- Get link
- X
- Other Apps
Question Paper Practice on Flow Chart
Cloze Test with Clues, Cloze Test without Clues
Summary, Rearrangement HSC First Paper, College Students
Doctor Maleka University College has published this video for educational posts on Facebook and Youtube. ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ ধানমন্ডি ঢাকা থেকে প্রকাশিত ভিডিও।
HSC English 1st paper
এই ভিডিও টি এইচ এস সি স্টুডেন্টদের জন্য ইংলিশ ফাস্ট পেপার English first paper এর পরীক্ষার প্রশ্নপত্র সলভ করে দেওয়া হয়েছে। যে সমস্ত স্টুডেন্ট ইন্টারমিডিয়েটে intermediate পড়ছে বা এইচএসসিতে HSC পড়ছে তাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার যে সমস্ত প্রশ্ন হয় তার মধ্যে কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়া হয়েছে। যে সমস্ত প্রশ্ন এই ভিডিওতে দেওয়া হয়েছে তা হলো: কিভাবে ফ্লোচার্ট flowchart লিখতে হয়, কিভাবে শূন্যস্থান পূরণ করতে হয়, how to fill in the gaps কিভাবে সারমর্ম how to make summary বা সামারি লিখতে হয়, কিভাবে সেন্টেন্স রিয়ারেন্জমেন্ট how to rearrange sentences করতে হয়।
How to make flow chart/কিভাবে ফ্লো চার্ট লিখতে হয়
প্রথমেই বলা যাক কিভাবে ফ্লো চার্ট flowchart লিখতে হয়, ফ্লোচার্ট মূলত ডাটা সম্বলিত একটি চিত্র a picture with data, যার মধ্যে বিভিন্ন তথ্য-উপাত্ত দেওয়া থাকে। ফ্লোচার্ট বিভিন্ন রকম হয়। যেমন গ্রাফ চার্ট Graph chart, পাই চার্ট Pie Chart ইত্যাদি। তবে যেভাবেই ফ্লোচার্ট দেওয়া হোক না কেন, প্রতিটি চার-চারটে তথ্য-উপাত্ত চিত্রের আকারে প্রকাশ করা হয়। যেহেতু ফ্লোচার্ট তথ্যসমৃদ্ধ, এজন্যে ফ্লোচার্টের তথ্য ভালোভাবে লক্ষ্য করতে হয়। ফ্লোচার্টের flow chart ডান দিক বাম দিক বা নিচের অংশে বিভিন্ন ইন্ডিকেটর থাকে। এই সমস্ত ইন্ডিকেটর indicators গুলি আবার ফ্লোচার্ট flowchart এর উপরের অংশে বিভিন্ন রং বা কালার দিয়ে চিহ্নিত করা হয়। ঠিক সেই ধরনের কালার বা রং আবার ফ্লোচার্টে flowchart সন্নিবেশিত করা হয়, যাতে বুঝা যায় ঐ সমস্ত রম্বা কালার দিয়ে কি বুঝানো হয়েছে। ফ্লোচার্ট flow chart describe বা বর্ণনা করতে হলে এই সমস্ত স্কেল ধরে তার পরিমাণ বা সংখ্যা মাপতে হয়। স্কেল ছাড়াও চোখের আন্দাজে আনুমানিক একটি সংখ্যা ধরা যেতে পারে।
How to describe flow chart/কিভাবে ফ্লোচার্ট বর্ণনা করতে হবে।
এখন আসা যাক কিভাবে ফ্লোচার্ট বর্ণনা করতে হবে। প্রথমেই প্রশ্ন লক্ষ করতে হবে যে কি চাওয়া হয়েছে, বা কি বর্ণনা করতে হয়েছে। যে তথ্য বর্ণনা করতে বলা হবে ফ্লোচার্ট থেকে, শুধুমাত্র সেই তথ্যই লিখতে হবে। প্রথমেই ফ্লোচার্ট বর্ণনায় লিখতে হবে: এই বর্ণনা বা এই তথ্য প্রকাশ করছে, ঠিক যেটা প্রশ্নে বলা থাকে, অথবা প্রশ্নের থেকে সেন্টেন্স মিল রেখে প্রথম সেন্টেন্স লিখতে হবে, এভাবে যে বিষয়ে আমাদেরকে একটি স্পষ্ট ধারণা তথ্য-উপাত্ত সহকারে চিত্র প্রকাশ করছে।
