- Get link
- X
- Other Apps
ইংলিশ কনভারসেশন ইন বাংলা।
ইংলিশ কনভারসেশন
বাংলায় স্পোকেন ইংলিশ
কিভাবে স্পোকেন ইংলিশে দক্ষতা অর্জন করা যায় এ সম্পর্কে আলোচনা
স্পোকেন ইংলিশ আসলে একটা মজার বিষয়
স্পোকেন ইংলিশ আসলে একটা মজার বিষয় মানুষের জীবনে কারণ ইংলিশ যেহেতু একটা ইন্টারন্যাশনাল ভাষা আর ইংরেজিতে প্র্যাকটিস করা বা ইংরেজিতে কথা বলা এটা একটা বিষয়। যদিও কিন্তু এটা একটা ভাষা হওয়ার কারণে এই ভাষা শিক্ষা টা অনেক মজার হতে পারে। যারা স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে একটু মজা করে শেখার প্রকটিস করে বা ফলপ্রসূ স্পোকেন ইংলিশ আশা করে, তাদের জন্য আমার প্রথম কথা হচ্ছে - এটা নিছক একটা ভাষা হিসাবে নিতে হবে। এটা কোন টেকনিক্যাল বিষয় নয় ঠিক যেভাবে আমরা বাংলা ভাষাতে কথা বলি ঠিক তেমনি এটা একটা ইংলিশ ভাষা হওয়াতে সব সিস্টেম ঠিক রেখে শুধুমাত্র ফান করার মধ্য দিয়েই ইংলিশ শেখা যাবে। এই মজা করে ইংলিশ শেখা বা স্পোকেন ইংলিশে ভালো হওয়ার জন্য অনেকগুলো পথ বা ওয়ে আছে, তার মধ্যে আমি কিছু পথ বা পন্থা সম্পর্কে আলোচনা করব।
স্পিক ইংলিশ স্পিক ইংলিশ স্পিক ইংলিশ
ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন আর এই অভ্যাস তৈরি করতে হলে আপনার কিছু বন্ধু বা আপনার সহপাঠী বা আপনার সহকর্মী প্রয়োজন। কেমন সহকর্মী নির্বাচন করে কথা বলা শুরু করুন। কথা বলতে যে ইংরেজি বিষয়ে কিছু ভুল হতে পারে, ইংলিশ গ্রামার এ কিছু মিসটেক হতে পারে, প্রোনানসিয়েশন বা উচ্চারণে কিছু ত্রুটি থাকতে পারে, এগুলা মাথায় আনবেন না এই ইংলিশ গ্রামার বা ইংলিশ প্রোনানসিয়শন বা ইংলিশ
বলার ক্ষেত্রে যে ভুল ত্রুটি হয় এগুলো নিয়ে লজ্জিত হবেন না। আত্মবিশ্বাসী হতে হবে এবং আপনার ইংলিশ কনভারসেশন চালিয়ে যেতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনি যত বেশি প্রাকটিস করবেন আপনি তত বেশি দক্ষ হয়ে উঠবেন। যদি ইংলিশ প্রাক্টিস না করেন তাহলে এই ইংরেজির উপর দক্ষতা কিন্তু সহজে আসবেনা। ইংলিশ ভোকাবুলারি বা ইংরেজি শব্দ ভান্ডার সমৃদ্ধ করুন। ইংলিশ ওয়ার্ড কালেক্ট করুন, ইংলিশ ওয়ার্ড সংরক্ষণ করুন এবং প্রতিদিনের ইংরেজী কনভার্সেশনে ঐ সমস্ত ইংলিশ ওয়ার্ড ব্যবহার করুন। এমনভাবে ইংলিশ প্র্যাকটিস করবেন যাতে মনে হয় যে আপনি মিউজিকাল ইন্সট্রুমেন্ট বা নতুন কোন স্পোর্ট বা খেলা রপ্ত করছেন বা এ সম্পর্কে আপনি দক্ষতা অর্জন করছেন।
ফ্রী ইংলিশ ইবুক ডাউনলোড করুন
ফ্রী ইংলিশ ইবুক ডাউনলোড করুন যাতে প্রতিদিনের ইংলিশ ভোকাবুলারি রয়েছে। এই ইংলিশ ইবুক ডাউনলোড করার মাধ্যমে এবং তা পড়ার মাধ্যমে আপনি আপনার চোখ এবং কানকে আরো ফলপ্রসূ এবং সক্রিয় করে তুলতে পারবেন। ইংরেজি শেখার ক্ষেত্রে, এই পকেট ইংলিশ গাইড ই-বুক আপনার জন্য ইংলিশ ভোকাবুলারি ইংলিশ কনভারসেশন জানার ক্ষেত্রে সুন্দর কাজ করবে।
ইংলিশ শুনুন
ইংলিশ নিউজ, ইংলিশ বুলেটিন, ইংলিশ গান ইত্যাদি ইংরেজিতে হওয়ার কারণে আপনি যদি নিয়মিত চর্চা করেন তাহলে আপনার ইংরেজির উপর জড়তা অনেকাংশে কেটে যাবে। প্রতিদিন নতুন নতুন ইংরেজি শিখুন এবং এই সমস্ত ইংরেজি ওয়ার্ড গুলো সেন্টেন্স এ ব্যবহার করে প্রকাশ করুন। একটি কথা মনে রাখবেন যতই আপনি ইংরেজি শুনবেন, ততই আপনি ইংরেজি শিখবেন। যখন আপনি ইংরেজি শুনবেন, তখন নিজে আবার ওই ভাবে ইংরেজিটা বলার চেষ্টা করুন, ঠিক তেমন ইংলিশ প্রোনানসিয়েশন যেমনভাবে আপনি ইংলিশ সেন্টেন্স ঠিক শুনেছেন বা ইংলিশ ওয়ার্ড কি শুনেছেন এবং সেই ইংলিশ ওয়ার্ড টি কোন জায়গায় স্ট্রেস বা জোর দেওয়া হয়েছে, সেটা আপনি খেয়াল করুন এবং বলার সময় সেই জায়গায় স্ট্রেস দিয়ে ইংরেজিটা বলার চেষ্টা করুন।
জোরে জোরে ইংরেজি পড়ুন।
নিজে নিজে একা একা কোনো ইংলিশ নিউজপেপার অথবা ইংলিশ ম্যাগাজিন পড়ুন। যখন আপনি ইংলিশ নিউজপেপার বা ইংলিশ ম্যাগাজিন পড়ছেন তখন একটু জোরে জোরে পড়ুন, যাতে আপনি নিজে শুনতে পান। আপনি যখন ইংলিশ টিভি সিরিজ বা ইংলিশ মুভি দেখছেন তখন এর স্ক্রিপ্টটা লক্ষ্য করুন। এটা ইংলিশ প্রোনুন্সিয়েশন প্র্যাকটিস করার জন্য দারুন কাজ করবে। কারণ এক্ষেত্রে আপনি শুধু ইংলিশ সাউন্ড এর উপরে বা ইংরেজি শব্দের উপরে প্র্যাকটিস করছেন অর্থাৎ ইংলিশ শব্দটি কেমন ভাবে উচ্চারিত হলো এবং ঠিক সেই ইংলিশ শব্দটি কিভাবে আপনি উচ্চারণ করলেন। তখন আপনাকে ইংলিশ গ্রামার বা ইংলিশে স্ট্রাকচার নিয়ে ততটা চিন্তিত বা চিন্তা করতে হচ্ছে না। শুধুমাত্র যে ইংলিশ সেন্টেন্স শুনছেন শুধুমাত্র সেই সাইটে কিন্তু প্র্যাকটিস করছেন কোন ধরনের ইংলিশ স্ট্রাকচার বা ইংলিশ গ্রামার এর চিন্তা ছাড়া।
প্রতিদিন অন্তত একটি করে ইংলিশ ওয়ার্ড রপ্ত করুন
প্রতিদিন অন্তত একটি করে ইংলিশ ওয়ার্ড রপ্ত করুন
একটি ইংলিশ ওয়ার্ড নির্বাচন করুন এবং সেই ইংলিশ ওয়ার্ডে বিভিন্ন ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করে চর্চা করুন। সেই ইংলিশ ওয়ার্ড টি ততক্ষণ চর্চা করতে থাকুন যতক্ষণ না পর্যন্ত আপনি এটা পুরোপুরি শিখতে পারছেন এবং প্রতিদিন এটা ব্যবহার করতে পারছেন।
ইংলিশ মুভি অথবা ইংলিশ ফিল্ম দেখুন
