- Get link
- X
- Other Apps
This video is filmed about English Conversation in বাংলা
Spoken English in Bangla স্পোকেন ইংলিশ শিখুন বাংলায় Episode 4
ইংরেজি বলাটা অনর্গল করতে চাই
যখন আপনি একজন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট কে জিজ্ঞেস করবেন যে আপনার লক্ষ্য কি? এর উত্তরে তিনি নিশ্চয়ই বলবেন আমার ইংরেজি বলাটা অনর্গল করতে চাই। ইংরেজি যখন শিখতে যাবেন তখন আপনার কথা বলাটা যেন নেটিভ স্পিকারদের সাথে হয় সে বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। কিন্তু কিভাবে নেটিভ স্পিকারদের সাথে কথা বলাটা সবসময় সম্ভব হবে? যেমন ধরুন আমাদের বাংলাদেশে বসে আপনি নেটিভ স্পিকারদের সাথে কথা বলতে চাইলে ফিজিক্যালি তাদেরকে পাওয়া সম্ভব নাও হতে পারে। কিন্তু তাদেরকে তো ভার্চুয়ালি পাওয়া যেতে পারে। অর্থাৎ তাদের ইংলিশ কথা বার্তাগুলি যদি ভিডিওতে বা অডিও তে শুনি তাহলে অন্তত তাদের উচ্চারণ এবং ওয়ার্ড stress এবং তাদের বাচনভঙ্গি ইত্যাদি সহজেই বুঝতে পারবেন। এ কারণেই ইংরেজি শিক্ষার ক্ষেত্রে আমার ভিডিওগুলি নেটিভ স্পিকারদের মুখ থেকে বলা কথাগুলো আমরা চর্চা শুরু করি। বিভিন্ন সিচুয়েশনে এই কথাগুলো বলা হচ্ছে- যেমন ফ্যামিলি সম্পর্কে, ক্লাসরুম সম্পর্কে, হোটেল সম্পর্কে, রেস্টুরেন্ট সম্পর্কে, খাবার সম্পর্কে, খেলাধুলা সম্পর্কে ইত্যাদি। অনেক রকমের টপিকের উপর আলোচনা রয়েছে ভিডিও গুলিতে।
1. Speak, speak, speak
যদি প্রশ্ন করা হয় যে এমন কি কোন ওয়ে আছে যেটা অবলম্বন করলে ইংরেজীতে ভাল হওয়া যাবে।
হ্যা, একটা পদ্ধতি রয়েছে যেটা অবলম্বন করলে ইংরেজিতে কথা বলা যাবে। আর তা হলো অনর্গল ইংরেজিতে কথা বলার চর্চা করতে হবে। বন্ধু নির্বাচন করেন যে সমস্ত বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন। কিংবা আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার সহকর্মীদের মধ্য থেকে দু-একজনকে নির্বাচন করুন যাদের সাথে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই আপনাকে ইংরেজিতে কথা বলার চর্চা করতে হবে কিন্তু কথাটা বলবেন কার সাথে? যে ব্যক্তি টা আপনার সাথে কথা বলবে তাকে ইংরেজিতে কথা বলার জন্য আগ্রহ থাকতে হবে। এমন ব্যক্তিদের এই নির্বাচন করুন যারা ইংরেজিতে কথা বলতে আগ্রহী এবং আপনার সাথে সবসময় কথা বলবে, আপনিও ইংরেজিতে তাদের সাথে কথা বলবেন।
2. Reflect on your conversations
আপনি ইংরেজিতে যে কথাগুলো শুনে চিন্তায় একটু ভেবে দেখুন।