ফ্লোচার্ট এর মূল কোথায় আসতে হবে।
এরপর ফ্লোচার্ট এর মূল কোথায় আসতে হবে। অর্থাৎ উক্ত তত্ত্বের প্রথম ধাপে কি পরিমাণ সংখ্যায় বা পরিমাণ উপাত্ত আমরা পাই, উক্ত নির্দিষ্ট সময়ের জন্য মানুষের জন্য,অবস্থার জন্য, দেশের জন্য বা যেকোনো বিষয়ের জন্য। এইটা উলম্ব এবং আনুভূমিক দিকে খেয়াল করে লিখতে হবে। উলম্ব বা উপরের দিকে কতটুক প্রকাশ করছে এবং আনুভূমিকভাবে কতটুক প্রকাশ করছে এ দুটির মিলিত হবে উক্ত পরিমাণ বা সংখ্যা। এরপরে ধাপে ধাপে সামনের দিকে যেতে হবে। যদি দ্বিতীয় ধাপে সংখ্যা বা পরিমাণ কমে যায় তাহলে তা প্রকাশ করতে হবে এবং কতটুকু পরিমান বা সংখ্যায় কমেছে সেই সংখাটাও দিতে হবে। এভাবে ক্রমান্বয়ে প্রতিটি ধাপ বর্ণনা করতে হবে। এবং মাঝে মাঝে নিজের মন্তব্য লিখতে হবে। এভাবে যে গত তথ্যের তুলনায় বা গত বছরের তুলনায় বা গত হিসাবের তুলনায় এই হিসাবটি এত পরিমাণ কমেছে বা বেড়েছে এটা লক্ষণীয়। এরপরে সর্বোচ্চ যে তথ্য বা সংখ্যা বা পরিমাণ প্রকাশ করছে তা লিখতে হবে। এবং সর্বনিম্ন যে পরিমাণ বা সংখ্যা বা তথ্য প্রকাশ করছে তা লিখতে হবে, উপাত্ত সহকারে নাম বা ব্যক্তি বা দেশ বা সাল অনুযায়ী। এরপর নিজের মন্তব্য লেখা যেতে পারে কেন এটা ঊর্ধ্বমুখী বা কেন নিম্নমুখী হয়েছে।
ফ্লোচার্টের থেকে যে চিত্র যেটা সামাজিক-অর্থনৈতিক ভৌগোলিক বা যেকোন বিষয়
সর্বশেষে এই ফ্লোচার্টের থেকে যে চিত্র যেটা সামাজিক-অর্থনৈতিক, ভৌগোলিক বা যেকোন বিষয়ের যে চিত্রটি ফ্লোচার্টে প্রকাশ করেছে, তা লিখিত ভাবে বলতে হবে দু একটি সেন্টেন্স এর মাধ্যমে। আর এভাবেই শেষ হবে ফ্লোচার্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে একটি ফ্লোচার্ট লিখতে হয়।
কিভাবে শূন্যস্থান পূরণ করবে
এখন আসা যাক কিভাবে শূন্যস্থান পূরণ করবে। ক্লোজ টেস্ট উইথ ক্লু এবং ক্লোজ টেস্ট উইথ আউট ক্লু। তার মানে তোমাকে কিছু শব্দ যদি দেওয়া থাকে সেই সমস্ত শব্দ দিয়ে যদি শূন্য স্থান পূরণ করতে হয় তাহলে তার নাম হয়ে যায় ক্লোজ টেস্ট উইথ ক্লু। আর যদি শূন্যস্থান পূরণ করার জন্য কোন ধরনের ক্লু দেওয়া না থাকে অর্থাৎ শূন্যস্থানে যে সমস্ত শব্দ বসবে সেই সমস্ত শব্দ যদি পূর্বে দেওয়া না থাকে তাহলে তাকে বলে ক্লোজ টেস্ট উইথ আউট ক্লু।
ক্লোজ টেস্ট উইথ ক্লু /cloze test with clue
