি উপরে যেতে পারবেন। কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে অন্যান্য কোম্পানিতে একটু খোঁজ নিয়ে দেখুন, যারা খুব উচ্চ পদস্থ অফিসার তারা কিন্তু ইংরেজিতে খুবই ভালো হয়ে থাকে অর্থাৎ ইংরেজি ভালো জানা লোকদের মধ্য থেকে উচ্চপদস্থ কর্মকর্তাদের বাছাই করা হয়। এজন্য বিভিন্ন মাল্টিন্যাশনাল সংস্থা তে ভালো চাকরি এবং ভালো সম্মান ও বেতন ভাতা পেতে হলে ভালো স্পোকেন ইংলিশ স্কিল এর কোন বিকল্প নেই। এখন নতুন নতুন স্কিল ডেভেলপ করার সময় এসেছে তাই নিজেকে আগে থেকে প্রস্তুত করে রাখুন।
ভাবছেন কীভাবে ইংরেজিতে কনফিডেন্টলি কথা বলবেন? না আর ভাবাভাবির সময় নেই, নীচের সহজ উপায় গুলি অনুসরণ করুনঃ
1. ভয়ভীতি কাটিয়ে ইংরেজিতে কথা বলা শুরু করুনঃ
এটা খুব স্বাভাবিক ব্যাপার যে যখন আপনি ইংরেজীতে কথা বলতে চান বা চেষ্টা করেন তখন আপনার মনে একটি দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে আমার বোধ হয় ভুল হয়ে যাচ্ছে সেজন্য আপনি মাঝপথে আটকে যান এবং কথা বন্ধ করে দেন এবং আপনার মাতৃভাষায় বলা শুরু করে দেন এমনটি হলে আপনি আজ থেকেই নিজেকে পরিবর্তন করুন। মনে রাখবেন ভুল ছাড়া কেউ শুদ্ধ আজও পর্যন্ত করতে পারে নাই। প্রথমে আপনার ভুল দিয়েই শুরু হবে তারপর আপনি আস্তে আস্তে শুদ্ধ করে বলতে পারবেন। কে ঠাট্টা করলো বা কি বললো, সেসব মাথায় একদমই আনবেন না। আজই ইংরেজি বলা শুরু করুন। যখন আপনি বলা শুরু করবেন। একটি সময়ে খেয়াল করবেন যে ভুল কি শুদ্ধ সেটা আপনি না ভেবেই আপনি শুধু তাই বলে যাচ্ছে কারণ বলতে বলতে আপনার শুদ্ধ ইংরেজি চলে আসবে কিন্তু যদি ভুলের দিকে তাকিয়ে থাকেন, তাহলে আর শুদ্ধ আসবে না, ভুল এর মধ্যেই থাকতে হবে। তাই সঙ্কোচ কাটিয়ে আজি বলা শুরু করুন ইংরেজি। এবং মনে রাখবেন ইংরেজি বলার জন্য আপনার আত্মবিশ্বাস প্রয়োজন এবং ইংরেজি বলতে যেয়ে ভুলভ্রান্তির দিকে না তাকিয়ে বলতে থাকুন, শুদ্ধ এক সময় হয়ে যাবে।
এরপর আপনি এই ভয় কাটাতে কিছু এমন বন্ধু খুঁজে বের করুন, যারা আপনার মত একজন ইংরেজি বন্ধু খুঁজছেন এবং আপনার মত যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন কিভাবে ইংরেজিতে ভালো হওয়া যায়। এধরনের একজন বন্ধুকে খুঁজে তার সাথে ইংরেজিতে কথা বলা শুরু করুন, নিয়মিত বলা শুরু করুন এবং দুজনে এমন আলাপ-আলোচনা করুন প্রতিদিন, আলাপ-আলোচনা করুন যেকোন বিষয় নিয়ে, আলাপ আলোচনা করুন আত্মবিশ্বাস নিয়ে, তাহলে আপনাদের