- Get link
- X
- Other Apps
100 English Words You Must Know গুরুত্বপূর্ণ 100 ইংরেজি শব্দ
Pre Intermediate Level Native English Speaker এবং আমি Learn English with Native English Speaker. Enrich your English vocabulary watching this video on 100 English words for everyday use.
গুরুত্বপূর্ণ 100 ইংরেজি শব্দ
গুরুত্বপূর্ণ 100 ইংরেজি শব্দ এর উপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে এই ভিডিওতে আপনারা শুনতে পাবেন 100 টি ইংলিশ ওয়ার্ডস যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। A থেকে ইংরেজী শব্দ শুরু করে Z পর্যন্ত দেওয়া আছে। প্রথমে আমি বলছ, কেন আপনারা এই 100 ইংরেজি শব্দের উপরে এই ভিডিওটি পছন্দ করবেন।
কেন 100 ইংরেজি শব্দ আমি বেছে নিলাম
আলোচনার শুরুতে কেন 100 ইংরেজি শব্দ আমি বেছে নিলাম তার উত্তরে আমার কথা হচ্ছে আমরা প্রতিদিন ইংরেজি ব্যবহার করতে আমাদের কিছু শব্দ লাগে, যেই সমস্ত ইংলিশ ওয়ার্ডস আমরা জানি না, যে সমস্ত ইংলিশ ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করি অথবা আমরা যখন কথা বলি তখন আমরা অনেক সময় ইংলিশ ওয়ার্ড খুঁজে পাই না কিংবা আমরা যখন কোন কিছু ইংরেজিতে লিখি তখন কোন শব্দটি কোন ইংলিশ ওয়ার্ড আমরা ব্যবহার করব সেই ইংলিশ ওয়ার্ড টি আমাদের মনে আসে না। তাহলে যে সমস্ত ইংরেজি শব্দ বা ইংলিশ ওয়ার্ড আমাদের প্রতিদিন প্রয়োজন হয় অথচ আমরা সেই সমস্ত ইংরেজি ওয়ার্ড এর মিনিং জানিনা বা প্রোনানসিয়েশন জানিনা বা স্পেলিং জানিনা - এই উদ্দেশ্যকে সামনে রেখে অর্থাৎ যাতে করে আমরা ওই 100 ইংরেজি শব্দের প্রোনানসিয়েশন মিনিং এবং স্পেলিং ভালোভাবে শিখতে পারি এবং বুঝতে পারি সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই 100 টি ইংরেজি শব্দ আমি সিলেক্ট করেছি এই ভিডিওতে।কীভাবে এই 100 ইংরেজি শব্দ এই ভিডিওতে সন্নিবেশিত করা হয়েছে
এখন আসা যাক কীভাবে এই 100 ইংরেজি শব্দ এই ভিডিওতে সন্নিবেশিত করা হয়েছে। এই ভিডিওতে আপনি লক্ষ্য করবেন যে একজন নেটিভ ইংলিশ স্পিকার অর্থাৎ যার মাতৃভাষা ইংরেজি তিনি ইংরেজি শব্দটি বলে যাবেন। তবে তিনি ইংরেজি শব্দটি একাধিকবার বলবেন অর্থাৎ দুইবার বলবেন। তাহলে প্রশ্ন হচ্ছে একজন নেটিভ ইংলিশ স্পিকার কেন তিনি বলে যাচ্ছেন? এই ভিডিওতে একজন নেটিভ স্পিকারকে পছন্দ করা হয়েছে এ কারণে যে তাঁর মুখ থেকে ইংলিশ শব্দটি যেভবে বের হবে বা তিনি ইংলিশ ওয়ার্ড টি যেভাবে প্রোনানসিয়েশন করবেন ঠিক সেভাবে একজন সেকেন্ড ল্যাংগুয়েজ স্পিকার অর্থাৎ যাদের মাতৃভাষা ইংরেজি না তিনি কোনদিনই সেভাবে উচ্চারণ বা প্রোনানসিয়েশন করতে পারবেন না। তিনি এই ইংলিশ ওয়ার্ড টি একবার নয় দুবার করে বলবেন দুইবার বলার পরে আমি এই ইংলিশ ওয়ার্ড মিনিং টা বাংলায় বলে দেবো -এভাবে তিনি প্রতিটি ইংলিশ ওয়ার্ড দুইবার করে বলবেন আর আমি প্রতিটি ইংলিশ ওয়ার্ড দুইবার বলার পরে একবার এর বাংলা অর্থ বলবো যাতে করে আপনাদের ইংলিশ প্রোনানসিয়েশন টা শুদ্ধ হয় এবং এটার অর্থ যাতে বুঝতে পারেন। অর্থ বুঝার জন্য শব্দটা বলার সাথে সাথে নিচে এটা ইংলিশ মিনিং দেওয়া হবে যাতে করে আপনি সেই ওয়ার্ড মিনিং টা ইংরেজিতে কি হবে সেটা বুঝতে পারেন এবং সাথে সাথে আমি যে বাংলা মিনিং টা বলব সেটা শুনে এটার বাংলা অর্থ টা যাতে সাথে সাথে বুঝতে পারে অর্থাৎ আপনি একাধারে বাংলা এবং ইংরেজি দুটো অর্থই পাচ্ছেনপ্রত্যেকটা শব্দের। 100 শব্দের মধ্যে প্রত্যেকটা শব্দের ইংলিশ মিনিং এবং বাংলা মিনিং দেওয়া হবে যাতে করে আপনারা ইংলিশ শব্দের অর্থটি বুঝতে পারেন এবং ইংলিশ ওয়ার্ডে প্রোনানসিয়েশন শুনতে পারেন এবং ইংলিশ ওয়ার্ড এর বাংলা অর্থ কি দাড়ায় সেটাও আপনি আরা জানতে পারেন সেই কারণে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।100 ইংলিশ ওয়ার্ডস বা যে সমস্ত ইংলিশ ওয়ার্ড আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি
100 ইংলিশ ওয়ার্ডস বা যে সমস্ত ইংলিশ ওয়ার্ড আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করি সেই হান্ড্রেড ওয়ার্ডস নিয়ে এই ভিডিওটি যেহেতু তৈরি করা হয়েছে তাহলে এই হান্ড্রেড ওয়ার্ডস এর ব্যাবহার টা কোন জায়গায় সেটা তো বলছি। যখন আপনি কোন ইংরেজিতে কথা বলবেন, যখন আপনি ইংরেজিতে কিছু লিখবেন, যখন আপনি কোন ইংরেজি পড়া পড়বেন বা শুনবেন তখন আপনার কিছু ইংরেজি ওয়ার্ড এর দরকার পড়ে। সময়ের স্বল্পতা এবং ভিডিও সময়ের স্বল্পতার কারণে আমি শুধু মাত্র 100 ওয়ার্ড দিয়েছি, ক্রমান্বয় আমি আরো বেশি ওয়ার্ড দিয়ে আরেকটি ভিডিও করব যাতে করে আপনাদের আরো বেশি ওয়ার্ড জানা হয়, তাহলে এই 100 ওয়ার্ড যদি আপনি জানেন তাহলে আপনার দৈনন্দিন ইংরেজি ব্যবহার আরো সহজ হবে, আপনি সহজভাবে ইংরেজি ব্যবহার করে কথা বলতে পারবেন এবং এই ইংলিশ ওয়ার্ড গুলি আপনার সহজে মনে থাকবে।ইংলিশ হান্ড্রেড ওয়ার্ডস, ইমপোর্টেন্ড হান্ড্রেড ওয়ার্ডস বা ১০০ ইনপরটেন্ড ওয়ার্ড বা ডেইলি ইউজেবল ইংলিশ ওয়ার্ডস দ্যাট উই ইউজ এভরিডে
