Skip to main content

Posts

Showing posts from December 26, 2020

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

How to Rearrange of Jumbled Sentences

কিভাবে রিয়েরেন্জ করতে হয় কিভাবে এলোমেলো সেন্টেন্স সাজাতে হয়  কিভাবে উল্টাপাল্টা সেন্টেন্স সাজাতে হয়  কিভাবে গল্প রিয়েরেন্জ করতে হয় How to Rearrange of Jumbled Sentences in bangla  Doctor Maleka University College  ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ ধানমন্ডি ঢাকা ধানমন্ডির একটি ঐতিহ্যবাহী কলেজ। একটি এলোমেলো sentence-এ গল্প লেখা থাকবে, সেই এলোমেলো সেন্টেন্স গুলো কে সাজিয়ে একটি গল্পের আকার দিতে হবে। রিয়ারেঞ্জ করার নিয়ম খুবই সোজা। প্রথমেই গল্পটা জানতে হবে। যদি গল্প না জানা যায় তাহলে রিয়ারেন্জ করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। এলোমেলো সেন্টেন্স গুলো কে বারবার পড়তে হবে, তারপর ধারণা নিতে হবে সেন্টেন্স গুলা দিয়ে কি গল্পটা বা কোন গল্পটা বুঝানো হয়েছে। এরপর রোমান অক্ষর দিয়ে সেন্টেন্স গুলোকে অ্যারেঞ্জ করতে হবে। এই ভিডিওতে চারটি গল্প দেওয়া হয়েছে। যে গল্পগুলি এলোমেলো করে সাজানো আছে, আর এই এলোমেলো সেন্টেন্স গুলো কে সাজিয়ে একটি পূর্ণাঙ্গ গল্পের রূপ দিতে হবে। Thank you Shameem Sarwar shameem.sarwar@yahoo.com Video How to Rearrange of Jumbled Sentences