মধ্যে ভালো ইংরেজির পরিবেশ গড়ে উঠবে। এভাবে ৪/৫ জন মিলে একটা বলয় বা গ্রুপ তৈরি করুন যারা নিয়মিত আড্ডা দিবেন এবং এই আড্ডাটি হবে ইংরেজী মাধ্যমে আড্ডা কারণ সচরাচর আমরা প্রায়ই আড্ডা দিতে পছন্দ করি কিন্তু আড্ডাটি ফলপ্রসূ করতে হলে ইংরেজিতে প্র্যাকটিস করতে হলে, আড্ডাটির ভাষা ইংরেজিতে হলে ভালো হবে। দৈনন্দিন ইংরেজিতে বার্তালাপ করলে আপনি লক্ষ্য করবেন যে অতি দ্রুত আপনি ইংরেজিতে কথা বলা শিখে ফেলছেন।2. ইংরেজিতে চিন্তাভাবনা করতে শিখুনঃ
কথাটা অদ্ভুত মনে হলেও আমরা কিন্তু মাতৃভাষা বলার ক্ষেত্রে চিন্তা-ভাবনা করে তারপর আমরা প্রকাশ করি। ঠিক তেমনি ভাষাটা যদি ইংরেজি হয় বা ইংরেজিতে যদি আমরা কথা বলতে চাই তাহলে কিন্তু আমাদের প্রথমে চিন্তা ভাবনা টা মনের ভিতরে করতে হবে ইংরেজিতে, চিন্তাভাবনার মাধ্যমে আমরা যদি ইংরেজিতে করি তাহলে আমাদের প্রকাশটা ইংরেজিতে সাবলীল গতিতে এবং সুন্দর ভাবে প্রকাশিত হবে। আমরা তো কথা বলার আগেই কথাগুলা মাথার ভিতরে সাজাই ভাবি তারপরে এটা ব্যক্ত করি। সমস্ত ভাবনায় আমাদের ইংরেজি থাকলে আমাদের কথাবার্তার মধ্যে ও ইংরেজি চলে আসবে। তারমানে মস্তিষ্কে আমাদের ইংরেজি একটা বিষয় ঢুকিয়ে দিতে হবে এবং যেহেতু আমাদের মস্তিষ্ক থেকেই ভাবনার উৎপত্তি সেজন্য সেই ভাবনাটা যদি ইংরেজিতে ভাবি তাহলে সহজেই আমাদের কথা বলাটাও ইংরেজিতে হয়ে যাবে। তাছাড়া আমরা যখন কোন কথা বলি না মোনে মোনে কিছু ভাবি যা মানুষ প্রাইভেট ভেবে থাকে তখন নাহয় ভাবনাটা আমরা ইংরেজিতে করব। একটু এখনই ভেবে দেখুন আপনি একটি কাজ করবেন বলে ভাবছেন। আচ্ছা আপনি তো মনে মনে বলছেন আমি এটা করব। তাহলে মনে মনে ইংরেজিতে বলুন না- আই উইল ডু ইট। এভাবে মনের সমস্ত কথাগুলি ইংরেজিতে বলেন। যখনই আপনার মাতৃভাষায় কথাটি মনে মনে বাজবে, তখন আবার আপনি একটু সচেতন হয়ে যান না কেন। মনকে বলুন, না না মাতৃভাষায় না, আমি একটু ইংরেজিতে ভেবে দেখি। তারপরে এই ভাবনাটা যদি আপনি অভ্যাসে পরিণত করেন, তাহলে দেখবেন আপনার জন্য ইংরেজি ভাষা বলাটা এত সহজ হয়ে যাবে যে মনে হবে যেন মাতৃভাষা বলছেন।
3. ইংরেজি শব্দভান্ডার বাড়িয়ে তুলুনঃ