যদি আপনি নিয়মিত ইংলিশ মুভি অথবা ইংলিশ ফিল্ম দেখেন তাহলে আপনি নতুন নতুন ভোকাবুলারি বা ইংলিশ শব্দ এবং তাদের প্রোনানসিয়েশন কি আপনার কাছে পরিচিত হয়ে যাবে। ঠিক যেমনিভাবে কোন একজন যে কথাটি বলল, ঠিক সেই ইংলিশ কথাটি আপনি আবার বলার চেষ্টা করুন।
ইংলিশ প্রাক্টিস এর জন্য ইংলিশ স্পিকিং ফ্রেন্ড তৈরি করুন
ইংলিশ এ কথা বলে বা ইংরেজিতে কথা বলতে আগ্রহী বন্ধুদের নিয়ে একটি ইংলিশ বলয় তৈরি করুন। এই ইংলিশ স্পিকিং ফ্রেন্ড এর সাথে নিয়মিত কিছু বিষয় বা ইংলিশ টপিক নিয়ে আলোচনা করুন। এবং এই ইংলিশ স্পিকিং ফ্রেন্ডের সাথে মত বিনিময় করুন।
ইংরেজিতে মজার মজার কাজ করুন
নিত্যদিনকার কাজগুলি ইংরেজি কর্মকাণ্ডের মাধ্যমে পরিচালিত করুন যেমন ধরুন আপনি রান্নার একটি কোর্স করছেন তা হতে পারে রান্নার কোর্সটি ইংরেজিতে শিখছেন কিংবা একটি বুক ক্লাবে আপনি যোগ দিলেন সেখানে ইংরেজিতে আপনার কথাবার্তা চলতে পারে। মজার কাজগুলি ইংরেজি আলাপ-আলোচনায় ভরিয়ে তুলুন। যে বিষয়গুলো আপনার কাছে আনন্দময় এবং সুখকর সে বিষয়গুলো সম্পর্কে বলতে গিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করুন, তাহলে আপনার অভিজ্ঞতার সাথে ইংরেজের চর্চা একদম মিলে যাবে।
ইংরেজি বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন
যে সমস্ত বিষয় আপনাকে আনন্দ দেয় সেই সমস্ত বিষয় নিয়ে বন্ধুদের সাথে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করুন। বিতর্ক করতে যেয়ে যত বিভিন্ন রকম ইংলিশ ভোকাবুলারি বা ইংরেজি শব্দ আছে ব্যবহার করার চেষ্টা করুন এবং অন্যদের ইংলিশ আর্গুমেন্ট গুলি মনোযোগ সহকারে শুনুন যাতে তাদের আর্গুমেন্ট এর জবাব আপনি ইংরেজিতে যথার্থভাবে দিতে পারেন।
ইংলিশ ওয়ার্ড খোঁজার জন্য ইংরেজি অভিধান ব্যবহার করুন
অনলাইন ইংলিশ ডিকশনারি অথবা অফলাইন ইংলিশ ডিকশনারি যাই হোক না কেন, আপনি যদি এই ডিকশনারি ব্যবহার করেন, সাথে সাথে আপনি এর অডিও ব্যবহার করে শব্দের প্রোনানসিয়েশন সঠিকভাবে আয়ত্ত করতে পারবেন। বর্তমানে প্রচুর ডিকশনারি অ্যাপ রয়েছে, ওই সমস্ত অ্যাপ আপনার স্মার্টফোনে ডাউনলোড করে আপনি প্রতিদিন কাজে লাগাতে পারেন। সাথে সাথে এটাও লক্ষ্য রাখুন যেন এ সমস্ত এপের উপর বেশি নির্ভরশীল না হয়ে যান। একটি ইংলিশ ওয়ার্ড প্রথমে বলুন, এরপরে সে ইংলিশ ওয়ার্ড টি অ্যাপসের অডিও তে কিভাবে বলা হয়েছে, সেটি লক্ষ্য করুন তাহলে আপনার দুর্বলতা কেটে যাবে।
আশা করি, এভাবে স্পোকেন ইংলিশ বা ইংলিশ কনভারসেশন যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনি স্পোকেন ইংলিশে দক্ষতা অর্জন করবেন।
ধন্যবাদ
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com