অর্থাৎ ইংরেজি কথা গুলার রিফ্লেকশন আনুন। কি নিয়ে ইংরেজি কথাটা বললেন, ইংরেজি কথাটা বলছি যে আপনার কাছে কি অস্বস্তি লেগেছে না ভালো লেগেছে, ইংরেজিতে যে কথাটি বললেন এর সাবজেক্ট টা বা বিষয়বস্তু কি আপনার কাছে আগ্রহ সৃষ্টি করেছে নাকি ভালো লাগে নি। যে ইংরেজি কথাটা শুনলেন সেটার প্রোনানসিয়েশন বা উচ্চারণ টা কেমন ছিল। উচ্চারণ টা কি আপনি আবার রিপিট বা পুনরায় বলতে থাকুন। কিভাবে মাইন্ড রিফ্লেকশন এরপরে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হন অর্থাৎ এরপরে যখন আপনি শুনবেন সেই ইংরেজি কথাগুলা পূর্বের কথা গুলার অভিজ্ঞতার আলোকে একটু শুদ্ধ করে, আগ্রহ সহকারে বা একটু ভালো করে বলার চেষ্টা করুন। পূর্বের ভুলগুলি আর পুনরাবৃত্তি হবে না এই চেষ্টাটা অব্যাহত রাখুন। তাহলে দেখবেন এই রিফ্লেকশন পদ্ধতিটি আপনার বাস্তব জীবনে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে অনেক কাজে লাগবে।
3. Listen and read
ইংরেজি শুনুন এবং ইংরেজি পড়ুন।
যেহেতু আপনার মূল লক্ষ্য হচ্ছে ইংরেজিতে কথা বলা কিন্তু আপনি যদি ইংরেজি শব্দ না জানেন তাহলে আপনি ইংরেজি বলতে যেয়ে বারবার হোঁচট খাবেন। ইংরেজি শব্দের জন্য আকুপাকু করবেন, আ-- আ-- করবেন। আর যদি ইংরেজি শব্দ বা ইংলিশ ভোকাবুলারি আপনার প্রচুর জানা থাকে, তাহলে আপনার ইংরেজি বলা অনর্গল হবে, শব্দের পর শব্দ সন্বিবেশিত হয়ে আপনার কথামালা সৃষ্টি করবে, ইংরেজি কথার ফুলঝুরি ঘটবে।
এখন কথা হচ্ছে আপনি ইংরেজি শব্দ কোথা থেকে শিখবেন। এ প্রশ্নের উত্তরে বলা যায়, ইংলিশ মেগাজিন, ইংলিশ নিউজপেপার, ইংলিশ মুভি, ইংলিশ নাটক, ইংলিশ শর্ট ফিলমস ইত্যাদি থেকে আপনি ইংলিশ ভোকাবুলারি সহজেই সংগ্রহ করতে পারেন। তাছাড়া বর্তমানে ইংলিশ মুভিতে সাবটাইটেল দেয়া থাকে সেই সাবটাইটেল থেকে আপনি ইংরেজি প্রোনানসিয়েশন শুদ্ধভাবে রপ্ত করতে পারেন।
4. Prepare cheat sheets
কি বলবেন নিজেকে আগে থেকেই তৈরি করে রাখুন।
আপনি কার সাথে কি কথা বলবেন সে বিষয়ে আপনি নিজেকে তৈরী করে রাখলে আপনার ইংরেজি বলার মধ্যে ভুল ভ্রান্তি কম হবে। ধরুন আপনি একজন ডাক্তারের কাছে যাবেন ডাক্তারকে বিস্তারিত রোগের বর্ণনা দিবেন কিন্তু যে রোগের লক্ষণ বা বর্ণনা করবেন সেই লক্ষণগুলি অবশ্যই ইংরেজি শব্দ কি হবে তা আগে থেকেই জেনে রাখুন। যেমন ধরুন ডাক্তারকে বলবেন পেট ব্যথা হয়েছে কিন্তু যদি আপনি পেট ব্যাথার ইংরেজি না জানেন তাহলে আপনি কিভাবে ইংরেজি বলবেন। তাহলে পেট ব্যাথার ইংরেজি টা জেনে নিন। এভাবে প্রত্যেকটি সিচুয়েশনের জন্য বিভিন্ন ধরনের শব্দের প্রয়োগ আপনি আগে থেকেই প্রস্তুত করে রাখুন তাহলে আপনার ইংরেজি বলার সহজ হবে, ইংরেজি শিখার পদ্ধতি টা সহজ হবে এবং ইংরেজী বলার সময় ভুলভন্তি কম হবে এবং আপনি ইংরেজি বলতে আগ্রহ ফিরে পাবেন।
5. Pick up the phone
ফোনে ইংরেজিতে কথা বলুন।