হ্যাঁ ইংলিশ ভোকাবুলারি বা ইংরেজি শব্দভান্ডার বাড়ানো ছাড়া কোনো গতি নেই। ব্যবসা করতে যেমন অর্থ লাগে কথা বলতে শব্দ লাগে। ব্যবসা করতে অর্থ, কথা বলতে শব্দ -এটা খুবই সত্য কথা। ইংরেজি বলতে যেয়ে যখন আপনি হা-হুতাশ করবেন, শব্দের জন্য হাহাকার করবেন, তখন শব্দগুলো যে কত প্রয়োজন আপনার জন্য, তখন আপনি হাড়ে হাড়ে টের পাবেন। সেজন্য প্রতিদিন কিছু কিছু শব্দ কালেক্ট করেন সংগ্রহ করেন শিখে নে মনে রাখেন। একদিনে বা রাতারাতি যেমন অর্থ সংগ্রহ করা যায় না তেমনি একদিনে বা রাতারাতি কখনো শব্দ সংগ্রহ করা সম্ভব নয়। আপনাকে ধনী হতে হলে তিলে তিলে অর্থ সঞ্চয় করে পরিশ্রম করে আপনাকে ধনী হতে হয়। আর যারা রাতারাতি বড়লোক হয়ে যান তাদের অর্থকড়িও কিন্তু রাতারাতি ফুরিয়ে যায় বা হারিয়ে যায়। ঠিক তেমনি আপনি যদি অর্থ প্রচুর পরিশ্রম করে একটি একটি করে সংগ্রহ করে রেখে দিতে পারেন তাহলে এই শব্দভাণর একসময় আপনাকে সমৃদ্ধ করে তুলবে আপনি বিশাল অর্থের না হোক, বিশাল শব্দের মালিক হয়ে যাবেন। যে শব্দ একবার আপনি কষ্ট করে অর্জন করবেন, তিলে তিলে গড়ে তুলবেন, আমি নিশ্চিত করে বলতে পারি- সারা জীবনেও আপনি এই শব্দগুলি ভুলবেন না অর্থাৎ আপনি শব্দহীন হয়ে যাবেন না। কি ধরনের শব্দ আপনি কালেক্ট করবেন সেটা কিন্তু নির্দিষ্ট কিছু বলা যাবে না। যখন যেখানে যেভাবে যে অবস্থায় যে শব্দ পাবেন, সেই শব্দই আপনার জন্য সংগ্রহে রাখার মত মূল্যবান হয়ে দাঁড়াবে। যেকোনো শব্দ যেটা আপনার অজানা, সেটাই আপনার জন্য মূল্যবান সম্পদ এবং এটাকে আগলে রাখবেন, সযত্নে রাখবেন তাহলে এটা আপনার জন্য রত্নের মত কাজ করবে।
4. ইংলিশ মিডিয়ার সাহায্য নিনঃ
হ্যাঁ, বর্তমান হচ্ছে মিডিয়ার যুগ। যেদিকে তাকাবেন যে কাজই করবেন, যেখানেই যাবেন, যেভাবেই ভাববেন, সর্বক্ষেত্রে কিন্তু আমরা মিডিয়ার অন্তর্গত হয়ে গেছি। বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমাদেরকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। আপনি এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যান। কোন কিছু ইংরেজিতে অনুবাদ এর জন্য মিডিয়ার সাহায্য নেন, ইংরেজি ম্যাগাজিন মিডিয়াতে পড়ুন, ইংরেজি সংবাদপত্র মিডিয়াতে পড়ুন, ইংরেজি খবর মিডিয়াতে শুনুন, ইংরেজি মুভি মিডিয়াতে দেখুন, ইংরেজি মিউজিক মিডিয়াতে শুনুন, ইংলিশ ড্রামা মিডিয়াতে দেখুন, ইংরেজি বলার অভ্যাস মিডিয়াতে তৈরি করুন। ইংরেজি মুভি দেখার সময় সাবটাইটেল ইংরেজি থাকে এমন সব মুভি দেখুন। সাবটাইটেল ইংরেজি আছে এমন মুভি দেখলে আপনি সহজেই ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করতে পারবেন। আর এমন সব ইংরেজি মুভি বা ইংরেজি ড্রামা বা ইংলিশ মিউজিক শুনুন যেটা আপনার পছন্দের। যদি গল্পটি ভালো না