- Get link
- X
- Other Apps
সেটঅফ ও কাউন্টার ক্লেইম কাকে বলে?
কে সেটঅফ ও কাউন্টার ক্লেইম এর দাবি করতে পারে?
সেটঅফ এর আবশ্যকীয় উপাদান কি কি?
সেটঅফ ও কাউন্টার ক্লেইম এর মধ্যে পার্থক্য কি কি?
ইকুইটেবল সেটঅফ কাকে বলে?
লিগ্যাল সেটঅফ ও ইকুইটেবল সেটঅফ এর মধ্যে পার্থক্য কি?
সেট-অফ (set-off) বলতে কী বুঝায়? এধরনের আপত্তি কখন তােলা যায়? কোন অর্থের মামলায় বাদীর দাবীর ক্ষেত্রে সেট অফ এর আইনগত মূল্য কতটুকু?
সেট অফ
সেট অফ বলতে আমরা যা বুঝি তা হচ্ছে বাদীর যদি পাওনা টাকা বিবাদীর নিকট থাকে, এই পাওনা টাকা উদ্ধারের জন্য বাদী যদি মোকদ্দমা করে তখন বাদীর নিকট পাওনা টাকা ও বিবাদীর বাদীর নিকট পাওনা টাকা- এদুয়ের সমন্বয় করে যে মামলা পরিচালিত হয় তাকে বলে সেট অফ।
The Code of Civil Procedure, 1908 এর ৮ আদেশের ৬(১) বিধিতে এ সম্পর্কে বলা হয়েছে যে, পাওনা অর্থ উদ্ধারের দাবিতে দায়েরকৃত কোন মামলায় যদি বাদির নিকট থেকে বিবাদী যে পরিমাণ টাকা দাবি করে তা যদি বাদির দাবিকৃত অর্থ দ্বারা পরিষদ করতে চায় এবং এই টাকার পরিমাণ যদি নির্ধারিত থাকে এবং তা যদি আদালতের আর্থিক এখতিয়ারের অন্তর্ভুক্ত হয় এবং বাদির মামলার মতো বিবাদির দাবির ক্ষেত্রেও বাদী এবং বিবাদী একই পর্যায়ে পড়ে, তবে মামলার প্রথম শুনানির তারিখেই বিবাদি তার পাওনা টাকার বিবরণ সহ একটি লিখিত জবাব দাখিল করার অধিকারী হবে। কিন্তু প্রথম শুনানির পর আদালতের অনুমতি ছাড়া অনুরূপ লিখিত জবাব পেশ করা যাবে না। একে আইনের ভাষায় সেট অফ ইংরেজিতে set off বলে। সেট অফ লিখিত আকারে জবারের মাধ্যমে দাবী উপস্থাপন করতে হবে।
কখন সেট অফ এর দাবি করা যায়
The Code of Civil Procedure, 1908 এর ৮ আদেশের ৬ বিধি অনুযায়ী, কোন মামলার প্রথম শুনানির তারিখেই বিবাদি বাদীর নিকট তার পাওনা অর্থের বিবরণ সম্বলিত একটি লিখিত জবাব দাখিল করবে। এই লিখিত জবাবকেই সেট অফ বলে। বিবাদি যদি বাদির টাকা আদায়ের মামলায় সেট অফ দাবি করতে চায় তবে তাকে কয়েকটি শর্ত অবশ্যই মানতে হবে। যেমন–
১. এখতিয়ারের সমপরিমান বা তার চেয়ে কম টাকা:
বাদির নিকট থেকে আইনগতভাবে আদায়যােগ্য টাকার মধ্যে বিবাদি সেই পরিমান টাকার দাবি সমন্বয় দাবি করতে পারবে, যার পরিমান ঐ বিচারকের আর্থিক এখতিয়ারের সমপরিমান বা কম হতে হবে। আর যদি উক্ত অর্থের পরিমাণ বেশি হয়, তখন বিবাদি সেট-অফ দাবি করতে পারবে না। একটি উদাহরণ এর মাধ্যমে সেট অফ সম্পর্কিত বিষয় স্পষ্ট করা যাক: ‘ক’ ও ‘খ' ১,০০,০০০ টাকা পাওনার দাবিতে ‘গ’র বিরুদ্ধে মামলা দাবি করলাে। টাকা আদায়ের এই মামলায় 'খ'র নিকট ‘গ’র পাওনা ৫০০০০ টাকা সমন্বয় চেয়ে লিখিত জবাব দাখিল করা সম্ভব হবে না। কেননা, ‘ক’ ও ‘খ’ উভয়েই ‘গ’র পাওনাদার। কিন্তু এই মামলায় ‘গ’ ‘ক’ এবং ‘খ উভয়ের কাছে পাওনাদার নয়, শুধু ‘খ' র পাওনাদার। ‘গ’ যদি যৌথভাবে ক ও ‘খ’র পাওনাদার হতাে, তখন গ সেট অফ দাবি করতে পারতাে। তাই যে মামলা ক’ ও ‘খ’ উভয়েই দাখিল করেছে, সেই মামলায় ‘গ’র দাবির সমন্বয দাবি করতে পারবেনা। সেট অফের ক্ষেত্রে বাদি এবং বিবাদি চরিত্রের একই ধরনের হতে হবে। উল্লেখিত মামলায় ক ও ‘খ উভয়ই গ’ পাওনাদার কিন্তু খ ‘গ’র দেনাদার হলেও ক’ কিন্তু ‘খ এর দেনাদার নয়। তাই এক্ষেত্রে বাদি ও বিবাদি সম চরিত্রের নয়। দাবি সমন্বয় অর্থাৎ সেট অফের মামলার আরেকটি আবশ্যিক শর্ত হলাে বাদি ও বিবাদিকে একই চরিত্রের হতে হবে। উভয়কেই উভয়ের দেনাদার ও পাওনাদার হতে হবে। শুধু দেনাদার হলে এবং অন্যজনও
শুধু দেনাদার হলে, দেনাদার সেট-অফ দাবি করতে পারবে না। সেট অফ দাবিকে প্রতিষ্ঠা করতে হলে বিবাদীকেও পাওনাদার হতে হবে।
সেট অফ এর আইনগত মূল্য কতটুকু:
সেট অফ হল কোন টাকা বা অর্থের দাবীর বিরুদ্ধে উত্থাপিত পাল্টা টাকা বা অর্থের দাবী। এটা হচ্ছে সে রকম টাকা বা অর্থের দাবি যেটি মুল টাকা বা অর্থ দাবীর বিপরীতে দাবি করা হয়। যখন বাদী কোন পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে বিবাদীর বিরুদ্ধে মামলা করে, তখন বিবাদী যদি বাদীর বিরুদ্ধেও অনুরূপ টাকা বা অর্থের পাল্টা কোন দাবী উত্থাপন করে, তাহলে বিবাদীর এই দাবীকৃত টাকা বা অর্থ বাদীর বিরুদ্ধে সেট অফ চাইতে পারে বা সমন্বয় চাইতে পারে।
ধন্যবাদ
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com