অধিকাংশ লোকের কাছে ফোন কনভাসেশন ইন ইংলিশ ছবি দুর্ভেদ্য হয়ে যায়। অর্থাৎ অধিকাংশ লোক সরাসরি কথা বলে ইংরেজি বুঝতে পারেন বা ইংরেজি কথার উত্তর দিতে পারেন ইংরেজিতে, কিন্তু এই কথাটা যদি ফোনে শোনেন তাহলে আপনি অনেক ক্ষেত্রে ফোনের কথাটি বুঝতে পারেন না। এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য আপনি ফোনে ইংরেজিতে কথা শুনুন এবং ফোনে ইংরেজিতে কথা বলুন। আপনি যার সাথে ফোনে কথা বলবেন তাকে আগে থেকেই টপিক সম্পর্কে ধারণা দিন এবং কিছু ইংরেজি প্রশ্ন সেট করে রাখুন, পরে ওই সমস্ত ইংরেজি প্রশ্ন আপনি ফোনের অপর প্রান্তের লোককে জানান এবং ফোনের অপরপ্রান্ত থেকে এই সমস্ত ইংরেজি প্রশ্নের উত্তর শুনে নিন। এভাবে আপনাদের দুজনের মধ্যে ইংরেজির দুর্বলতা দ্রুত কেটে যাবে।
6. Record your voice
আপনার নিজের কথাটি ভয়েস রেকর্ড করুন।
আপনার কথা আপনার শুনতে ভালো লাগবে না এটাই স্বাভাবিক। কিন্তু আপনার ইংরেজী কথাটা যদি আপনি শুনেন তাহলে আপনার জন্য যে সুবিধা হবে সেটা হচ্ছে ইংরেজি ভোকাবুলারি যেমন আপনি শিখতে পারবেন তেমনি আপনার ইংরেজি বলার সময় প্রোনানসিয়েশন এ কি কি ভুল হয়েছে তা আপনি নিজেই ধরতে পারবেন। এছাড়াও আপনি আপনার অগ্রগতি কতটুকু হয়েছে তা নিজের রেকর্ড শুনে বুঝতে পারবেন। আপনি ইংরেজি বলার সময় আপনার উচ্চারণ টা যেন ইংলিশ লেডিস শিকারদের মত হয় সেভাবে উচ্চারণটা করার চেষ্টা করুন এবং ওয়ার্ড স্ট্রেস ঠিক ভাবে প্রয়োগ করুন। এভাবে আপনি নিয়মিত চর্চা করলে অতি অল্প সময়ের মধ্যে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন।
7. Learn phrases rather than single words
সিঙ্গেল ওয়ার্ড শুধু না জেনে একাধিক ওয়ার্ড বা phrase শিখুন।
অধিকাংশ লোক ইংরেজি শিখতে যে শুধু ওয়ার্ড এর মিনিং জানতে চেষ্টা করে কিন্তু একাধিক ওয়ার্ড নিয়ে যে ফ্রিজ গঠিত হয় সেই ফ্রেজের যে আলাদা অর্থ থাকে এবং ইংলিশ কনভারসেশনে এই phrase যুক্ত হয়ে সেন্টেন্স গঠন করে, সে বিষয়ে অনেকের ধারণা একদমই থাকেনা। যেমন
“Hello, how are you today?”, এটার সাথে আরেকটু বাড়িয়ে বলতে পারেন, “What’s up, man?” অথবা “Hey dude!” অথবা “How ya going, mate?” তবে খেয়াল রাখতে হবে সব এক্সপ্রেশন সব জায়গায় ব্যবহার করা যাবে না। ফর্মাল এক্সপ্রেশন এবং ইনফর্মাল এক্সপ্রেশন ক্ষেত্রবিশেষে ব্যবহার করতে হবে।
8. Have fun
মজা করে কথা বলুন।
আপনার ইংরেজি বলতে যেয়ে যদি মজা না পান বা মজার বিষয় না হয় বা আনন্দদায়ক কোন টপিক আপনি নির্বাচন না করেন তাহলে কথা বলাটা সাদামাটা হয়ে যাবে এবং নিরাশ হয়ে যাবেন এবং আপনি মজা পাবেন না কথা বলতে। আপনি মজা করে নিজে নিজেই কথা বলুন, ইংরেজিতে গান গান, ইংলিশ ডায়লগ দিয়ে অভিনয় করুন, ইংরেজি গল্পটা আবার নিজে নিজে অভিনয় করে দেখুন, হাস্যরসাত্মক কোন কাহিনী নিয়ে অথবা সংলাপ নিয়ে নিজে নিজে চর্চা করুন। তাহলে দেখবেন ইংরেজি শিখাটা প্রাণবন্ত হবে এবং বোরড ফিল করবেন না।
ধন্যবাদ।
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com