প্রথমেই বলছি কিভাবে ক্লোজ টেস্ট উইথ ক্লু দিয়ে শূন্যস্থান পূরণ করবে। সমস্ত প্যাসেজটি একবার পড়ে নিবে এরপর সমস্ত ক্লুগুলি একবার পড়ে নিবে। যদি একবারে পুরো প্যাসেজটি সম্পর্কে ধারনা না আসে তবে একাধিকবার প্যাসেজটি পড়তে হবে। পেসেজটি পড়ার সাথে সাথে ক্লু গুলো লক্ষ্য করতে হবে। এরপর একটি একটি শূন্যস্থান পূরণ করা শুরু কর। ক্রমান্বয়ে শূন্যস্থান পূরণ করা সম্ভব না হলে যে শূন্যস্থান টি তুমি বুঝতে পারছ কোন শব্দটি বসবে তাহলে সেই শূন্যস্থান টি আগে করো। এভাবে সমস্ত সহজ বা তোমার কাছে বোধগম্য বা বুঝতে পারছ যে শব্দটি বসবে সেগুলা বসিয়ে যাও। এরপর যে শব্দগুলি নিয়ে একটু জটিলতা রয়েছে, সেই শূন্যস্থান গুলি আবার তুমি চেষ্টা করো। সেই শূন্যস্থান গুলি চেষ্টা করতে হবে, এভাবে পুরো সেন্টেস টি বারবার পড়ো। এবং ক্লু গুলি বাকি আছে সেগুলো আবার লক্ষ্য করো। এবার যেগুলা তুমি করতে পারছ বা সহজ মনে হচ্ছে বা বসাতে পারো, এরকম শূন্যস্থানের শব্দটি বসিয়ে দাও। সর্বশেষে সবচেয়ে দুর্বোধ্য বা বুঝতে পারছো না সেই শূন্যস্থান টি নিয়ে চিন্তা করো। সর্বশেষে যে শূন্যস্থান রয়ে গেছে এবং যে ক্লু শব্দটি রয়ে গেছে সেগুলি বসিয়ে দাও। এভাবেই তুমি ক্লোজ টেস্ট উইথ ক্লু দিয়ে শূন্যস্থান পূরণ করতে পারবে। আশা করি তুমি বুঝতে পেরেছ।
এবার আসা যাক যদি ক্লু না থাকে তাহলে কিভাবে করবে। বিষয়টা একইরকম। শুধুমাত্র ক্লু গুলি দেওয়া থাকবে না। তখন ক্লু গুলি তোমার মেমোরি থেকে বা তোমার স্মৃতি থেকে বা তোমার আন্দাজ থেকে আনতে হবে। কয়েকবার ভাবতে হবে সেন্টেন্স নিয়ে এবং কোন শব্দ টা এখানে উপযুক্ত সেটা তোমার মেমোরি থেকে বা তোমার স্মৃতি থেকে আনতে হবে। এক্ষেত্রে একটি শব্দই যে শুদ্ধ হবে এমন নয়। কারণ উইদাউট ক্লু এর জন্য যে সব শূন্যস্থানে দেওয়া হয়েছে সেখানে ওই শব্দের সমার্থক শব্দও বসতে পারে। সুতরাং তুমি শব্দ নির্বাচনে অনেকটা স্বাধীন। শুধুমাত্র সেন্টেন্স এর মুড বা সেন্স তোমার ধরতে হবে। এবং এভাবেই শূন্যস্থান পূরণ করতে হবে।
কিভাবে সামারি বা সারমর্ম করতে হবে/How to make summary
এবার আসা যাক, কিভাবে সামারি বা সারমর্ম করতে হবে। যখনই তোমাকে সামারি বা সারমর্ম করতে বলা হবে, তখন অবশ্যই একটি পেসেজ দিয়ে দিবে। সেই প্যাসেজটি ভালোভাবে পড়বে। সামারি লিখতে হলে অবশ্যই সামারি বা সারমর্ম কি বুঝতে হবে। সামারি বা সারমর্ম হচ্ছে কোন একটি passage এর মূল বা মর্মকথা। যে মূল বা মর্মকথা ৩, ৪ বা পাঁচটি সেন্টেন্স এর মধ্যে লিখতে হবে। এই সর্বাধিক পাঁচটি সেন্টেন্স এর মধ্যে উক্ত প্যাসেজ এর মূল কথাগুলি লিখলেই হবে। সামারি বা সারমর্মের ভাষা হবে সহজ বা সিম্পল সেন্টেন্স। Passage যে সমস্ত কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে, সেগুলো কে সিম্পল সেন্টেন্স এ রূপান্তরিত করতে হবে। অথবা সিম্পল, কমপ্লেক্স সেন্টেন্স থেকে শুধু প্রিন্সিপাল ক্লজ বা মূল ক্লজ বা প্রধান ক্লজটি লিখতে হবে। অতিরিক্ত তথ্য অতিরিক্ত phrase বা অতিরিক্ত প্রিপজিশন ফ্রিজ adverbial ফ্রেজ বা এডজেকটিভ ফ্রেজ বাদ দিতে হবে। এভাবেই একটি প্যাসেজ এর সামারি বা সারমর্ম লিখবে।
আশা করি বুঝতে পেরেছ।
ধন্যবাদ
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com