- Get link
- X
- Other Apps
Unclear Pronoun Reference. আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স
How to rewrite sentences with pronoun reference for HSC English Second paper. Unclear Pronoun reference is a question for Intermediate Level students English Second paper. Doctor Maleka University College offers English subject for all students.
আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স বলতে বুঝায় যখন একটা প্রনাউন যেমন ইট, দিস,দ্যাট, দে অন্য কিছুকে রেফার করে , অন্য কিছু বলতে আরো কয়েকটা নাউন আছে যার মধ্যে কোনটাকে বুঝাচ্ছে, এটা যদি ক্লিয়ার না হয়, স্পষ্ট না বুঝা যায় তাহলে এটাকে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স বলে।
Unclear pronoun reference
"Unclear pronoun reference occurs when a pronoun (often "it," "this," "that," or "they") could refer to more than one antecendent in a sentence."
An antecedent is simply the word (or words) that a pronoun refers to. আনক্লিয়ার প্রোনাউনটি যাকে রেফার করবে বা যে নাউন কে রেফার করবে, সেই শব্দটা হচ্ছে antecedent.
আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স যদি আমরা স্পষ্ট করে লিখতে চাই
To avoid unclear pronoun reference, make sure that every pronoun you use refers clearly and unmistakably to ONE particular noun, or rewrite the sentence for increased clarity. আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স যদি আমরা স্পষ্ট করে লিখতে চাই আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স যদি আমাদের দিতে হয়, তাহলে আমাদেরকে স্পষ্টভাবে এবং নির্ভুল ভাবে ওই প্রণাউন্টি যে নাউন এর জন্য ব্যবহৃত হয়েছে, সেই নাউন টি লিখতে হবে। যখন আমরা রেফার করব বা সেখানে বসাবো তখন সেটাই হবে সঠিক পদ্ধতি তাহলে আর আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স থাকবে না এটা ক্লিয়ার প্রোনাউন রেফারেন্স এ পরিণত হবে।
উদাহরণ।
Incorrect: If you arrive late to the play, they won't let you in. (Who are they?) এই সেন্টেন্স 'দে' কাকে বুঝিয়েছেন, সেটা স্পষ্ট হয়নি -এজন্য এখানে আন ক্লিয়ার প্রোনাউন রেফারেন্স ব্যবহৃত হয়েছে। যদি আমরা সঠিকভাবে সেন্টেন্সটি লিখতে চাই তাহলে আমরা এখান যাকে বুঝিয়েছে সেই নাউন কে যদি বসাই তাহলে কিন্তু সেটা সঠিক উত্তর হবে বা আমাদের ক্লিয়ার প্রোনাউন রেফারেন্স থাকবে। যদি উত্তরটি সঠিক ভাবে লিখতে চাই তাহলে sentence-কে এরকম দাঁড়ায়: Correct: If you arrive late to the play, the ushers won't let you in. এখানে they পরিবর্তে যে noun হয়েছে তা ushers.
আরেকটি উদাহরণ দেখা যাক।
Incorrect: On the internet it says that it might rain tomorrow. (What is it?) এই সেন্টেন্সে 'ইট' ককে বুঝিয়েছে তা স্পষ্ট নয়; যদি আমরা স্পষ্ট করি 'ইট' কাকে বুঝিয়েছেন বা কোন নাউন কে বুঝিয়েছে তাহলে আমাদের উত্তর সঠিক হবে
: weather forecast
অর্থাৎ Correct: The weather forecast on the internet says that it might rain tomorrow.
আরেকটি উদাহরণ দেখা যাক:
Incorrect: At the city park, you can rent paddle boats. ("You" is best used when directly addressing the reader.) এই সেন্টেন্সে 'ইউ' কাকে বুঝিয়েছেন বা কাদেরকে বুঝিয়েছে সেটা স্পষ্ট নয়; স্পষ্ট করে যদি আমরা লিখি তাহলে বাক্যটি এরকম দাঁড়ায়: Correct: At the city park, guests can rent paddle boats. অর্থাৎ আমরা ইউকে গেস্ট হিসেবে বুঝেছি সুতরাং ইউর পরিবর্তে গেস্ট হবে।
একটি প্যাসেজে যদি কোন প্রনাউন দেওয়া থাকে
তাহলে উপরের উদাহরণে থেকে বোঝা গেল যে কোন একটি প্যাসেজে যদি কোন প্রনাউন দেওয়া থাকে এবং সেই প্রনাউন নিয়ে যদি আমাদের কনফিউশন থাকে বা আমরা যদি দেখি যে আসলে এখানে এই প্রনাউন বসার কথা না বা কাকে বুঝিয়েছেন স্পষ্ট না বা এটা ভুল মনে হচ্ছে, তখনই আন ক্লিয়ার প্রনাউন হবে। তখন এই আনক্লিয়ার প্রণাউন্টি ক্লিয়ার করার জন্য আমাদের সঠিক নাউন অথবা যাকে রেফার করেছে অর্থাৎ প্রণাউন্টির সেই নাউন কে বসাতে হয়।
কেন এই প্রনাউন কে আনক্লিয়ার বলা হয়েছে
এখন প্রশ্ন হলো কেন এই প্রনাউন কে আনক্লিয়ার বলা হয়েছে ? সে বিষয়ে আমি দুইটা কথা বলছি: আমরা জানি আন ক্লিয়ার অর্থ হচ্ছে অস্পষ্ট অর্থাৎ পরিষ্কার না, স্পষ্ট না, বা যার অর্থ সম্পর্কে আমাদের সন্দেহ আছে সেটাকেই আমরা আন ক্লিয়ার বুঝি। এক্ষেত্রে যখন কোন প্রনাউন ব্যবহৃত হয় তখন সেই প্রোনাউন ক্লিয়ার থাকতে হয়। যখন আমরা সেই pronoun-এর দ্বারা কাকে বুঝিয়েছে, কোন নাউন এর জন্য এই প্রনাউন ব্যবহৃত হয়েছে, যখন আমরা বুঝতে না পারি তখনই আনক্লিয়ার প্রোনাউন এর জন্ম হয়। এজন্য যখন স্পষ্ট হয়, তখনই এটা ক্লিয়ার প্রনাউন বলা হবে।
আনক্লিয়ার pronoun-এর পরে রেফারেন্স শব্দটা কেন ব্যবহৃত হয়েছে
এখন আসা যাক আনক্লিয়ার pronoun-এর পরে রেফারেন্স শব্দটা কেন ব্যবহৃত হয়েছে। রেফারেন্স শব্দটা এসেছে রেফার থেকে। রেফার বলতে যাকে বোঝানো হয় তাকে রেফার করা হয়। তার মানে রেফারেন্স বলতে যে নাউন কে বুঝিয়েছে সেই নাউন কে রেফারেন্স করা হয়। এটি হচ্ছে রেফারেন্স। তাহলে আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স বলতে যে প্রোনাউন ক্লিয়ার না, তার জন্য যে নাউন ব্যবহৃত হয়েছে সেই নাউন সম্পর্কে যদি দ্বিধা থাকে, এই দ্বিধা দূর করে সঠিক নাউন টি বসানো হবে প্রধান কাজ।
ধন্যবাদ।
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com