- Get link
- X
- Other Apps
Preposition
Preposition- how to fill in the blanks with Preposition, this video is filmed about it.
Preposition is a word or group of words that is placed before or after noun or pronoun modifying the word. It enhances the meaning and adds the beauty of a sentence.
প্রিপজিশন sentence-এর একটা গুরুত্বপূর্ণ অংশ।
প্রিপজিশন ছাড়া অধিকাংশ সেন্টেন্স অপূর্ণ থাকে। সেজন্য প্রিপজিশন এর উপর ধারণা নেয়া প্রত্যেকটি স্টুডেন্টদের দায়িত্ব। প্রিপজিশন বাংলায় অর্থ হচ্ছে অব্যয়। অব্যয় ছাড়া একটি সেন্টেন্স লেখা প্রায় অসম্ভব । অধিকাংশ ক্ষেত্রে প্রিপজিশন ছাড়া লেখা যায় কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স এর বিশদ বিবরণ দরকার হয় তখন প্রিপজিশন ছাড়া লেখা অসম্ভব।
একটি সেন্টেন্স এর গুরুত্ব নির্ণয় করে প্রিপজিশন
একটি সেন্টেন্স এর গুরুত্ব নির্ণয় করে প্রিপজিশন। সেন্টেন্স কিভাবে সম্পাদিত হয় এবং মর্যাদা এবং নাউন এর ব্যাখ্যা প্রকাশ করে। শুধুমাত্র নাউন প্রনাউন এর পূর্বে প্রিপজিশন বসে।এপ্রোপ্রিয়েট প্রিপজিশন
প্রিপজিশন অনেক রকমের আছে যেমন: in, at, for, from, to, across, under, about, above, around, though, although, ইত্যাদি।এপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে সেই সমস্ত প্রিপজিশন যাদেরকে নাউন এর পূর্বে বা পরে বা pronoun-এর পূর্বে বা পরে সঠিকভাবে বসানো হয়। সুতরাং প্রিপজিশন বসানোর নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। প্রিপজিশন কোন নাউন বা প্রনাউন কে মডিফাই করে অর্থাৎ উক্ত নাউন বা pronoun-এর ব্যাখ্যা প্রকাশ করে। প্রিপজিশন যে নাউন প্রনাউন এর ব্যাখ্যা প্রকাশ করেছে সেই নাউন প্রনাউন এর পূর্বে বা পরে বসে।
প্রিপজিশন এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফ্রেজ গঠন করা প্রিপজিশনাল ফ্রেজ গঠন করতে হলে প্রিপজিশন লাগেে। তাছাড়া যদি কোন কম্পাউন্ড কোন ফ্রেজ হয় অথবা কোন কম্পাউন্ড নাউন হয় অথবা একাধিক অংশে ব্যবহৃত হয় সেন্টেন্সে তখন প্রিপজিশন প্রয়োজন পড়ে।
প্রিপজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ
প্রিপজিশন কখনো যুক্ত করে দুটি শব্দ, সুতরাং প্রিপজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান বা sentence-এ প্রিপজিশন এতই গুরুত্বপূর্ণ যে প্রিপজিশন ছাড়া সুন্দর করে সেন্টেন্স লেখা যায় না। তাছাড়া সেন্টেন্স এর মধ্যে যে অর্থ রয়েছে সেটা সঠিকভাবে বুঝতে পারা যায়। প্রিপজিশন যদি না ব্যবহার করা হয় তাহলে সেন্টেন্স ত্রুটিপূর্ণ হয়ে যাবে, ত্রুটিপূর্ণ সেন্টেন্স বুঝতে সমস্যা হবে আর যদি সেন্টেন্স বোঝা না যায় তাহলে কখনো সেন্টেন্স অর্থপূর্ণ হয় না।sentence-কে অর্থপূর্ণ করতে হলে প্রিপজিশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিপজিশন যে শব্দ শব্দ গুলো ছোট ছোট অংশে বিভক্ত থাকে।
প্রিপজিশন দিয়ে কিভাবে শূন্যস্থান বা ফিল ইন দ্য ব্লান্ক পূর্ণ করা হয়
এবার বলা যাক প্রিপজিশন দিয়ে কিভাবে শূন্যস্থান বা ফিল ইন দ্য ব্লান্ক পূর্ণ করা হয়- প্রথমে প্রিপজিশন বের করতে হবে অর্থাৎ কোন প্রিপজিশন শূন্যস্থানে বসবে সেটা চিন্তা করে বের করতে হবে কোন প্রিপোজিশন বসবে সেটা নির্ভর করবে passage পড়ে। সেই নাউন প্রনাউন ভালো করে বুঝে সেন্টেন্স ভালো করে বোঝার পরেও ধারণা পাওয়া যাবে কোন প্রিপজিশন বসতে পারে। তখন শূন্যস্থানে সে প্রিপজিশন টি বসাবে। এভাবে প্রত্যেকটা শূন্যস্থান প্রিপজিশন দিয়ে পূর্ণ করতে হবে। প্রিপজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রিপজিশন দিয়ে পূর্ণ করা যাবে যদি সেন্টেন্স এর অর্থ জানা যায়, তাহলে সে প্রিপজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করা যাবে। সুতরাং এপ্রোপ্রিয়েট প্রিপজিশন সঠিকভাবে বুঝতে হবে এবং যে শব্দ দরকার শূন্যস্থানে অথবা যে প্রিপজিশন দরকার সেটি একটু চিন্তা করে বের করতে হবে। প্রিপজিশন বের করার পরে প্রিপজিশন শূন্যস্থানে লিখতে হবে এভাবে যতগুলো শূন্যস্থান থাকবে ততদিন প্রিপজিশন বসাতে হবে।উত্তর লেখার পদ্ধতি
এবার বলছি উত্তর লেখার পদ্ধতি উত্তর লিখতে হলে প্রত্যেকটা শূন্যস্থান এর যে লেখাটি থাকবে অর্থাৎ abcde প্রত্যেকটি ক্ষেত্রে এ বি সি ডি ই লিখে তার সামনে প্রিপজিশন কি হবে লিখতে হবে এবং প্রিপজিশন নীচে আন্ডারলাইন দিতে হবে। এপ্রোপ্রিয়েট প্রিপজিশন করতে হবে এভাবে যতগুলো প্রিপজিশন এর জন্য সংস্থান দেওয়া থাকবে এর নিচের আন্ডারলাইন করে উত্তর লিখতে হবে।
আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি যেটা প্রিপজিশন এর উপরে ভিডিওটি করা হয়েছে এই ভিডিওটি একবার দেখো, তাহলে তোমাদের প্রিপজিশন এর উপরে যে বাজে দুর্বলতা রয়েছে সেটা কেটে যাবে আশা করি।
ধন্যবাদ সবাইকে।
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com