- Get link
- X
- Other Apps
রিসিভার কে?
কখন কিভাবে ও কাকে আদালত রিসিভার নিয়োগ করে থাকেন?
কিভাবে রিসিভার নিয়োগ বাতিল করা হয়?
কেন রিসিভারের নিকট থেকে সম্পত্তি মুক্ত করা হয়?
রিসিভারের ক্ষমতা দায়িত্ব ও কর্তব্য কি?
রিসিভার নিয়োগের আদেশ কি আপিলযোগ্য?
রিসিভার নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করা হলে করনীয়।
ভিডিও শর্ট নোটস্ অন ল।
Video Short Notes on Law.
আদালতের একজন কর্মকর্তা যিনি সম্পত্তির দখল বা হেফাজত এবং সম্পত্তি পরিচালনার অধিকার প্রাপ্ত হন তাকে রিসিভার বলে। দেওয়ানী কার্যবিধির অধীনে ২ ধারা এবং ১৭ ক্লোজের অর্থ অনুযায়ী তিনি এই ক্ষমতা প্রাপ্ত হন।
যে সমস্ত আইন-কানুন রিসিভ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা নিম্নে আলোচনা করা হলো-
রিসিভার নিয়োগ সংক্রান্ত আইন
মামলা চলাকালীন কিংবা আদালতের মাধ্যমে ডিক্রী প্রদানের পরে বাদীর আবেদনক্রমে আদালত তার দিস্ক্রেশনারি বা অন্তর্নিহিত ক্ষমতাবলে এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪৪ ধারার আলোকে নালিশী সম্পত্তি দেখভাল হেফাজত ও রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করতে পারেন তিনি রিসিভার বলে গণ্য হবেন।
দেওয়ানী কার্যবিধির ৪৪ ধারায় এ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে যে, রিসিভার কে নিয়োগ করতে পারেন, রিসিভারের অধিকার, ক্ষমতা, কর্তব্য, দায়-দায়িত্ব যা ১৯০৮ সালের দেওয়ানী কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।
যদি আদালতের নিকট সংগত এবং সুবিধাজনক মনে হয় তাহলে দেওয়ানী কার্যবিধির ৪০ নম্বর আদেশের ১ নম্বর বিধির উপ-বিধি মোতাবেক নিম্নলিখিত ব্যবস্থা তিনি গ্রহণ করতে পারবেন।
ডিক্রীর পূর্বে বা পরে কোন সম্পত্তির রিসিভার হিসাবে নিয়োগ প্রাপ্ত হবেন।
তিনি ইচ্ছা করলে যুক্তিসঙ্গত কারণে সম্পত্তির দখল বা জিম্মাদারী হতে কোন ব্যক্তিকে অপসারণ করতে পারবেন।
উক্ত সম্পত্তি রিসিভারের দখলে নিতে পারবেন, জিম্মাদার হতে পারবেন কিংবা ব্যবস্থাপনা অর্পণ করতে পারবেন; এবং
যদি প্রয়োজন মনে হয় তাহলে তিনি বিরোধী সম্পত্তি প্রসঙ্গে মামলা দায়ের করতে পারবেন, আত্মপক্ষ সমর্থন করতে পারবেন, এর সংরক্ষণ ও উন্নয়ন, খাজনা ও মুনাফা এবং এ বাবদ প্রাপ্ত অর্থ আইন অনুযায়ী ব্যয় ও বিলি-বন্টনের ব্যবস্থা করতে পারবেন। সম্পত্তির মালিক যে ক্ষমতা প্রয়োগ করতে পারেন কিংবা আদালত যেরুপ উপযুক্ত মনে করেন সেরুপ ক্ষমতা রিসিভার উপর অর্পণ করতে পারেন।
যদি কোন ব্যক্তিকে সম্পত্তির দখল ও জিম্মাদারী হতে অপসারণের বিষয় প্রাধান্য লাভ করে তখন মামলায় কোন একটি পক্ষের অধিকার না থাকলে সে ক্ষেত্রে আদালত অনুরুপ ব্যক্তিকে অপসারণের ক্ষমতা প্রধান করবেন না।