এই ইংলিশ হান্ড্রেড ওয়ার্ডস, ইমপোর্টেন্ড হান্ড্রেড ওয়ার্ডস বা ১০০ ইনপরটেন্ড ওয়ার্ড বা ডেইলি ইউজেবল ইংলিশ ওয়ার্ডস দ্যাট উই ইউজ এভরিডে - যে নামে আপনি বলেন না কেন এগুলা কিন্তু আমরা প্রতিদিনই ব্যবহার করি। ইংলিশ ওয়ার্ড গুলি আপনি বারবার যদি শুনেন ভিডিওটি, তাহলে আপনার এই হান্ড্রেড ওয়ার্ডস মুখস্ত হয়ে যাবে এবং এই হান্ড্রেড ওয়ার্ডস আপনার আলাদাভাবে লেখার প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনি এই হান্ড্রেড ওয়ার্ডস শুধু আপনি যদি শুনেন তাহলে শুনলেই আপনার হান্ড্রেড ওয়ার্ডস মেমোরাইজ হয়ে যাবে এর জন্য আলাদা কোনো পরিশ্রম করতে হবে না। আলাদা কোনো খাতা-কলমের প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনি অবসর সময়ে এই ভিডিওটি শুনতে থাকুন। তাহলে আপনার যে কাজে লাগবে এটা কোনদিনই আপনি ভুলতে পারবেন না।হান্ড্রেড ওয়ার্ডস ইউ মাস্ট নো অথবা গুরুত্বপূর্ণ 100 ইংরেজি শব্দ এগুলো জানার পরে আপনার কাজ- এগুলো জানার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি এই শব্দগুলি এই ইংলিশ ওয়ার্ডস এগুলো দিয়ে আপনি ইংলিশ সেন্টেন্স তৈরি করতে থাকুন। এছাড়া আপনি ইংলিশ ওয়ার্ডস দিয়ে আপনি কথা বলা শুরু করুন। ইংলিশ কনভারসেশন করার জন্য এ হান্ড্রেড ওয়ার্ডস ব্যবহার করবেন - তাহলে দেখবেন যে এই হান্ড্রেড ওয়ার্ডস ইংলিশ এটা আপনার অনেক কাজে লাগবে এবং আপনার লেখায় ব্যবহার হবে এবং আপনি ইংলিশে কথা বলতে পারবেন। ইংরেজি কথা বলবেন অথবা যদি আপনি কোন প্যারাগ্রাফ লিখতে চান হান্ড্রেড ওয়ার্ডস ব্যবহার করে, তাহলে সহজেই আপনার প্যারাগ্রাফটি অত্যন্ত আকর্ষণীয় হবে এবং ভোকাবুলারি দিক দিয়ে এটা রিচ হবে বা স্ট্রং হবে অত্যন্ত সমৃদ্ধ একটি প্যারাগ্রাফ হবে।
ইংলিশ প্র্যাকটিস করতে থাকুন
তাহলে আজকের এই ভিডিওটি আপনি দেখতে থাকুন আশা করি আপনার ইংলিশ ওয়ার্ড জানার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর ইংলিশ প্র্যাকটিস করতে থাকুন ইংলিশ ওয়ার্ড যদি না জানেন তাহলে কখনো আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না বা ইংরেজি লিখতে পারবেন না। ইংরেজিতে কথা বলতে হলে বা ইংলিশ সেন্টেন্স লিখতে হলে আপনাকে ইংলিশ ওয়ার্ড, ইংলিশ ভোকাবুলারি অবশ্যই আপনাকে জানতে হবে আর ইংলিশ ভোকাবুলারি স্ট্রং করার জন্য আপনি যেখানেই পাবেন ইংলিশ ওয়ার্ড সেটা কালেকশন করবেন। এখানে 100 ইংলিশ ওয়ার্ড দেওয়া আছে এটা আপনি কালেকশনে রাখতে পারবেন।ধন্যবাদ।
Shameem Sarwar
shameem.sarwar@yahoo.com
Video 100 English Words You Must Know গুরুত্বপূর্ণ 100 ইংরেজি শব্দ