লাগে তাহলে সেটা না দেখাই বা না শোনাই ভালো। আগে গল্পটি পছন্দ করতে হবে তারপর ইংরেজি ভাষাতেই বুঝা সহজ হবে। যে মুভির স্টোরিটা আপনার কাছে একদম পছন্দ না বা আপনার কাছে বিরস মনে হচ্ছে সেই মুভির সাবটাইটেল দেখলেও আপনার কোন কাজে আসবে না। ইংলিশ প্রোনুন্সিয়েশন শুনলেই আপনার কাছে ওয়ার্ড স্ট্রেস সম্পর্কে আপনার ধারণা হবে। ইংরেজরা বা ইংলিশ স্পিকিং পিপল ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কথা বলে বিধায় আমাদের বুঝতে অসুবিধা হয়। তাই ইংলিশ মুভি দেখার সময় সাবটাইটেলে শব্দটার সাথে তাদের ভয়েসটা মিলিয়ে ওয়ার্ডস চেষ্টা লক্ষ্য করুন যে শব্দের কোন জায়গায় ওয়ার্ড চেষ্টা হয়েছে এবং সেভাবে আপনি ইংরেজি শব্দ তাকে প্রোনানসিয়েশন উচ্চারণ করার চেষ্টা করুন।
5. ইংলিশ লিসেনিং স্কিল এ নজর দিন:
যাদের মাতৃভাষা ইংরেজি না সেই সমস্ত ব্যক্তিদের ইংরেজি লিসেনিং এ দুর্বল হয়ে থাকেন। অর্থাৎ তারা যখন কোন ইংলিশ কনভারসেশন শুনেন এবং সেই ইংলিশ কনভারসেশন কোন নেটিভ ইংলিশে স্পিকারের মুখ থেকে আসে তখন তারা বুঝতে পারেন না আবার শুনতে সমস্যা হয়। তার মানে আমাদের শ্রবণশক্তি তাদের প্রোনানসিয়েশন এর সাথে পরিচিত নয়। এজন্য আপনার কান কে উচ্চারণের সাথে ম্যাচ করাতে হবে। কিভাবে কানকে উচ্চারণের সাথে ম্যাচ করাতে হয় এর জন্য কিন্তু কোন নিয়ম বা পদ্ধতি নেই। শুধুমাত্র প্রচুর শুনতে হবে, শুনতে শুনতে ইংরেজি বলাটা আপনার জন্য সহজ হয়ে যাবে এবং বুঝতে সহজ হবে। অর্থাৎ আপনার জন্য একটি ইংরেজী পৃথিবী গড়ে তুলতে হবে যে ইংরেজি পৃথিবীর মধ্যে আপনি ইংরেজিতে ভাববেন, ইংরেজিতে প্রকাশ করবেন, ইংরেজি বন্ধুর সাথে আড্ডা দেবেন, ইংরেজি মুভি দেখবেন, ইংরেজি ড্রামা দেখবেন, ইংরেজি প্রোনানসিয়েশন খেয়াল করবেন, ইংরেজি ওয়ার্ড স্ট্রেস খেয়াল করবেন, ইংরেজি প্রোনানসিয়েশন নিজে বলার চেষ্টা করবেন। এভাবে ক্রমাগতভাবে আপনি ইংরেজীতে দক্ষ হয়ে যাবেন। ইংরেজিতে কথা বলা বা স্পোকেন ইংলিশে ভালো হওয়ার জন্য একদিন দুইদিন বা তাড়াতাড়ি সম্ভব নয়। এই ইংলিশ দক্ষতা ধীরে ধীরে অর্জন করতে হয় এবং একবার ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারলে সারা জীবনের জন্য ইংরেজিতে দক্ষতা থেকে যাবে। আপনি ক্রমাগত ইংরেজির উপর স্বয়ংক্রিয়ভাবে দক্ষতা বৃদ্ধি করে চলবেন, কখনো ইংরেজিতে আপনি আর দুর্বল হবেন না।
ধন্যবাদ সবাইকে
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com