যদিও রিসিভার নিয়োগ আদালতের বিবেচনামূলক ক্ষমতার উপর নির্ভরশীল তবুও এই ক্ষমতা আইন সঙ্গতভাবে এবং যুক্তিযুক্ত সহকারে, সুবিবেচনার মাধ্যমিক প্রয়োগ করতে হবে। সাধারণত যে কারণে রিসিভার নিয়োগ করা হয় তা হচ্ছে, পক্ষসমূহের অধিকার সংরক্ষণ অথবা সম্পত্তির কোন অবশ্যম্ভাবী ক্ষতির হাত হতে মামলার বিষয়বস্তুকে রক্ষা করা। কাজেই এই বিবেচনার উপর ভিত্তি করে বলা যায়, একজন রিসিভার আদলতের কর্মকর্তা হলেও, তিনি কখনো পক্ষসমূহের প্রতিনিধিত্ব করবেন না অথবা স্বত্ব নিয়োগী হিসেবে আচরণ করবেন না। তাছাড়া তিনি যে আদালত কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েছেন, সে আদালতের অনুমতি ছাড়া তিনি মামলা দায়ের করতে পারবেন না বা অন্য কোন পক্ষ বা ব্যক্তি আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবেনা। তদুপরি রিসিভারের তত্ত্বাবধানে ঢাকা কোন সম্পত্তি যদি নিলামে বিক্রি করা হয়, তাহলে তিনি উক্ত সম্পত্তির নিলাম খরিদে অংশগ্রহণ করতে পারবেন না বা ক্রয় করতে পারবেন না।
একজন রিসিভারের কর্তব্য
দেওয়ানী কার্যবিধির ৪০ আদেশের ৩ বিধিতে একজন রিসিভারের কর্তব্য সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এ বিধি অনুসারে যে সমস্ত কর্তব্য একজন রিসিভারের উপর বর্তায় তা নিম্নরূপ।
একজন রিসিভার যে সম্পত্তির জন্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন তিনি সে সম্পত্তি বাবদ প্রাপ্ত আয়ের যথাযথ হিসাব দান করবেন। এজন্য আদালত কর্তৃক নির্ধারিত ফরমে যথাযথভাবে হিসাব দাখিল করতে হবে। তিনি যদি জামানত দেওয়ার জন্য আদেশ প্রাপ্ত হন তাহলে তিনি জামানত প্রদান করবেন।
আদালতের যদি তার কাছ থেকে পাওনা টাকা পরিশোধ করার আদেশ প্রাপ্ত হন তাহলে তিনি পাওনা টাকা পরিশোধ করবেন। ; এবং
একজন রিসিভারের স্বেচ্ছাকৃত ত্রুটি কিংবা গুরুতর অবহেলার কারণে সম্পত্তির কোন ক্ষতি হলে সেজন্য তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
এক্ষেত্রে রিসিভারের ত্রুটি বা অবহেলার কারণে সম্পত্তির যে ক্ষতি হবে তা রিসিভারের সম্পত্তি বিক্রি করে উক্ত সম্পত্তির ক্ষতিপূরণ করতে হবে।
উপরোক্ত আলোচনা থেকে আমরা এ সম্পর্কে যা জানতে পারলাম তা হচ্ছে, রিসিভার সংশ্লিষ্ট সকল পক্ষের সুবিধার জন্য নিযুক্ত করা হয় এবং সম্পত্তি কে আশু ক্ষতির হাত থেকে রক্ষা করা হয়।; তিনি একাধারে আদালত এবং মামলা মোকদ্দমার সকল পক্ষের প্রতিনিধিত্ব করেন। সম্পত্তি যেন যেমন আছে তেমন থাকে, কিংবা অন্যায় ভাবে হস্তগত না হয়, কিংবা কোনো ক্ষতির সম্মুখীন না হয়, এসব বিষয় লক্ষ্য রাখার জন্য রিসিভার তার দায়িত্ব পালন করেন। আদালত উভয় পক্ষের সম্মতিতেই সম্পত্তির বিরোধ সংক্রান্ত বিশেষ মামলাতে প্রয়োজনের উপর ভিত্তি করে বিবেচনা মূলক ক্ষমতা আদালত প্রয়োগ করেন এবং রিসিভার নিয়োগ করে থাকেন।
ধন্যবাদ
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com
Video রিসিভার কে কখন কিভাবে ও কাকে আদালত রিসিভার নিয়োগ করে থাকেন